X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নীল জল থেকে উঠে জড়ালেন অন্তর্জালে!

বিনোদন রিপোর্ট
১৮ জুন ২০২১, ০৩:০৭আপডেট : ১৮ জুন ২০২১, ২০:৫৪

প্রথম সিনেমা ‘ন ডরাই’-এ সমুদ্রের নীল জলে সার্ফিং করেছিলেন সুনেরাহ। মিলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জল থেকে উঠে এবার তিনি জড়ালেন অন্তর্জালে! যেখানে তিনি সার্ফিং করবেন সাইবার দুনিয়ায়।

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে এমনটাই জানালেন পরিচালক দীপংকর দীপন। তার নতুন ছবি ‘অন্তর্জাল’-এ যুক্ত হলেন সুনেরাহ বিনতে কামাল। ১৫ জুন চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের অফিসে সুনেরাহ চুক্তিবদ্ধ হন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে। এটি হবে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র। যেখানে সাইবার দুনিয়ার রহস্য ঘেরা জাল নিয়ে কাজ করবেন সুনেরাহ বিনতে কামাল।

দীপনের ভাষায়, ‘সুনেরাহ পরিপূর্ণ অভিনয়শিল্পী, এই চরিত্রে তার বিশালত্ব ফুটিয়ে তোলার সুযোগ থাকছে। প্রথাভাঙা আরেকটি চরিত্রে আসছেন তিনি।’

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অন্তর্জাল’ প্রযোজক মোহাম্মদ আলী হায়দার ও মোহাম্মদ সাদেকুল আরেফিন। আরও ছিলেন সহ-প্রযোজক শাহ আমীর খসরু।

সুনেরাহ বলেন, ‘কোডিং, হ্যাকিং- এসব নিয়ে আমার জানার আগ্রহ অনেক। সেই চ্যালেঞ্জ থেকে এই সিনেমায় প্রিয়মের খোঁজ পাই। এই গল্পে আমি থ্রিলারের ছাপ পেয়েছি, আবার পেয়েছি দারুণ এক অচেনা গল্প। আমার চরিত্রটি কিন্তু বাস্তবের এক চরিত্র, সেই চরিত্রের সঙ্গ পেতেই সিনেমায় কাজের আগ্রহ প্রকাশ করি। এই সিনেমার স্টোরি টেলিং খুব ইন্টারেস্টিং।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রযোজক (বামে)-পরিচালকের (ডানে) মাঝে সুনেরাহ

এরইমধ্যে এই সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়ক সিয়াম। সিনেমায় রোবটপ্রেমী প্রিয়ম নামের চরিত্রে অভিনয় করছেন সুনেরাহ।

দীপন বলেন, ‘ভিন্ন ধারার গল্পে আমি সিনেমা তৈরি করতে পছন্দ করি। এই সিনেমার নামের মধ্যে প্রযুক্তি প্রযুক্তি ভাব থাকলেও আসলে সব বয়সী দর্শকদের জন্য সিনেমা।’

আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা—এই ভাবনা থেকে নির্মিত হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার অন্তর্জাল।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি চ্যানেল আই’র এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন। দেশের প্রথম সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপও সাইফুল্লাহ রিয়াদের। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

একনজরে-

‘ঢাকা অ্যাটাক’ শুটিংয়ে দীপংকর দীপন দীপংকর দীপন, পরিচালক: প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ (২০১৭), যা চারটি বিভাগে বাংলাদেশ সরকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

সিয়াম আহমেদ চিত্রনায়ক সিয়াম: দীর্ঘ সময় ধরে টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন, উপস্থাপনা করছেন সিয়াম। ২০১৭ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে। ‘পোড়ামন-২’, ‘দহন’, ‘অপারেশন সুন্দরবন’, ‘শান’ তার উল্লেখযোগ্য ছবি।

‘ন ডরাই’-এ সুনেরাহ চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল: ২০১৯ সালে অভিষেক সিনেমা ‘ন ডরাই’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
দীপনের নতুন মিশন ‘ছাত্রী সংঘ’, কুমিল্লায় ঘোষণা!
দীপনের নতুন মিশন ‘ছাত্রী সংঘ’, কুমিল্লায় ঘোষণা!
অন্তর্জালে আসছে ‘অন্তর্জাল’
অন্তর্জালে আসছে ‘অন্তর্জাল’
নারীর বীরত্বগাথা নিয়ে দীপনের নতুন ছবি
নারীর বীরত্বগাথা নিয়ে দীপনের নতুন ছবি
সিসিএল ফাইনাল: খেলতে চাইলো দুই দলই, তবু স্থগিত কেন
সিসিএল ফাইনাল: খেলতে চাইলো দুই দলই, তবু স্থগিত কেন
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...