X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রেহানা প্রসঙ্গে বাঁধনকে যা বললেন অনুরাগ কাশ্যপ

সুধাময় সরকার
১৪ জুলাই ২০২১, ০৩:১২আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৭:২৫

অনুরাগ কাশ্যপকে বলা হয় বলিউডের ভার্সেটাইল মেধাবীদের অন্যতম। বলিউড বক্স অফিস থেকে বিশ্ব চলচ্চিত্রে যার দৃপ্ত পদযাত্রা সমানতালে। চলমান কান ফেস্টিভালে গিয়ে সেই অনুরাগের দেখা পেলেন ঢাকার আজমেরী হক বাঁধন। বিপরীতে রেহানা মরিয়ম নূর নামের এক বাংলাদেশি নারীকে খুঁজে পেলেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’-খ্যাত অনুরাগ।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যার পর অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা ও আড্ডা হয় আজমেরী হক বাঁধনের। সঙ্গে ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ প্রযোজক জেরেমি চুয়া ও নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। তারও আগে অনুরাগ কাশ্যপ ছবিটি দেখেন। বাঁধনের সঙ্গে দেখা হওয়ার পর বারবার বললেন ছবিটির প্রতি তার মুগ্ধতার কথা।

কান থেকে বাঁধন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘অনুরাগের সঙ্গে আমাদের প্রযোজকের ছোট্ট একটি বৈঠক ছিল। ইনফ্যাক্ট সিঙ্গাপুরে ‘লাইভ ফ্রম ঢাকা’ প্রদর্শনীর পর থেকে জেরেমির সঙ্গে অনুরাগের ভালো বন্ধুত্ব হয়। যাই হোক, অল্প সময়ের জন্য হলেও সন্ধ্যাটা আমরা অসাধারণ আড্ডার মধ্যে কাটালাম। আমাদের সঙ্গে ছিলেন ভ্যারাইটি পত্রিকার সম্পাদকসহ আরও অনেকে। যারা সবাই আমাকে আসলে রেহানা বলেই সম্বোধন করছিলেন। বারবার সাদ ও ছবিটির প্রশংসা করছিলেন। এ মুগ্ধতার অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব নয়।’’

রেহানা প্রসঙ্গে বাঁধনকে যা বললেন অনুরাগ কাশ্যপ কিন্তু অনুরাগ কী বললেন! বাঁধন ভক্তরা তো সেটি একটু আলাদা করে জানতে চায়। জবাবে রেহানা বললেন, ‘তিনি আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন। বলতে চাইছিলেন আমার এক্সট্রা অর্ডিনারি অভিনয়ের মাধ্যমে নাকি বাংলাদেশ অফিসিয়ালি কান উৎসবে এন্ট্রি নিলো! এই আড্ডায় সাদ ছিল না। একটু অসুস্থ ফিল করছে সে, তাই আসেনি। তার অনুপস্থিতিতেও অনুরাগ সাদের যে পরিমাণ প্রশংসা করেছেন, সেটা ভাবা যায় না। এবং এই প্রশংসা সাদ ডিজার্ভ করে। অনুরাগ শেষে একটা কথাই বলেছেন, এই ছবি তার কাছে কোয়াইট এক্সট্রা অর্ডিনারি ফিল্ম বলে মনে হয়েছে। ছবির শেষ দৃশ্যটি নিয়ে অসম্ভব মুগ্ধতা প্রকাশ করেছেন। এই তো।’

এই আড্ডাই নয়, কানে যাওয়ার পর থেকে প্রতিনিয়ত উড়ছেন আজমেরী হক বাঁধন। প্রতিনিয়ত নিজের সব আপডেট জানাচ্ছেন সোশ্যাল হ্যান্ডেলে। নিয়মিত ফেসবুক লাইভে এসে জানাচ্ছেন সারাদিনের গল্প ও আগামী দিনের পরিকল্পনা। বাদ যাচ্ছে না তার মর্নিং ওয়াকের দৃশ্যও।

