X
মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩
২৪ মাঘ ১৪২৯

লিটল থিংস সিজন ৪: বেজেছে বিদায়ের সানাই

বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৪

নেটফ্লিক্স ইন্ডিয়া সম্প্রতি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে। ক্যাপশনে ছিল, ‘আমরা ওদের সঙ্গে এক হয়ে হেসেছি, কেঁদেছি। এবার তাদের বিদায় জানানোর পালা। তবে তার আগে এক প্লেট মোমো-বিরিয়ানি খেয়ে উদযাপন করা উচিত, তাই না?’

শেষবারের মতো নেটফ্লিক্সের পর্দায় আসতে চলেছে ধ্রুব-মিথিলার কাহিনি। ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে বহুল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘লিটল থিংস’-এর চতুর্থ ও শেষ সিজন। নেটফ্লিক্সের তরফে একটি ছবি পোস্ট করে জানানো হয়েছে এমনটাই। এই সিজনেও প্রধান চরিত্রে দেখা যাবে ধ্রুব শেহগাল ও মিথিলা পালকরকে। 
এই সিরিজে এক মধ্যবিত্ত প্রেমিকযুগলের সম্পর্ক, ক্যারিয়ার ও তাদের টানাপড়েনের গল্প দেখানো হয়েছে। দ্রুত জনপ্রিয়তা লাভ করে এটি।

কী দেখা যাবে শেষ সিজনে? নেটফ্লিক্সের তরফ থেকে জানানো হয়েছে, ‘গোটা সিজনজুড়েই কমিটমেন্ট, স্বাস্থ্য, পরিবার নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে দেখা যাবে ওই জুটিকে।’

জনপ্রিয় এই সিরিজের প্রযোজক ডাইস মিডিয়া। প্রথম সিজন ইউটিউবে বিনামূল্যে ছাড়া হয়েছিল। তুমুল জনপ্রিয়তা পাওয়ায় তা চলে যায় ওটিটি প্ল্যাটফর্মে। ডাইস মিডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা চাই একগাল হাসি নিয়ে দর্শক এই সিরিজকে বিদায় জানাক। মিথিলা ও ধ্রুব দুইজনেই খুব ভালো কাজ করেছেন।’

দর্শকরাও দারুণ উচ্ছ্বসিত, প্রিয় যুগলের শেষ পরিণতি কী হতে যাচ্ছে তা জানতে অধীর আগ্রহে বসে আছেন তারা!

সূত্র: দ্য হিন্দু

/এমএজে/এফএ/এমএম/
সম্পর্কিত
এক গানের জন্য সময় নিলেন ৫ বছর!
এক গানের জন্য সময় নিলেন ৫ বছর!
চাঁদপুরে রসু খাঁর খোঁজে শিহাব শাহীন, প্রস্তুত হচ্ছেন নিশো
চাঁদপুরে রসু খাঁর খোঁজে শিহাব শাহীন, প্রস্তুত হচ্ছেন নিশো
একই সিরিজে শাহরুখ-সালমান-আমিরসহ ৩৫ তারকা!
একই সিরিজে শাহরুখ-সালমান-আমিরসহ ৩৫ তারকা!
‘ভাল্লাগে’ গায়িকার এখন ‘আইলসা লাগে’!
‘ভাল্লাগে’ গায়িকার এখন ‘আইলসা লাগে’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সারা যাকেরকে পেয়ে সুমীর ‘ওয়াও’ মোমেন্ট!
সারা যাকেরকে পেয়ে সুমীর ‘ওয়াও’ মোমেন্ট!
‘বন্ধ জানালা’ নিয়ে ‘ইলুমিনাতি’ বিতর্ক, বিব্রত ‘শিরোনামহীন’
‘বন্ধ জানালা’ নিয়ে ‘ইলুমিনাতি’ বিতর্ক, বিব্রত ‘শিরোনামহীন’
এবার ‘শনিবার বিকেল’ প্রসঙ্গে সরব হলেন আ স ম রব
এবার ‘শনিবার বিকেল’ প্রসঙ্গে সরব হলেন আ স ম রব
গ্র্যামি অ্যাওয়ার্ডসে এবারের যত রেকর্ড আর স্মরণীয় মুহূর্ত
গ্র্যামি অ্যাওয়ার্ডসে এবারের যত রেকর্ড আর স্মরণীয় মুহূর্ত
এক গানের জন্য সময় নিলেন ৫ বছর!
এক গানের জন্য সময় নিলেন ৫ বছর!