X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সাপ হাতে জায়েদ খানের নাচ

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৩:৪০আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৭:৩১

সাপ কেন্দ্রিক চলচ্চিত্র মানেই সুপারহিট—একটা সময় এই তত্ত্বটাই বেশ চলছিল। দেশের অনেক জনপ্রিয় ছবি নির্মিত হয়েছে সর্পকাহিনি নিয়ে।

যেখানে জলজ্যান্ত সাপ ছিল অন্যতম উপাদান। তবে সাম্প্রতিক সাপ নিয়ে সিনেমা নির্মাণ নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। কিন্তু এই সময়ের চিত্রনায়ক জায়েদ খানের হাতে দেখা গেলো জলজ্যান্ত এক সাপ। এটা নিয়ে নাচলেনও! 

জায়েদ অভিনীত নতুন এ চলচ্চিত্রটির নাম ‘সোনার চর’। এতে একেবারের সাদামাটা লুকে হাজির হয়েছেন জায়েদ। ছবির একটি গানের দৃশ্যের কারণে সাপ রাখা হয়েছিল। এসেছিলেন বেদেরাও। 

সাপ ধরার অভিজ্ঞতার কথা জানিয়ে এই চিত্রনায়ক বলেন, ‘ভয়ংকর অনুভূতি। সাপ ধরতে হবে, এটা শুনেই ভয়ে অস্থির হয়ে গিয়েছিলাম প্রথমে। সাভার থেকে বেদে নিয়ে আসা হয় এফডিসিতে। তারাই দিকনির্দেশনা দিয়েছেন। তারপরও প্রথমে ধরতেই চাইনি। পরে সাপুড়ে অভয় দিলেন। প্রচণ্ড ভয় নিয়ে ধরেছি। ধরার পর গা শিরশির করে উঠে। তবে শেষ পর্যন্ত এই অংশটা ঠিকঠাক হয়েছে, এতেই সন্তুষ্ট সবাই।’

জায়েদ জানান, মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময় নিয়ে চলচ্চিত্রটির গল্প।

এদিকে, গত মাসে গাজীপুরের হোতাপাড়ায় জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। বেশিরভাগ অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। ১৯ অক্টোবর থেকে এফডিসিতে শুরু হয় গানের শুটিং। এরপর আগামী মাসে ভোলায় বাকি অংশের শুটিং শেষ হবে বলে জানান এর নির্মাতা। 

‘সোনার চর’ সিনেমায় জায়েদ খানের বিপরীতে অভিনয় করছেন নবাগত জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিমকে। আরও আছেন শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
টাইমস স্কয়ারের পর্দায় আবারও বাংলা গান
১১ ছবিতে ঈদ: হল সংখ্যায় শাকিবের দাপট, অন্যরা যা পেলো
এ সপ্তাহের ছবি১১ ছবিতে ঈদ: হল সংখ্যায় শাকিবের দাপট, অন্যরা যা পেলো
কাঞ্চন নেই, ফেরালেন শাকিব-অনন্ত, অথৈ সাগরে নিপুণ!
কাঞ্চন নেই, ফেরালেন শাকিব-অনন্ত, অথৈ সাগরে নিপুণ!
‘অবৈধ ব্যক্তির কোনও সিদ্ধান্তে আমার মাথাব্যথা নেই’
সমিতির সদস্যপদ হারালেন জায়েদ খান‘অবৈধ ব্যক্তির কোনও সিদ্ধান্তে আমার মাথাব্যথা নেই’
বিনোদন বিভাগের সর্বশেষ
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
কানে আবার আমন্ত্রিত ঢাকার ঋতি
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
মনে হয়নি দেশের বাইরে আছি: যুক্তরাষ্ট্র থেকে পার্থ 
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সম্প্রচারের দুই দশকে...
সম্প্রচারের দুই দশকে...