X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘আধা’ দিয়ে পূর্ণতার স্বীকৃতি পেলেন তারা

বিনোদন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ১৫:৩৬আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৭:২০

তিন দশক ধরে (৩২ বছর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়ে আসছে সংগীত বিষয়ক পুরস্কারের বড় আসর ‘গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড’। সেই আসর থেকে এবার স্বীকৃতি পেলেন বাংলাদেশের সংগীতশিল্পী সাব্বির নাসির ও নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। 

সদ্য প্রকাশিত ‘আধা’ গানচিত্রের জন্য গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড-২০২১ আসর থেকে পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেন সাব্বির। গানটির সূত্র ধরে প্রথমবার মিউজিক্যাল ফিল্ম বানান সুনির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনিও মিউজিক ভিডিও ক্যাটাগরিতে গানচিত্রটির জন্য একই (ব্রোঞ্জ) পদক জেতেন। 

গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড ডটকমের অফিসিয়াল সাইটে বিজয়ীদের তালিকায় অন্যান্য দেশের সংগীত তারকা ও নির্মাতাদের পাশাপাশি শোভা পাচ্ছে বাংলাদেশের এই দুজনের নামও।

এরইমধ্যে অনলাইনের মাধ্যমে পুরস্কারের অফিসিয়াল সার্টিফিকেট হাতে পেয়েছেন দু’জনেই। 

এই পুরস্কার প্রাপ্তির খবরে গায়ক সাব্বির নাসির বলেন, ‘‘আমার ইউটিউব চ্যানেল গত ১০ মাসের মধ্যে ৫০ হাজার সাবস্ক্রাইবারের মাইলফলকটি অতিক্রম করেছে। এর পরদিনই জানলাম এই খবরটি। এ স্বীকৃতি ‘আধা’ সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট সবার।’’

এদিকে ‘ঊনপঞ্চাশ বাতাস’-খ্যাত চলচ্চিত্র নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘জীবনের প্রথম মিউজিক ভিডিও বানালাম। তাও তেমন কোনও প্রস্তুতি ছাড়া। তাই তামাতেই (ব্রোঞ্জ) খুশি।’

সাব্বির নাসির গত ঈদে নিজের ইউটিউব চ্যানেলে ‘আধা’ গানচিত্রটি প্রকাশ করেন। গানটির কথা ও সুর করেন ওমর ফারুক বিশাল। সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ভিডিওতে সাব্বির নাসিরের পাশাপাশি মডেল হিসেবে কাজ করেছেন নীল হুরের জাহান।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আমি জানি এই সেতু আমাদের জন্য কী: মাসুদ হাসান উজ্জ্বল
গৌরবের পদ্মা সেতুআমি জানি এই সেতু আমাদের জন্য কী: মাসুদ হাসান উজ্জ্বল
‘কাজটি করার জন্য অনুদানটা খুব দরকার ছিল’ 
‘কাজটি করার জন্য অনুদানটা খুব দরকার ছিল’ 
১৯ নভেম্বর বাংলাদেশি সিনেমার ‘টাইমস স্কয়ার’ অভিষেক
১৯ নভেম্বর বাংলাদেশি সিনেমার ‘টাইমস স্কয়ার’ অভিষেক
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‌‘ঊনপঞ্চাশ বাতাস’
নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‌‘ঊনপঞ্চাশ বাতাস’
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
রসায়ন পরীক্ষায় ১০ জনের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’!
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়