X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অন্তর্জালে তারকাবহুল ধারাবাহিক ‘মমতাজ মহল’

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০২১, ১২:৪৩আপডেট : ০৪ মে ২০২১, ২১:৪১

দেশের অন্যতম নাটক ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির বিশেষ চমক হিসেবে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘মমতাজ মহল’।

মাসুদুর রহমানের রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় তারকাবহুল এই ধারাবাহিকটির নতুন নতুন পর্ব উন্মুক্ত হবে আজ (৪ মে) থেকে প্রতি মঙ্গল ও বুধবার সন্ধ্যা ৭টায়, সিএমভি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

ধারাবাহিক নাটকটির কাহিনি সংক্ষেপ থেকে জানা যায়, মমতাজ মহলের মালিক ঈমান স্ত্রীর জন্য মমতাজ মহল বানালেও তার সুপ্ত বাসনা তার ঘর হোক পৃথিবীর সবচেয়ে ভালো ঘর। পুরান ঢাকার বনেদি পরিবারের ছেলে সামাজিক সীমাবদ্ধতাটুকু কাটিয়ে নিজের মতো করে পৃথিবী গড়তে চান তিনি। যে কারণে চিরচেনা পুরান ঢাকার পরিবেশ ছেড়ে তিনি নতুন ঢাকায় এসেছেন। তিনি বুকের ভেতর ব্যথা জমিয়ে রেখে হাসির মাধ্যমে চারদিক মাতিয়ে রাখেন। তার দুই মেয়ে সারা ও সাহু ভীষণ দুষ্টু।

ফ্ল্যাট বাড়ির দ্বিতীয় সদস্য সায়মা। একমাত্র ছেলেকে নিয়ে বসবাস। সায়মা খুব সাজগোজ করে এবং নিজেকে ফিটফাট রাখে। এটাই তার সুখ। তবে এর প্রভাব পড়ে ঈমান আলীর পরিবারের ওপর। আর নানা ঘটনা ও অঘটন নিয়ে এগিয়ে যায় নাটকটির গল্প।

নির্মাতা মাসুদুর রহমান বলেন, ‌‌‘মমতাজ মহল হলো পারিবারিক ভালোবাসার মহল, সমাজের একটি অংশ মাত্র। এখানে সব ধরনের চরিত্র রয়েছে। মমতাজ মহলের মালিক ঈমান স্ত্রীর জন্য মমতাজ মহল করলেও সুপ্ত বাসনা তার ঘর হোক পৃথিবীর সবচেয়ে ভালো ঘর। গল্পের ভেতরে অনেক পরিবার মিলে হয়ে উঠেছে সমাজের একটা ক্ষুদ্র অংশ। তাদের চরিত্র হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের সুখ-দুঃখ, আনন্দ বেদনা ও সমস্যার সমাধানগুলো ক্যামেরাবন্দি করে জীবনের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে।’

এ নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, উর্মিলা শ্রাবন্তী কর, তানিয়া বৃষ্টি, এলেন শুভ্র, শাওন, রিমি করিম, গোলাম ফরিদা ছন্দা, সাবেরী আলম, মীম, সায়েরা জাহান, নয়ন, তানভীর মাসুদ, আলামীন সবুজ, মিশু রহমান, টুটুল চৌধুরী, লিটন প্রমুখ।

নাটকটি বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনে প্রচার শুরু হয়েছে সম্প্রতি। এবার সেটি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হলো অন্তর্জালে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
ট্রেন্ডিংয়ে নিহার জোড়া নাটক
দুই বছর পর নতুন গানে ফেরা...
দুই বছর পর নতুন গানে ফেরা...
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘আশিকি’, রেকর্ড ভাঙার আভাস
১০ মিলিয়নের মাইলফলক!
১০ মিলিয়নের মাইলফলক!
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!