X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় সাত জনের একুশে পদকপ্রাপ্তি, যা বললেন শিল্পীরা

ওয়ালিউল বিশ্বাস
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৮

চলতি বছর একুশে পদক পাচ্ছেন ২৪ বিশিষ্ট নাগরিক। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দিচ্ছে সরকার। 

আজ (৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে।

এতে ‘শিল্পকলা’য় বিশেষ অবদানে পদক পাচ্ছেন ৭ তারকা। তারা হলেন, জিনাত বরকতউল্লাহ (নৃত্য), নজরুল ইসলাম বাবু (মরণোত্তর-সংগীত), ইকবাল আহমেদ (সংগীত), মাহমুদুর রহমান বেণু (সংগীত), খালেদ খান (মরণোত্তর-অভিনয়), আফজাল হোসেন (অভিনয়) ও মাসুম আজিজ (অভিনয়)।

নিজেদের এমন স্বীকৃতিতে আনন্দিত সবাই। বিষয়টি নিয়ে কথা হয় নাট্যকার ও অভিনয়শিল্পী মাসুম আজিজের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমি গতকাল (২ ফেব্রুয়ারি) সংবাদটি জানতে পারি। শোনার পর একটা চিৎকার দিয়েছি। এরপর আনন্দও হয়েছে। তবে কান্নাও পেয়েছে। তখন থেকেই বারবার কান্না পেয়েছে।
এর কারণও আছে। আমি তো সারা জীবন নাটক ছাড়া কিছু করিনি। আবার যেটুকু করেছি তার জন্য কারও কাছে কোনও পুরস্কার বা কিছু কখনোই চাইনি। তাই রাষ্ট্র যখন নিজ থেকে আমাকে এটা দিচ্ছে, তা আমার জন্য অনেক বিশেষ। কতটা বিশেষ এটা বলে বোঝাতে পারবো না।’

দীর্ঘদিন ধরেই মঞ্চ-সিনেমা-টিভিতে কাজ করছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন। তাৎক্ষণিকভাবে অনুভূতি প্রকাশ করতে পারেননি তিনি। তবে ভীষণ খুশি এ অভিনেতা আজ দুপুরে বলেন, ‘আমি এই মুহূর্তে রাস্তায়। বেশিক্ষণ কথা বলতে পারছি না। খুবই ভালো লাগছে। অনুভূতিটা পরে প্রকাশ করবো।’

অন্যদিকে, ২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান অভিনেতা খালেদ খান। তিনি মরণোত্তর সম্মানে ভূষিত হয়েছেন। বিষয়টি নিয়ে তার মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা বলেন, ‘প্রতিক্রিয়াটা আমার জন্য মিশ্র। আমরা খুবই খুশি। কিন্তু বাবা নেই- এটা আমাকে পোড়ায়। বাবা থাকলে অনুভূতিটা কেমন হতো, ঠিক বলাও যাচ্ছে না। বাবা মারা যাওয়ার ৮ বছর হলো। অনেকেই পদক পেয়েছেন। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী বলছিলেন, এখনও উনি (খালেদ খান) পদক পেলেন না! তবে আমার মনে হয়, বাবা ঠিক সময়েই পদকটি পেলেন। নিশ্চয়ই গুণীজন রাইসুল ইসলাম আসাদের আগে বাবার পুরস্কারটি আশা করতে পারি না। আমার মনে হয়, বাবা সময়ের একটু আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তার পদকপ্রাপ্তির সময়টা ঠিকই আছে। সন্তান ও পরিবারের সদস্য হিসেবে আমরা ভীষণ আনন্দিত।’

জানা যায়, এ বছর ভাষা আন্দোলনে দুজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে চার জন, শিল্পকলায় সাত জন, ভাষা ও সাহিত্যে দুজন, সমাজসেবায় দুজন, গবেষণায় চার জন (দলগতভাবে তিন জন) একুশে পদক পাচ্ছেন। এছাড়া সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষায় একজন করে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!