X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

১৯ বছর পর জায়েদ খানের ফেরা

বিনোদন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১৮:২৮আপডেট : ১৩ জুন ২০২১, ২১:২৫

শূন্য দশকের টিভি দর্শকদের এখনও মনে থাকার কথা বিজ্ঞাপনচিত্রটির কথা- ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা...। জিঙ্গেলনির্ভর সেই বিজ্ঞাপনটি ২০০২ সালের দিকে তৈরি। যার মাধ্যমে অভিষেক হয় মডেল জায়েদ খানের।

এরপর মাঝে ১৯ বছর কেটে গেলো। ঢালিউডে নানা চড়াই-উতরাই পেরিয়ে জায়েদ খান এখন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ পর্যায়ে এসে আবারও মডেল হলেন তিনি। তবে এবার আর কোনও ভোগ্যপণ্যের ভিজ্যুয়াল বা জিঙ্গেল টিভিসি নয়, একটি ফ্যাশন হাউজের স্থিরচিত্র-মডেল হলেন জায়েদ খান। যেখানে তিনি হাজির হয়েছেন একেবারে ভিন্ন গেটআপে রাজকীয় আবহে।

ঈদ উৎসবকে সামনে রেখে রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মলের এই মডেল-শুটে অংশ নিয়েছেন সম্প্রতি। যেখানে জায়েদ খানকে দেখা যায় শেরওয়ানি, পাগড়ি, হাতে তলোয়ার এবং সঙ্গে ঘোড়া! যেন ঘোড়ার পিঠ থেকে মাত্রই নামলেন রাজপুত্র জায়েদ খান!

জায়েদ খান জানান, গৌতম সাহার কোরিওগ্রাফিতে রয়েল মালাবারের পোশাক ও জুয়েলারি ব্যবহার করা হয়েছে এই ফটোশুটে। এতে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন নাঈম আহমেদ।

১৯ বছর পর জায়েদ খানের ফেরা জায়েদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি প্রথম মডেলিং করি বিশ্ববিদ্যালয় জীবনে। সেটি সম্ভবত ২০০২ সালে একটি বিস্কুটের বিজ্ঞাপনে। এরপর অনেক প্রস্তাব এসেছে, চলচ্চিত্রের মায়ায় ওদিকে পা বাড়াইনি। ১৯ বছর পর আবারও মডেল হলাম। কারণ, রয়েল মালাবারের শোরুমে গিয়ে তাদের সংগ্রহ দেখে আমি মুগ্ধ হয়েছি। এবং তাদের ফটোশুটের প্রস্তাবটিও ছিল বেশ শৈল্পিক। যা ছবি দেখলেই অনুমান করতে পারবেন।’

জায়েদ খানের আগে সম্প্রতি এই ব্র্যান্ডের মডেল হয়ে আলোচনায় এসেছেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগরের মতো ডাকসাইটে নেতা-অভিনেতারা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
১১ ছবিতে ঈদ: হল সংখ্যায় শাকিবের দাপট, অন্যরা যা পেলো
এ সপ্তাহের ছবি১১ ছবিতে ঈদ: হল সংখ্যায় শাকিবের দাপট, অন্যরা যা পেলো
কাঞ্চন নেই, ফেরালেন শাকিব-অনন্ত, অথৈ সাগরে নিপুণ!
কাঞ্চন নেই, ফেরালেন শাকিব-অনন্ত, অথৈ সাগরে নিপুণ!
‘অবৈধ ব্যক্তির কোনও সিদ্ধান্তে আমার মাথাব্যথা নেই’
সমিতির সদস্যপদ হারালেন জায়েদ খান‘অবৈধ ব্যক্তির কোনও সিদ্ধান্তে আমার মাথাব্যথা নেই’
বিনোদন বিভাগের সর্বশেষ
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র