X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নতুন বছরের প্রথম মঞ্চনাটক ‘মুদ্রা-গ্রহণ’

বিনোদন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ১৭:৪০আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৮:৩৫

ইংরেজি নতুন বছরের প্রথম মঞ্চনাটক হিসেবে মঞ্চায়ন হলো আবৃত্তির সংগঠন কণ্ঠশীলনের ‘মুদ্রা গ্রহণ’। এটি দলের নবম প্রযোজনা।

বছরের প্রথম দিনই এর উদ্বোধনী মঞ্চায়ন হয় ঢাকার মিরপুরের পাইকপাড়া সরকারি কলোনি সমিতি প্রাঙ্গণে। নব্য পৃথিবী, কৃষক ও ধনীদের চিত্র নিয়ে নাটকটি লিখেছেন নিথর মাহবুব। নির্দেশনা দিয়েছেন মীর বরকত।

শিল্পকলা একাডেমির আয়োজনে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সারা দেশের ৩৫০টি নাট্যদলের পরিবেশনার একটি হলো ‘মুদ্রা-গ্রহণ’ নাটকটি।

এর গল্পটি এমন—খাদ্য ছাড়া পুরো পৃথিবীর প্রাণীকুল অচল। কিন্তু মানুষ যেন তা ভুলতে বসেছে। সব ধরনের খাদ্যের মূলে রয়েছে কৃষকদের পরিশ্রমে মাটিতে ফলানো ফসল। কিন্তু মুদ্রানীতির কারণে আধুনিক সমাজে আজ সেই কৃষকরাই অবহেলিত। অধিক লাভের আশায় মানুষ কৃষি বাদ দিয়ে ব্যবসা, মিল-ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছে। নষ্ট করছে ফসলি জমি। ন্যায়-নীতি, আদর্শ সব বিসর্জন দিয়ে মানুষ কেবল টাকার পেছনে ছুটছে। কারণ, টাকা থাকলে গড়া যায় গাড়ি-বাড়ি সম্পদের পাহাড়। করা যায় ইচ্ছামতো ভোগবিলাস। কিন্তু এই মুহূর্তে মুদ্রায় যদি গ্রহণ লাগে, কাগজের সব নোট যদি সাদা হয়ে যায়, তাহলে কী হতে পারে- এটাই তুলে ধরা হয়েছে বলে জানান নিথর মাহবুব।

নির্দেশক মীর বরকত বলেন,‘বর্তমান বিশ্বের সমসাময়িক সংকট নিয়ে এ নাটকটি। অনেক সিরিয়াস একটি বিষয় কিন্তু আমরা সহজভাবে হাস্যরসের মাধ্যমে উপস্থাপনের চেষ্টা করেছি। এটাকে বলা চলে সিচুয়েশন কমেডি। আমরা প্রথম মঞ্চায়নে দর্শকদের অনেক ভালো সাড়া পেয়েছি।’

এতে নির্দেশনা সহযোগী হিসেবে আছেন রইস উল ইসলাম। নাটকে অভিনয় করেছেন, আব্দুর রাজ্জাক, অপরেশ সাহা, সালাম খোকন, শফিকুল ইসলাম শফি, জেএম মারুফ সিদ্দিকী, রাজিয়া সুলতানা মুক্তা, আনুপমা আলম, আব্দুল কাইয়ুম, সোহেল রানা, ইকবাল হোসেন, নূরে সাবাহ জ্যোতি, আবু সাঈদ, আলমগীর হোসেন খান, ইয়াকুব কিশোর ও আইভি ভূঁইয়া।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!