X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের গানে প্রথম পরমব্রত-রাইমা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৩ মে ২০২১, ১২:৩১আপডেট : ১৩ মে ২০২১, ১৫:০৪

বাংলাদেশের কোনও গানচিত্রে এবারই প্রথম অভিনয় করলেন টলিউডের জনপ্রিয় জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। শাফকাত আহমেদ দীপ্তর কথা ও সুরে টিএম রেকর্ডসের ব্যানারে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস ও দিলশাদ নাহার কাকলী।

ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ মে) প্রথম প্রহরে বড় ক্যানভাসের এই গানটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে গানবাংলা টেলিভিশনের পর্দায়। এছাড়াও গানবাংলা টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত হয়েছে এটি।

বড় ক্যানভাসে নির্মিত গল্পনির্ভর রোমান্টিক গানচিত্রটি প্রকাশ উপলক্ষে বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইভ আড্ডা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন গানটির শিল্পী ও কলাকুশলী ছাড়াও ব্যান্ড তারকা হামিন আহমেদ, এস আই টুটুল ও গানের টাইটেল স্পন্সর ইভ্যালির প্রধান নির্বাহী রাসেল আহমেদ।

আড্ডায় হাজির হয়ে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘ব্যক্তিগতভাবে গানবাংলা ও উইন্ড অব চেঞ্জ নিয়ে বাঙালি হিসেবে গর্বিত আমি। তাই যখন শুনি তাপসের মতো কেউ এ গানটির সাথে রয়েছে তখনই রাজি হয়ে যাই। খুব মিষ্টি একটি গান, গানটিতে কাজ করার স্মৃতিটিও খুব মিষ্টি। ঈদ উৎসবে গানটি প্রকাশ হলো, তাতে আমি আরও আনন্দিত।’

রাইমা সেন বলেন, ‘গানটাতে অভিনয় করে খুব ভালো লেগেছে। পরমের সঙ্গে আমার একটা দীর্ঘদিনের জুটি আছে। এ জন্য কাজের সময়টাও বেশ কেটেছে। গানটা প্রকাশিত হওয়ার পর আমার মাকে যখন দেখালাম, মা বললেন এটা কোন ছবির! আসলে এটা সিনেমা না হয়েও সিনেমার মতোই একটা সাড়ে তিন মিনিটের মিউজিক্যাল ফিল্ম। আশা করছি যারা দেখবে তারা খুবই পছন্দ করবেন গানটি।’

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও করেছেন তাপস। তিনি বলেন, ‘এটি আমার প্রথম দ্বৈত গান। পুরনো দিনের গানের ফ্লেভারে এটি দীপ্তর অসামান্য সৃষ্টি। এতে আমার সঙ্গে দারুণ কণ্ঠ দিয়েছেন কাকলী। সিনেম্যাটিক দৃশ্যায়নে গানটির চমৎকার চিত্রায়ণের জন্য প্রযোজক, নির্মাতা ও কলাকুশলীদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।’

গানটির নতুন সংগীতায়োজন ও চিত্রায়ণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুরকার শাফকাত আহমেদ দীপ্ত।

টিএম প্রোডাকশনের ব্যানারে গানটির পরিকল্পনা ও প্রযোজনায় ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন ফারজানা মুন্নী।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
৭৮ বছর পেছনে রাইমা সেন!
৭৮ বছর পেছনে রাইমা সেন!
আবার একসঙ্গে স্বস্তিকা-পরমব্রত, সংগীতে অনুপম!
আবার একসঙ্গে স্বস্তিকা-পরমব্রত, সংগীতে অনুপম!
প্রাক্তনের বিয়ে বন্ধুর সঙ্গে, ঢাকার গানে অনুপমের আশ্রয়!
প্রাক্তনের বিয়ে বন্ধুর সঙ্গে, ঢাকার গানে অনুপমের আশ্রয়!
গুঞ্জন সত্যি, অনুপমের প্রাক্তনকেই বিয়ে করছেন পরমব্রত!
গুঞ্জন সত্যি, অনুপমের প্রাক্তনকেই বিয়ে করছেন পরমব্রত!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র