X
বুধবার, ৩০ নভেম্বর ২০২২
১৫ অগ্রহায়ণ ১৪২৯

পূজা বললেন পিকনিক, সিয়াম গেলেন খেপে! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ১৫:৫৫আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৯:৩৩

২০১৮ সালে ‘পোড়ামন-২’ দিয়ে প্রথমবারের পর্দায় আসেন সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটি। এরপর ‘দহন’ দিয়ে নিজেদের আরও প্রতিষ্ঠা করেন তারা। তিন বছর পর আবার তারা পর্দায় ফিরছেন। এবারের ছবি ‘শান’।

আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে এটি। সিনেমাটি ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে হইচই। আছে এটি নির্মাণের নানা নেপথ্য কথা। বছরের প্রথম দিন (১ জানুয়ারি) সিয়াম-পূজা এসবের প্রায় সবই তুলে ধরলেন বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক লাইভ শো ‘মামানামা– আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানে সংযুক্ত হয়ে।

ছবিটির শুটিং করার বিষয়ে কথা বলতে গিয়ে পূজা বলে ওঠেন, ‘‘আমাদের টিমটা এতটাই ভালো যে মনে হয় শুটিংয়ে যাই না, পিকনিকে যাই। নির্মাতা যখন ‘অ্যাকশন’ বলে, তখন আমরা খুব সিরিয়াস থাকি। কিন্তু এর বাইরে মনে হয় পিকনিক করছি।’’

শুটিং প্রসঙ্গে পূজার এমন মন্তব্য শুনেই খেপে যান সিয়াম। ভেটো দেন তিনি। জানান, তার কখনোই সেরকম (পিকনিক) মনে হয় না। 

মজার সুরে বলেন, ‘‘আমি সারা দিনই ফোনে বলি (স্ত্রীকে), ‘আমার কঠিন শট যাচ্ছে, আমি মেন্টালি ডিসটার্ব। পরে কথা বলছি।’ আর তুমি যদি লাইভে বলো, আমরা শুটিংয়ের নামে পিকনিক করি, তাহলে আমার অবস্থানটা কোথায় যায়?’’

‘মামানামা– আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানের নবম পর্বের এমন অনেক মজার কথা শোনা যাবে ফেসবুক ও ইউটিউবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মাহমুদ মানজুর। প্রযোজনায় আছেন জনি হক।

ভিডিও:

 

 

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আমাদের পরিবেশটাই এমন, অনেক কিছু ভাবতে বাধ্য করে: টয়া
মামানামা- আউট অব দ্য বক্স আমাদের পরিবেশটাই এমন, অনেক কিছু ভাবতে বাধ্য করে: টয়া
আগুনে পোড়া প্রসঙ্গে রনি: লাইফ ইনসুরেন্সটা করে রাখা ভালো ছিলো
মামানামা- আউট অব দ্য বক্স আগুনে পোড়া প্রসঙ্গে রনি: লাইফ ইনসুরেন্সটা করে রাখা ভালো ছিলো
চিত্রনাট্য এক রেখে চরিত্র বদলালে দর্শক বিরক্ত হবেই: শাকিব প্রসঙ্গে মৌসুমী
মামানামা- আউট অব দ্য বক্স প্রেম অনেক সুন্দর, যদি ঠিকমতো করতে পারেন: মৌসুমী হামিদ
অনেক দিন গোসল করতে করতে কেঁদেছি: অপু
অনেক দিন গোসল করতে করতে কেঁদেছি: অপু
বিনোদন বিভাগের সর্বশেষ
বিয়েতে ‘হ্যাঁ’, অভিনয়ে ‘না’?
বিয়েতে ‘হ্যাঁ’, অভিনয়ে ‘না’?
ক্র্যাচে ভর দিয়ে ‘গুল্লি’ করলেন আসিফ!
ক্র্যাচে ভর দিয়ে ‘গুল্লি’ করলেন আসিফ!
ফিফার মান বাঁচালেন ‘বিটিএস’ জাংকুক!
ফিফার মান বাঁচালেন ‘বিটিএস’ জাংকুক!
গাইলেন প্রতিমন্ত্রী, যাত্রা করলো নতুন ওটিটি
গাইলেন প্রতিমন্ত্রী, যাত্রা করলো নতুন ওটিটি
‘ডিজিকনসিক্স এশিয়া’ মঞ্চে বাংলাদেশের স্বর্ণজয়ী তৈমুর
‘ডিজিকনসিক্স এশিয়া’ মঞ্চে বাংলাদেশের স্বর্ণজয়ী তৈমুর