X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘ছারপোকা’ ব্যান্ডের চ্যানেল গায়েব, থানায় দেড় কোটি টাকার অভিযোগ

সুধাময় সরকার
০৬ নভেম্বর ২০২১, ১৭:৪৬আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২১:৩০

তরুণ জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে ‘ছারপোকা’ অন্যতম। স্টেজ ও গানে ভালোই সাড়া মিলছে দলটির পক্ষে। তবে এই পর্যায়ে এসে খানিক হতাশায় নিমজ্জিত এর সদস্যরা। কারণ, তাদের ইউটিউব চ্যানেলটি হঠাৎ গায়েব! 

‘ছারপোকা’ সদস্যরা জানান, বঙ্গ’র এমসিএন-এ থাকা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি হঠাৎ গায়েব হয়ে যায়! এ কারণে দেড় কোটিরও বেশি টাকা ক্ষতির মুখে পড়েছে বলে তারা মনে করেন। আর এর জন্য বঙ্গ’র বিরুদ্ধে আইনি আশ্রয় নিচ্ছে ‘ছারপোকা’।

প্রাথমিকভাবে ব্যান্ডের পক্ষ থেকে গত সোমবার (১ নভেম্বর ২০২১) হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৩) করেছেন ব্যান্ডটির অন্যতম সদস্য ইমরান হোসেন রাহাত।

অভিযোগপত্রে লেখা হয়, গত ১৬/০৫/২০১৮ ইং তারিখ ‘ছারপোকা’ ইউটিউব চ্যানেল ম্যানেজ, এসিও, আরনিং ম্যানেজ, মনিটাইজেশন, সিকিউরিটিসহ আনুষঙ্গিক বিষয়ের জন্য ইব্রাহিম মোহাম্মদ (ডেপুটি ডিড বঙ্গ স্টুডিও) ও মুশফিকুর রহমান (চিফ অব কনটেন্ট)-এর মাধ্যমে বঙ্গ হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের সাথে ‘ছারপোকা’ ব্যান্ড দলের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি সম্পাদনের পর চ্যানেলটির সব রকম এক্সেস বঙ্গ’র নিকট ‘ছারপোকা’ হস্তান্তর করে এবং বঙ্গ সেটি পরিচালনা করা শুরু করে।

কিন্তু গত ২০-০৫-২০২০ ইং তারিখ থেকে ইউটিউবে ‘ছারপোকা’র চ্যানেলটি আর খুঁজে পাওয়া না যাওয়ায় ব্যান্ডের পক্ষ থেকে বঙ্গ’র সাথে যোগাযোগ করা হলেও অদ্যাবধি এ সম্পর্কে তারা কোনও সদুত্তর না দিয়ে সময়ক্ষেপণ করে আসছে।

সাধারণ ডায়েরিতে আরও উল্লেখ করা হয়, চ্যানেলটিতে ‘ছারপোকা’র নিজস্ব অর্থায়নে ৫০টি মিউজিক্যাল কনটেন্ট ছিল, যার আনুমানিক নির্মাণ মূল্য ৮০ লাখ টাকা এবং ৭ লাখ সাবসক্রাইবারের চ্যানেলটির বাজার মূল্য ন্যূনতম ২০ লাখ টাকা। চ্যানেলটি গায়েব হয়ে যাওয়ায় আরও ৫০ লাখ টাকার ক্ষতি হয় এরইমধ্যে।

এ বিষয়ে ব্যান্ডের সদস্য ইমরান হোসেন রাহাত বলেন, ‘আমরা একাধিকবার বঙ্গর সঙ্গে যোগাযোগ করেও প্রতিকার পাইনি। উল্টো আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে তারা। তাই আর কোনও উপায় না পেয়ে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’

‘ছারপোকা’র ফেসবুক পেজ থেকে নেওয়া গান:

তিনি আরও জানান, ‘শিগগিরই তারা আইনি নোটিশ পাঠাবেন। তারপরও সমাধান না হলে বঙ্গর বিরুদ্ধে মামলা করা হবে।’

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বঙ্গ’র পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘ছারপোকা’র জন্ম ২০১৭ সালের ৪ মে। ব্যান্ডটির লাইনআপ এমন- ভোকাল: ইমরান হোসেন, লিড গিটার: সৌরভ আহমেদ, সাইড ভোকাল ও গিটার: শাহরিয়ার হোসাইন মম, বেজ গিটার সৌরভ আলী, অ্যাকোস্টিক গিটার: রহমত আলী, ড্রামস: এসডি সঞ্জয়, ফাউন্ডার ও সিইও: ইয়াসিন আরাফাত হৃদয়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
দেশে শীর্ষে, বৈশ্বিক ট্রেন্ডিংয়ে  ৮১ নম্বরে!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
সন্ধ্যা নামিলো শ্যাম: গানে ও চিত্রে মুগ্ধতার সমন্বয়
বিনোদন বিভাগের সর্বশেষ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা