X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আইয়ুব বাচ্চুকে নিয়ে কলকাতার গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৬:৫০আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৩:১৫

১৬ আগস্ট ছিল গিটার জাদুকর, রক গায়ক, সুরকার, গীতিকার আইয়ুব বাচ্চুর ৫৯তম জন্মবার্ষিকী। শুধু এপার নয়, তার মায়াবী সুরে আচ্ছাদিত হয়ে আছে ওপার বাংলাও।

সেখানকার অনেকের কাছেই গুরুস্থানীয় তিনি। তেমনই একজন কলকাতার ‘সহজিয়া’ গানের দলের মূল গায়ক দেব চৌধুরী। তাই আইয়ুব বাচ্চুকে গানে-সুরেই স্মরণ করলেন তিনি।

গাইলেন, ‘গিটারের ছয় তারে ভালোবাসার টান/ গিটার রসকলি গিটার আজান...’। সেই গানের ভিডিও এখন ইউটিউবে।

গানের আরও কিছু বাক্য এমন- নিয়ন আলোয় মাখা ফুটপাথে/ আমি একাকী হাঁটছি মাঝরাতে/ রাতের তারার চোখে বিষণ্ণতা/ না বলেও বলে দেয় অনেক কথা।

‘মায়াবী গিটার ফেলে’ শিরোনামের এ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন দেব চৌধুরী নিজে। তিনি বলেন, ‘‘২০১৮ সালের ১৮ অক্টোবর যখন কিংবদন্তি পাড়ি জমান, সেই রাতেই গানটির জন্ম। সুরও দিয়েছি ওই সময়ই। পরদিন সকালে ‘গুড মর্নিং আকাশ’ অনুষ্ঠানে আমি গানটি গেয়েছিলাম।’’

নতুন গানের সংগীতায়োজন করেছেন রুদ্রনীল চৌধুরী। শব্দমিশ্রণের দায়িত্বে ছিলেন কৃষ্ণেন্দু। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সুমন। ভিডিও সম্পাদনা করেছেন অভিষেক। পুরো প্রকল্পের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন সুস্মিতা, শুভদীপ, সুতনুকা, সুপ্রতীম, অংশু। 

দেব জানান, ৯০’র দশকে যাদের কৈশোর যৌবন কেটেছে, তাদের প্রায় সবাই ‘দুই বাংলার রক আইকন’ আইয়ুব বাচ্চুর গানের কথায়, সুরে, গিটারে স্বপ্ন দেখেছেন, উদ্বেল হয়েছেন। তিনিও তার বাইরের কেউ নন। তাই এই উৎসর্গ।

ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
আট গল্পের প্রদর্শনী ‘অল দ্যাট ওয়েদারস’
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথাযুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!