বাঁধন বলেন, ‘আসলে প্রথম শো দেখার আগ পর্যন্ত আমি আমার জীবনের সর্বোচ্চ প্রেসার নিয়েছি। শো শেষ হওয়ার পর সেই যে করতালি শুরু হলো সেটা তো আর থামছে না। কানে বাজছে এখনও। সেই থেকে আমি আসলেই পাখি হয়ে গেলাম। নিজেকে মুক্ত মনে হচ্ছে। এখন যেখানেই যাই, রেহানা বলে মানুষ হাই দিচ্ছে, এগিয়ে আসছে। তারা কে কোন শহরের মানুষ, পরিচয় কি- আমি কিছুই জানি না। এটা যে কী পরিমাণ ভালো লাগার বিষয়, বলে বুঝাতে পারবো না।’

মঙ্গলবার সন্ধ্যায় কান-তীরে বসে অনুরাগের সঙ্গে আড্ডা দিয়ে বাঁধন আরও রিচার্জ হয়েছেন বলে জানান। বললেন, ‘এই মানুষগুলোর সবচেয়ে বড় গুণ এরা মানুষকে এপ্রিসিয়েট করতে জানেন। তারা ভাবেন না এটা কোন দেশের ছবি, কেমন নির্মাতা বা আর্টিস্ট। তারা কাজ দেখে সেটার মূল্যায়ন করেন। আমি অন্তত অনুরাগের কথায়-মেশায় কোনও অভিনয় দেখিনি। একেবারে ন্যাচারাল। এবং তিনি ছবির দৃশ্য ধরে ধরে প্রশংসা করছেন। সারাক্ষণ সাদ, রেহানা, ইমুর (আমার বাচ্চার চরিত্র) প্রশংসা করছিলেন। অসাধারণ ফিল্ম ক্রিটিক বলে মনে হলো।’  

রেহানা প্রসঙ্গে বাঁধনকে যা বললেন অনুরাগ কাশ্যপ এদিকে যত দিন গড়াচ্ছে কান-আকাশে ওড়া রেহানার হার্টবিট ততই বাড়াচ্ছে। আর মাত্র দু’দিন। ১৭ জুলাই কানের পর্দা নামার আগে ১৬ জুলাই ঘোষণা হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’-এর পুরস্কার জয় কিংবা পরাজয়ের খবর। আঁ সার্তে রিগায়-বিভাগে লড়াই করা রেহানা পেতে পারে বেস্ট পারফরমার অ্যাওয়ার্ডটি। এ বিভাগে লড়াই করা ছবিটির জন্য এই একটি পুরস্কারই বরাদ্দ রাখছে কান কর্তৃপক্ষ। ফলে, টিম বাঁধনের কপালে দুশ্চিন্তার বলিরেখাটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। কারণ, এ পর্যন্ত ছবিটি যারা দেখেছেন, তাদের বেশিরভাগই মনে করছেন, পুরস্কারটি পাচ্ছেন আজমেরী ওরফে রেহানা। প্রত্যাশার এই চাপ সামলাচ্ছেন কেমন করে?

বাঁধন বললেন, ‘আমার আর প্রত্যাশা নেই। আজ পর্যন্ত যেটুকু পেয়েছি, সেটাই অনেক। আর পুরস্কার পেলেও সেটার দাবিদার আমি নই। তার পুরোটা নির্মাতা সাদের। আমি শুধু তার আদেশ মান্য করার চেষ্টা করেছি অক্ষরে অক্ষরে।’

কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে আমন্ত্রণ পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।   

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি।

রেহানা প্রসঙ্গে বাঁধনকে যা বললেন অনুরাগ কাশ্যপ ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
এশা মার্ডার: পয়লা দর্শনে জমাট রহস্য (ভিডিও)
এশা মার্ডার: পয়লা দর্শনে জমাট রহস্য (ভিডিও)
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
‘আমি একটু অবাক’
‘আমি একটু অবাক’
‘খুফিয়া’ বিতর্কে বাঁধনের ব্যাখ্যা, সঙ্গে নতুন খবর
‘খুফিয়া’ বিতর্কে বাঁধনের ব্যাখ্যা, সঙ্গে নতুন খবর
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!