X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ইউটিউবার শাবনূর, সঙ্গে ছেলে আইজান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪০

ঢাকাই ছবির প্রাক্তন জনপ্রিয়দের একজন শাবনূর। ক্যারিয়ারের আকাশচুম্বী জনপ্রিয়তার পরপরই বেছে নিয়েছেন প্রবাস ও সংসার জীবন। এরপরই ভক্তদের থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। তবে সে দূরত্ব কমাতে এবার ইউটিউবার হিসেবে হাজির হচ্ছেন এই তারকা। 

নিজেই ভিডিও বার্তা দিয়ে সেটা জানান দিয়েছেন। গতকাল (১৪ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে সেই ভিডিও পোস্ট করেন।

শাবনূর জানান, শুধু তিনিই নন, তার সঙ্গে কাজ করবে তিন জন খুদে ইউটিউবার। তাদের মধ্যে আছে তার ছেলে আইজানও। 

এই চিত্রনায়িকা ভিডিও বার্তায় বলেন, ‘বন্ধুরা তোমাদের সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই। ভালোবাসা পেতে চাই। এবং আমার একটা ছোট্ট কথা আছে। আমাদের ছোট্ট ছোট্ট টিমের সাথে পরিচয় করিয়ে দিতে চাই।’ 

এরপরই তিন জন খুদে ইউটিউবার তাদের পরিচিতি নিয়ে সামনে আসে। বাকি দুজনের নাম ইহান ও ইনাইয়া।

শুধু ইউটিউব নয়, শাবনূরকে পাওয়া যাবে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও। সে ঘোষণাটাও রয়েছে ভিডিও বার্তায়।

শাবনূর জানান, তার জীবনের ডায়েরি খুব শিগগিরই ইউটিউবে আপলোড হবে। পাশাপাশি মজার ও রুচিশীল কনটেন্টও ভক্তদের জন্য পর্যায়ক্রমে আসবে। 

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি শাবনূর অভিনীত সর্বশেষ কাজ। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা