X
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৩ মাঘ ১৪২৮
সেকশনস

যেভাবে বলিউড নির্মাতার নজরে পড়লেন আরিফিন শুভ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৬:২৯

আপাতত আরিফিন শুভ আছেন মুম্বাইয়ে। নতুন-পুরনো বেশ কিছু কাজ নিয়ে ভারতের এই সিনে শহরে অবস্থান করছেন তিনি। 

বলিউড নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ‘বঙ্গবন্ধু’র সূত্র ধরে এখন সেখানেও বাড়তি কদর পাচ্ছেন শুভ।

যার ইঙ্গিত পাওয়া গেলো কলকাতার নির্মাতা রঞ্জন ঘোষের কথায়। পাশাপাশি জানা গেলো, শুভ কীভাবে বলিউডের বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের নজরে পড়েছিলেন।

২০১৯ সালে রঞ্জনের ছবি ‘আহা রে’র মাধ্যমে টলিউডে অভিষেক হয় আরিফিন শুভর। 

সিনেমাটি দুই বাংলাতেই প্রশংসা পায়। মূলত এ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো শুভকে দেখেন ‘বঙ্গবন্ধু’র পরিচালক শ্যাম বেনেগাল।

সম্প্রতি শুভর ভারত সফরে আবারও দেখা হয় রঞ্জনের সঙ্গে। নায়কের সঙ্গে সেলফিও তোলেন এ নির্মাতা। সেটা ফেসবুকে শেয়ার করে লেখেন, ‘‘যখন শ্যাম বেনেগালের বঙ্গবন্ধু (শুভ) নিজেই মকরসংক্রান্তিতে ট্রিট দিতে চলে আসেন। আমি বলবো এটা আসলে নিয়তি। নইলে ঋতুপর্ণা সেনগুপ্ত (আহা রে’র নায়িকা) কেন আরিফিন শুভকে আমার সাথে পরিচয় করিয়ে দেবেন এবং এক বছর পর শামা জেহরা জাইদি ও এমএস সেতু মুম্বাইতে ‘আহা রে’ দেখে তারপর তাকে মিস্টার বেনেগালের কাছে রেফার করবেন?’’

তার মানে এটুকু স্পষ্ট হলো ‘আহা রে’ ছবিটিই ছিলো শ্যাম বেনেগালের কাছে শুভর পৌঁছে যাওয়ার অন্যতম সূত্র। 

এদিকে জানা যায়, জানুয়ারির প্রথম সপ্তাহে শুভ মুম্বাই গেছেন। সেখানে তার নতুন ও পুরনো বেশ ক’টি প্রজেক্টের আলোচনা চলছে।

অন্যদিকে, গত ডিসেম্বরে শেষ হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান টুঙ্গিপাড়া, ঢাকা এবং সাভারের কয়েকটি স্থানে শুটিংয়ের মাধ্যমে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের বাংলাদেশ অংশের শুটিং। 

এর আগের  ছবিটির কাজ হয়েছে মুম্বাইয়ে। সিনেমাটি পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

/এম/এমএম/
সম্পর্কিত
শুভর চমকানো লুক,  এ কারণেই পাঁচ মাস চুল দেখাননি নায়ক!
শুভর চমকানো লুক, এ কারণেই পাঁচ মাস চুল দেখাননি নায়ক!
শেষ পর্যন্ত দেখা গেল ‘বঙ্গবন্ধু’র চেহারা
শেষ পর্যন্ত দেখা গেল ‘বঙ্গবন্ধু’র চেহারা
‘মিশন এক্সট্রিম’ একসঙ্গে দেখলেন ১৬০০ দর্শক!
‘মিশন এক্সট্রিম’ একসঙ্গে দেখলেন ১৬০০ দর্শক!
নিউ  ইয়র্কে এগিয়ে ‘মিশন এক্সট্রিম’, হল বেড়েছে প্যারিসেও
নিউ ইয়র্কে এগিয়ে ‘মিশন এক্সট্রিম’, হল বেড়েছে প্যারিসেও
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
শুভর চমকানো লুক,  এ কারণেই পাঁচ মাস চুল দেখাননি নায়ক!
শুভর চমকানো লুক, এ কারণেই পাঁচ মাস চুল দেখাননি নায়ক!
শেষ পর্যন্ত দেখা গেল ‘বঙ্গবন্ধু’র চেহারা
শেষ পর্যন্ত দেখা গেল ‘বঙ্গবন্ধু’র চেহারা
‘মিশন এক্সট্রিম’ একসঙ্গে দেখলেন ১৬০০ দর্শক!
‘মিশন এক্সট্রিম’ একসঙ্গে দেখলেন ১৬০০ দর্শক!
নিউ  ইয়র্কে এগিয়ে ‘মিশন এক্সট্রিম’, হল বেড়েছে প্যারিসেও
নিউ ইয়র্কে এগিয়ে ‘মিশন এক্সট্রিম’, হল বেড়েছে প্যারিসেও
কেন টুপি পরে বের হয়েছিলেন, ব্যাখ্যা করলেন শুভ
কেন টুপি পরে বের হয়েছিলেন, ব্যাখ্যা করলেন শুভ
© 2022 Bangla Tribune