X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
মা দিবস

খুব কষ্ট হচ্ছে মামনি: পূজা চেরী

বিনোদন রিপোর্ট
১২ মে ২০২৪, ১২:৪৩আপডেট : ১২ মে ২০২৪, ১৪:২৮

মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী মা দিবস পালিত হয়। মায়েদের সম্মানে, ভালোবাসায় এই দিনটি আনন্দে উদযাপন করেন বাংলাদেশের মানুষও। তবে ঢালিউড নায়িকা পূজা চেরীর জন্য এবারের মা দিবস মোটেও আনন্দের নয়; বরং চরম বেদনার। কারণ কিছু দিন আগেই তিনি মাকে হারিয়েছেন।

গত ২৪ মার্চ মারা গেছেন পূজার মা ঝর্ণা রায়। যিনি পূজার স্বাভাবিক বেড়ে ওঠা তো বটেই, সিনেমায় প্রতিষ্ঠা পাওয়ার পুরোটা সময় জুড়েই ছায়ার মতো পাশে ছিলেন। তাই মাকে হারিয়ে যেন শূন্যতার সাগরে ভাসছেন তরুণ এই নায়িকা।

রবিবার (১২ মে) মা দিবসে নিজের মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন পূজা। যেখানে দেখা যায়, বিমানে বসে রয়েছেন তারা। ছবির সঙ্গে বেদনাভরা বার্তা। লিখলেন, ‘ভালো থাকুক পৃথিবীর সকল মা। মামনি দেখেছো, তুমি কী পচা কাজ করেছো! সকালে ঘুম থেকে উঠেই অঝরে চোখ থেকে জল পড়তে দিলে! সারা জীবনই তো এই জল পড়বে গো মা। কী করে থামাবো? উফ খুব কষ্ট হচ্ছে মামনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামনি আর মনে রেখো তোমার হাতের লাঠিটা অনেক মিস করি, অনেক অনেক অনেক।’

সবশেষে অনুসারীদের মা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন ‘পোড়ামন ২’ নায়িকা।

পূজার সেলফিতে মা প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’-এ শিশুশিল্পী হিসেবে সিনেমায় আত্মপ্রকাশ করেন পূজা চেরী। এরপর ২০১৮ সালে ‘নূরজাহান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। একই বছর ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। পরবর্তীতে পূজাকে দেখা গেছে ‘দহন’, ‘প্রেম আমার ২’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ছবিতে। সর্বশেষ গেলো ঈদে তার অভিনীত ‘লিপস্টিক’ ছবিটি মুক্তি পেয়েছে। 

/কেআই/এমএম/
সম্পর্কিত
ছবিতে তারকাদের ঈদ
ছবিতে তারকাদের ঈদ
ঈদের ৬ সিনেমা: কোনটা কতো হলে
ঈদের ৬ সিনেমা: কোনটা কতো হলে
‘টগর’ সিনেমার ‘ও সুন্দরী’, বড় চমক ইমরান-আতিয়া
‘টগর’ সিনেমার ‘ও সুন্দরী’, বড় চমক ইমরান-আতিয়া
১ মিনিটের ‘টগর’
১ মিনিটের ‘টগর’
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
এ সপ্তাহের সিনেমাবাংলাদেশে হলিউডের দুই সিক্যুয়েল
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
মুক্তি পেয়েও কারাগারে মার্কিন র‍্যাপার!
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
দুই দশক পর আসছে মেরিল স্ট্রিপের সেই সিনেমা
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!