X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যিনি লতার কাছে পেয়েছিলেন সন্তানের অধিকার

বিনোদন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৭

ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। অন্যদিকে সংগীত কিংবদন্তি লতা মঙ্গেশকর। দুজন দুই মেরুর হলেও তারা যেন ছিলেন একই পরিবারের। এমনকি অবিবাহিত লতার কাছে সন্তানের স্বীকৃতি পেয়েছিলেন শচীন। 

তাকে নিজের পুত্রের মতো স্নেহ করতেন তিনি। আর সে কারণেই লতাকে ‘মা’ বলে ডাকতেন শচীন। এ প্রসঙ্গে একবার সংবাদমাধ্যমকে লতা বলেছিলেন, ‘‘শচীন আমাকে তার মায়ের মতোই ভালোবাসে, সম্মান করে। আর আমিও শচীনকে নিজের ছেলে হিসেবে দেখি। একজন মা যেমন তার ছেলের জন্য প্রার্থনা করেন, তার জন্য আমিও ঠিক তেমনটাই করি। শচীন যেদিন আমাকে ‘মা’ বলে ডেকেছিল, তা আমি কোনও দিনও ভুলবো না। আমি কোনও দিনই ভাবতে পারিনি তার থেকে এই ডাক শুনতে পারবো। যেমন চমকে গিয়েছিলাম, তেমন আনন্দও পেয়েছিলাম। এটুকু বলবো, তার মতো ছেলে পেয়ে আমি ধন্য।’’

এখানেই শেষ নয়। শচীনকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন লতা। একযুগ পরে শচীন সেটাও পেয়েছিলেন। 

উল্লেখ্য, ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর লতার জন্ম এক মারাঠি পরিবারে। বাবার হাত ধরেই গান ও অভিনয়ের জগতে প্রবেশ করেন তিনি। ১৩-১৪ বছরে প্রথম গান গেয়েছিলেন মারাঠি ছবিতে। হিন্দিতে প্রথম প্লেব্যাক করেন ‘মজবুর’ সিনেমা দিয়ে। লতার সুরেলা কণ্ঠ সিনেমা ও গানে প্রাণ ঢেলে দিত। নক্ষত্রপতনে তাই শোকস্তব্ধ দুনিয়া।

যিনি লতার কাছে পেয়েছিলেন সন্তানের অধিকার ২৭ দিন ধরে করোনা, চলেছে নিউমোনিয়ার সঙ্গে লড়াই। ৯ জানুয়ারি লতার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানে অবস্থার অনেকটাই উন্নতি হয়েছিল লতার। ৩০ জানুয়ারি তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ভেন্টিলেশন থেকে বের করেও নিয়ে আসা হয় সুরসম্রাজ্ঞীকে। এরপর আজ (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১২ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজের গান শুনতেন না লতা মঙ্গেশকর!
মৃত্যুদিনে স্মরণনিজের গান শুনতেন না লতা মঙ্গেশকর!
মিল-অমিলে ঋত্বিক ঘটক ও লতা মঙ্গেশকর
প্রয়াণ দিনে স্মরণমিল-অমিলে ঋত্বিক ঘটক ও লতা মঙ্গেশকর
সর্বকালের সেরার তালিকায় লতা, আইইউ, জাংকুকসহ আরও যারা আছেন…
সর্বকালের সেরার তালিকায় লতা, আইইউ, জাংকুকসহ আরও যারা আছেন…
শোকাচ্ছন্ন কলকাতা, বাজছে সুরসম্রাজ্ঞীর গান
শোকাচ্ছন্ন কলকাতা, বাজছে সুরসম্রাজ্ঞীর গান
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
তামান্নার শুভ সূচনা
তামান্নার শুভ সূচনা
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
ওটিটিতে মঞ্চনাটক ‘নেতা যে রাতে নিহত হলেন’
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!