X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সেই লাকী আক্তারের কণ্ঠে কন্যা ও কান্নার গল্প (ভিডিও)

সুধাময় সরকার
২৯ জুলাই ২০২১, ০০:২৯আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৭:৩৮

‘ক-তে কাদের মোল্লা...তুই রাজাকার, তুই রাজাকার’, ‘স-তে সাকা চৌধুরী...তুই রাজাকার, তুই রাজাকার’–বজ্রকণ্ঠে এমন স্লোগান তুলে গোটা বিশ্বের নজরে আসেন লাকী আক্তার। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংঘটিত গণজাগরণ মঞ্চের মধ্যমণি হয়ে ওঠেন তিনি। টাইটেল পান ‘অগ্নিকন্যা’ বা ‘স্লোগানকন্যা’।

নানা তর্ক-বিতর্কের ঢেউয়ে স্বতঃস্ফূর্ত সেই গণআন্দোলন দিক হারায়, ছত্রভঙ্গ হয়ে যান লাকী আক্তারদের মতো ফ্রন্টলাইনার বিপ্লবীরা। যাদের অনেকেই পাড়ি জমান বিদেশেও। তবে দেশেই থিতু হন ছাত্র ইউনিয়নের সাবেক এই সভাপতি। এরমধ্যে হয়েছেন মা ও সংসারী। তবে থমকে যায়নি আজও তার বিপ্লবী মন। বরং সুরেলা হয়েছে আরও। তাই তো বিরতি শেষে ফিরলেন আবারও, তবে ভিন্ন মোড়কে।

স্লোগানকন্যা লাকী আক্তার কণ্ঠে তুলে নিলেন গান। সুরটাও নিজের। খুললেন স্বনামেই ইউটিউব চ্যানেল। যার শুরুটা হলো ‘গাছেদের কান্না’ শিরোনামের গান দিয়ে। যে গানের গল্পটা বৈশ্বিক হলেও, রয়েছে শাহবাগের রেশ। গত মে মাসে সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে রেস্তোরাঁ-দোকান নির্মাণের উদ্যোগের বিপরীতে দাঁড়িয়েই লাকীর এই প্রতিবাদী গানচিত্র। যা প্রকাশ পেয়েছে ২৭ জুলাই। গানের কথা-সুর-কণ্ঠে তো বটেই, ভিডিওতেও উঠে এসেছে গাছ ও নীড়হারা পাখিদের কান্নার প্রতিচ্ছবি ও ধ্বনি।     

গানটি তৈরির প্রেক্ষাপট প্রসঙ্গে লাকী আক্তার বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার পর পাভেল পার্থ দাদা এই গানটি লেখেন। আমাকে পাঠিয়ে বললেন, দেখেন লাকী, এটাকে কিছু করা যায় কিনা। কয়েকদিন ধরে ভেবে ভেবে গানটা সুর করি। তারপর মুয়ীয ভাই আর রেজওয়ান ভাইয়ের সহযোগিতায় বাকি কাজটুকু হয়ে যায়।’

লাকী আক্তার এখন এক কন্যাসন্তানের মা। নাম সূর্য। বাচ্চাকে বাসায় রেখে গানের কাজটি শেষ করা ছিল তার জন্য খানিকটা চ্যালেঞ্জিং। তার ভাষায়, ‘গানটি রেকর্ডিংয়ের সময় বেশ কষ্ট হচ্ছিল আমার। ফোন সাইলেন্ট থাকলেও বাচ্চার চিন্তা মাথায় ঘুরতো সব সময়। বাসা থেকে ফোন এলে ওপাশ থেকে মনে হয় কান্নার আওয়াজ পাই! অথচ বাচ্চা আমার নিরাপদেই ছিল। আমার মেয়ে এবং পরিবারকে অশেষ ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য।’

লাকী বলছিলেন, রেকর্ডিংয়ে গেলে তার কানে বাজতো বাচ্চার কান্না। সম্ভবত এটুকু বলতে ভুলে গেলেন, ঘরে-বাইরে সারাক্ষণই তিনি শুনতেন গাছেদের কান্না! তা না হলে, এমন কথায় অতটা দরদী সুর আর কণ্ঠ বসালেন কেমন করে? কথাগুলো এমন- আজকে আমি জারুল  হলাম/ পারুল বোনের লাগি/ ঘর হারালো চিলের ছানা/ ডুকরে উঠে কাঁদি/ আজকে কেন কদম কাঁদে/ বকুল মরে পথে/ করাত কেন কোপ বসালো/ স্মৃতির জয়রথে...।  

গানটি করার প্রেক্ষাপট প্রসঙ্গে লাকী বলেন, ‘আমরা প্রায়ই একটা স্লোগান দেই। প্রাণ-প্রকৃতি উজাড় করে উন্নয়ন চাই না। কারণ, আমরা জানি আমাদের লড়তে হয় বিকৃত সৌন্দর্যবোধ, প্রাণবিনাশী উন্নয়ন দর্শন এবং দায়িত্বহীনতার বিরুদ্ধে। পুরো দেশে অবাধে গাছ কাটা, জমি দখল এসব খবর প্রায়ই আমরা শুনি। কিছু মানুষের সীমাহীন লোভের বলি আমাদের জমিন, বন আর প্রাকৃতিক সম্পদ। এর বিরুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা চট্টগ্রামের সিআরবি, সুন্দরবন কিংবা লাউয়াছড়া- সবখানেই মানুষের দ্রোহ আছে। লড়াই আছে। এই গানটাতে গাছেদের কান্না কিংবা হাহাকারের সুর কিছুটা শোনা যাবে বলে মনে করছি।’

শেষে লাকীর বিনীত অনুরোধ শ্রোতাদের প্রতি, ‘গানটি প্রকাশ করলাম একেবারেই নিজেদের আগ্রহের জায়গা থেকে। আপনারা শুনবেন এবং মতামত দেবেন। কেমন লাগলো জানাবেন।’

জানিয়েছেনও অনেকেই। যার অধিকাংশই ইতিবাচক। এক গানের ইউটিউব চ্যানেলে ১৩ ঘণ্টায় দেড় হাজারের বেশি ভিউ। কম তো নয়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’