X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গোল্ডেন গ্লোবস: নজিরবিহীন আয়োজনে বিজয়ী তালিকা ঘোষণা!

বিনোদন ডেস্ক
১০ জানুয়ারি ২০২২, ১৩:০১আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৬:৫৭

নজিরবিহীন ঘটনা। তারকা, মনোনীত শিল্পী-কুশলী, লালগালিচা, সংবাদকর্মী ছাড়াই ঘোষণা করা হলো ৭৯তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা। রবিবার (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বেভারলি হিলটন হোটেলে ছিল হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের এই সাদামাটা আয়োজন। এবারের আসরে ২০২১ সালের সেরা চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠান এবং সেরা তারকাদের পুরস্কার দেওয়া হলো।

কৃষ্ণাঙ্গ সদস্যের ঘাটতিসহ জাতিগত বৈচিত্র্যকে কেন্দ্র করে বিতর্কে জর্জরিত হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন এবার টুইটারের মাধ্যমে পুরস্কার বিজয়ীদের নাম জানিয়েছে। অনুষ্ঠানে ছিলেন না কোনও তারকা। ছিল না লালগালিচা। করোনা পরিস্থিতি অবনতির কারণে অনুষ্ঠানে কোনও দর্শক ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি। কেবল আয়োজক সংগঠনের নির্বাচিত কয়েকজন সদস্য ও দাতা ছিলেন।

১৯৪৪ সাল থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিচ্ছে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। এখন তাদের সদস্য ৮৭ জন। এবার চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৫টি শাখায় পুরস্কার দেওয়া হয়েছে। তবে কারিগরি কাজে সম্পৃক্ত কারও জন্য স্বীকৃতি থাকে না এই আয়োজনে। অভিনয়শিল্পী, পরিচালক, লেখক ও প্রযোজকরা সেরা কাজের জন্য স্বীকৃতি পেয়েছেন।

আয়োজনের প্রতীকী ছবি

৭৯তম গোল্ডেন গ্লোবসে সর্বাধিক তিনটি করে পুরস্কার জিতেছে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ এবং কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের ‘ওয়েস্ট সাইড স্টোরি’। একনজরে দেখে নিন ৭৯তম গোল্ডেন গ্লোবসের বিজয়ী তালিকা।

উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য পাওয়ার অব দ্য ডগ

সেরা অভিনেতা (ড্রামা)
উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা অভিনেত্রী (ড্রামা)
নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস)

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
ওয়েস্ট সাইড স্টোরি

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
অ্যান্ড্রু গারফিল্ড (টিক, টিক... বুম!)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
র‌্যাচেল জেগলার (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পার্শ্ব অভিনেতা
কোডি স্মিথ ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)

সেরা পার্শ্ব অভিনেত্রী
আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পরিচালক
জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)

সেরা চিত্রনাট্য
বেলফাস্ট (কেনেথ ব্রানা)

সেরা অ্যানিমেটেড ছবি
এনক্যান্টো

সেরা বিদেশি ভাষার ছবি
ড্রাইভ মাই কার (জাপান)

সেরা মৌলিক সুর
ডুন (হ্যান্স জিমার)

সেরা মৌলিক গান
নো টাইম টু ডাই (বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল, ছবি: নো টাইম টু ডাই)

নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস) মাঝে

টেলিভিশন বিভাগের বিজয়ীরা

সেরা টিভি সিরিজ (ড্রামা)
সাকসেশন (এইচবিও)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
জেরেমি স্ট্রং (সাকসেশন)

 
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
মিকেলা জেই রড্রিগেজ (পোজ, এফএক্স)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
হ্যাকস (এইচবিও ম্যাক্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেসন সুডেইকিস (টেড লাসো, অ্যাপল টিভি প্লাস)
 
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
জিন স্মার্ট (হ্যাকস, এইচবিও ম্যাক্স)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
দ্য আন্ডারগ্রাউন্ড রেলরোড (প্রাইম ভিডিও)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
মাইকেল কিটন (ডোপসিক, হুলু)
 
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
কেট উইন্সলেট (মেয়ার অব ইস্টটাউন, এইচবিও)

সেরা পার্শ্ব অভিনেতা
ও ইয়াঙ সো (দ্য স্কুইড গেম, নেটফ্লিক্স)
 
সেরা পার্শ্ব অভিনেত্রী
সারাহ স্নুক (সাকসেশন)
/জেএইচ/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া