X
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
১৮ আশ্বিন ১৪৩০
মামানামা- আউট অব দ্য বক্স

আতিকের আক্ষেপ: আমার চেনা মানুষগুলো কই (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২১, ১৬:২১আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৯:২৯

বিজয়ের মাসে মুক্তি পেয়েছে মহান মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‌‘লাল মোরগের ঝুঁটি’। 

১০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসা এ সিনেমাটির প্রচারণায় নিয়মিত অংশ নিচ্ছেন এর শিল্পী-কলাকুশলীরা। একই লক্ষ্যে তারা যুক্ত হয়েছিলেন বাংলা ট্রিবিউনের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন ‘মামানামা– আউট অব দ্য বক্স’-এ। সেখানেই চলচ্চিত্রটির নানা প্রসঙ্গ নিয়ে কথা বললেন নির্মাতা নূরুল আলম আতিক, অভিনেতা আহমেদ রুবেল ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

ছবিটির বিপণন-বণ্টন নিয়ে কথা উঠতেই আক্ষেপ ঝরলো নির্মাতা নূরুল আলম আতিকের কণ্ঠে। জানালেন, সিনেমা হলে দর্শক নেই। তিনি বেশ হতাশ হয়েছেন চলচ্চিত্রটির বর্তমান অবস্থা দেখে।

বিষয়টি নিয়ে আতিক বলেন, ‘আমি যে ধরনের ছবি নির্মাণ করেছি, তাতে শত শত হলে লোকজন হুমড়ি খেয়ে পড়বে- সেটা আমি প্রত্যাশা করি না। কিন্তু যখন মাত্র ৬-৭টা হল তখন দ্বিতীয় দিনেও আমি লোক দেখতে পারবো না- সেটা আমার অভিমান। তার মানে সাতখানা হলের মানুষের সঙ্গেও আমার সংযুক্তির দুর্যোগ আছে। এটার সঙ্গে ডিস্ট্রিবিউশনের কোনও সংকট আমি দেখি না। আমি যখন মুক্তিযুদ্ধের ছবি বানাই, ফেসবুকে যখন সবাই লাইক দিয়ে যাচ্ছেন, তাদের মুখেই শুনছি- তারা দেখছেন, মুগ্ধ-আপ্লুত হয়ে গেছেন। কিন্তু হলে এসে দেখি সেখানে অল্প কয়টা মানুষ!’

তিনি যোগ করে আরও বলেন, ‘আমি মনে করি, এই ছবির জন্য ৭ হলই অনেক। আমার দুর্যোগ বা অভিযোগ হলো, আমার এত এত বন্ধু, চেনাজানা, যারা আমার খোঁজ-খবর নেন, আমাকে নিয়ে বাইরে গল্প করেন, তারা গেলেন কোথায়? আমার চেনা মানুষগুলো কই এখন? আমার অনুযোগ শুধু এটুকুই।’

এর আগে আহমেদ রুবেল পার্শ্ববর্তী টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেন। তার ভাষ্য, ‘আমাদের যখন এক-দেড় কোটি টাকা তখন তাদের ৩৫-৪০ লাখ টাকায় ছবি নির্মাণ হতো। আমাদের ব্যবসা ছিল, হল ছিল- সব ছিল। এখন আমরা সেই জায়গা থেকে সরে গেছি। আতিক ছবি বানিয়ে ফাটিয়ে ফেললো, তাতে হবে না। আমাদের আগে হলে এসে দেখার অভ্যাস করতে হবে।’

চলতি সপ্তাহের পর্বটি:

কলকাতা ও বাংলাদেশের দুটি ইন্ডাস্ট্রিতেই কাজ করার ভালো অভিজ্ঞতা আছে জ্যোতিকা জ্যোতির। দুই দেশে তার পর্যবেক্ষণও উঠে আসে এই অভিনেত্রীর কথায়। তিনি বলেন, ‘কলকাতার সাধারণ মানুষের প্রতি সপ্তাহের পার্ট হলো, একটা ছবি দেখবে। বছরে ২ মাস রাখে ঘুরে বেড়ানোর জন্য। এগুলো তাদের ফিক্সড। কিন্তু আমাদের তো সিনেমা দেখার বিষয়টি রুটিংয়েই নেই। আমাদের আগের জেনারেশন কিন্তু সিনেমা দেখতেন। এটা আমাদের লাইফস্টাইলে আনতে হবে।’

চলতি সপ্তাহে এমন অনেক প্রসঙ্গে কথা বলেছেন এই তিন জন। পাশাপাশি আহ্বান জানালেন, নিজেদের চলচ্চিত্রটি দেখার।

তারকাদের অংশ নেওয়া ‘মামানামা– আউট অব দ্য বক্স’ শিরোনামে মজার এ অনুষ্ঠান দেখতে পাবেন ইউটিউবেও। 

জনি হকের প্রযোজনা ও মাহমুদ মানজুরের সঞ্চালনায় এই লাইভ শো প্রচার হয় প্রতি শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘বঙ্গমাতা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত
‘বঙ্গমাতা’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত
জ্যোতির আক্ষেপ ঘুচবে ৮ আগস্ট
জ্যোতির আক্ষেপ ঘুচবে ৮ আগস্ট
শঙ্খচিল হতে চাওয়া নারীকে নিয়ে সিনেমা
শঙ্খচিল হতে চাওয়া নারীকে নিয়ে সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
বুসানের আগেই ‘বলী’র জোড়া পোস্টার
বুসানের আগেই ‘বলী’র জোড়া পোস্টার
শাহরুখের ‘ডাংকি’ কি তবে ভারত-কানাডা ইস্যু নিয়ে!
শাহরুখের ‘ডাংকি’ কি তবে ভারত-কানাডা ইস্যু নিয়ে!
বিশ্বরেকর্ডে বাংলাদেশি মডেল তোরসা
বিশ্বরেকর্ডে বাংলাদেশি মডেল তোরসা
‘শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক ছিল না’
‘শ্রীদেবীর মৃত্যু স্বাভাবিক ছিল না’
রাজ-বুবলীর ‘গোপন’ মিশনের প্রথম ঝলক সামনে এলো
রাজ-বুবলীর ‘গোপন’ মিশনের প্রথম ঝলক সামনে এলো