X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

ধর্ষণের পর অন্তঃসত্ত্বা: মনোবৈকল্যের শিকার লেডি গাগা

বিনোদন ডেস্ক
২১ মে ২০২১, ২৩:৫৯আপডেট : ২২ মে ২০২১, ০০:০২

গ্র্যামি ও অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাওয়া মার্কিন পপ সুপারস্টার লেডি গাগা জানালেন তার জীবনের ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা।

অপরাহ উইনফ্রে শো’তে এসে গাগা বললেন ১৯ বছর বয়সে তার সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনার কথা। তখন এক প্রযোজক তাকে সরাসরি কাপড় খুলতে বলেন। রাজি হননি গাগা। ‘এরপর সে তার দলবলসহ আমাকে জানালো, আমার সমস্ত মিউজিক পুড়িয়ে ফেলবে। তারা তাই করেছে। আমি স্রেফ ভয়ে জমে গিয়েছিলাম। এরপর... এরপর.. আমার আর কিছু মনে নেই।’

৩৫-এ পা রাখা বিশ্বখ্যাত এ গায়িকা আরও জানালেন, এরপর তার সঙ্গে যা যা ঘটেছে সেটার সাক্ষী তার শরীরেই তিনি বহন করেছেন। ১৯ বছরেই ধর্ষণের শিকার হয়ে হয়েছিলেন অন্তঃসত্ত্বা। এরপর টানা কয়েক বছর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়া অবস্থায় ছিলেন। তারপর আরও কিছুদিন কাটে অসুস্থতায়।

‘আমি পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বেশ ক’বছর আমি আর আগের মতো ছিলাম না। প্রযোজকের সেই প্রস্তাব পাওয়ার পর পরই আমার ঠিক তেমনটা মনে হয়েছিল, যেমনটা ধর্ষণ করার পর বোধ করেছিলাম। এতোটাই ‍অসুস্থ হয়ে পড়েছিলাম আর বমি করছিলাম যে আমাকে একটা স্টুডিওতে আটকে থাকতে হয়েছিল কয়েক মাস।’

অবশেষে মনটাকে আঠা দিয়ে জুড়ে এক লাফে উঠে আসেন খ্যাতির শিখরে। এ বছরের শুরুতেই আরিয়ানা গ্রান্দের সঙ্গে সেরা পপ ডুয়ো ক্যাটাগরিতে বাগিয়েছেন গ্র্যামি পুরস্কার। সাম্প্রতিক ‘ক্রোমাটিকা’ অ্যালবামের ‘রেইন অন মি’ গানটির জন্যই পেয়েছেন এটি। সামনে আবার তাকে দেখা যাবে আত্মজীবনীমূলক ক্রাইম ড্রামা সিনেমা ‘হাউস অব গুচ্চি’তে।

সূত্র : সিএনএন

/এফএ/এমএম/
সম্পর্কিত
বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ লেডি গাগা
বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ লেডি গাগা
অলিম্পিকে গান গেয়ে সমালোচিত গাগা!
অলিম্পিকে গান গেয়ে সমালোচিত গাগা!
জোকারের প্রেমিকার প্রথম ঝলক
জোকারের প্রেমিকার প্রথম ঝলক
উপেক্ষা ভুলে যাচ্ছেন লেডি গাগা!
উপেক্ষা ভুলে যাচ্ছেন লেডি গাগা!
বিনোদন বিভাগের সর্বশেষ
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
বলিউডের পোস্টার থেকে উধাও পাকিস্তানি তারকারা!
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম
আহত শাবনূর
আহত শাবনূর
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান
মব জাস্টিস নিয়ে প্রশ্ন তুললেন সায়ান