X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

একসঙ্গে অর্থহীন ও শিরোনামহীনের দুই সদস্য (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৫ জুন ২০২১, ১৪:১২আপডেট : ২৫ জুন ২০২১, ১৪:১২

অর্থহীন ব্যান্ডের অন্যতম সদস্য শিশির আহমেদ। ব্যান্ডের বাইরে ইতোমধ্যেই তিনি প্রকাশ করেছেন বেশ কিছু একক গান। অন্যদিকে শিরোনামহীন ব্যান্ডের শেখ ইশতিয়াকও একক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন বহুবার।

এবার এই দু’জন মিলে প্রকাশ করলেন নতুন গান। শিরোনাম ‘শূন্যতার গান’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা লিখেছেন শেখ ইশতিয়াক আর সুর-সংগীত করেছেন শিশির আহমেদ। ভিডিও নির্মাণ করেছেন আহমেদ হাসান। এতে মডেল হয়েছেন একেএম ইতমাম ও নাঈমা তাসনিম।

শিশির বলেন, ‘গানের সুর-সংগীত অনেক আগেই তৈরি করেছিলাম। এটি মূলত রক ধারার। আমার মনে হয়েছে গানটি ইশতিয়াকের কণ্ঠে ভালো মানাবে। ওর কণ্ঠে একটা জাদু আছে! আর আমাদের দু’জনের মধ্যে বোঝাপড়াও ভালো। এভাবেই গানটি হলো।’

ইশতিয়াক বলেন, ‘শিশির ভাইয়ের সঙ্গে অর্থহীন ব্যান্ড থেকে আমার কাজ করার অভিজ্ঞতা। অনেকদিন ধরেই ইচ্ছা ছিলো উনার সঙ্গে একক গান করার। এই গানের মিউজিকটা শোনার পর কেন জানি মনে হচ্ছিলো, গানটি সঙ্গে বিষণ্ণতাকে জড়াতে পারলে খুব ভালো হয়। প্রতিটা মানুষের জীবনেই একটা শূন্যতার জায়গা থাকে, যা কখনোই পূরণ হয় না। এই চিন্তা থেকেই গানের কথা লেখা। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে ‘শূন্যতার গান’ প্রকাশ হয় শিশির আহমেদের ইউটিউব চ্যানেলে। আর শিগগিরই গানবাংলা, জিপি মিউজিক, অ্যামাজন, আইটিউনস, অ্যাপল মিউজিকসহ অন্যান্য প্লাটফর্মেও গানটি পাওয়া যাবে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসান!
অমিতাভ বচ্চনের দেয়ালে জয়া আহসান!
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান