X
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
১০ আশ্বিন ১৪৩০

ভারতের প্রধানমন্ত্রীই প্রথমে প্রস্তাব দিয়েছিলেন বঙ্গবন্ধু বায়োপিকের

বিনোদন ডেস্ক
২৪ মার্চ ২০২২, ১২:৪১আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৪:৪৬

ছবিটির পোস্টার ও বঙ্গবন্ধুর গেটআপে শুভ বাংলাদেশ-ভারতের রাষ্ট্রীয় প্রযোজনায় তৈরি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‌‘মুজিব: একটি জাতির রূপকার’। 

তবে মজার বিষয় হলো, বাংলাদেশ নয়, বন্ধু রাষ্ট্র ভারতই প্রথম বাংলাদেশের জাতির জনকের ওপর ছবি তৈরির প্রস্তাবটি রেখেছিল। আর এটি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বলিউড নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ইতোমধ্যেই ছবিটির দৃশ্যধারণ শেষ হয়েছে। সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটি নিয়ে কথা বলেছেন এই বর্ষীয়ান ব্যক্তিত্ব।

শ্যাম বেনেগাল বলেন, ‘ছবিটি তৈরির উদ্দেশ্য হলো দুই দেশের সাংস্কৃতিক বিনিময়। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটি নির্মাণের প্রস্তাবটি দেন। শেখ হাসিনা আনন্দের সঙ্গেই তা গ্রহণ করেন।’

পরিচালক হিসেবে নিজে যুক্ত হওয়ার বিষয়ে এই ভারতীয় নির্মাতা বলেন, ‘দুই দেশ বিষয়টিতে একমত হওয়ার পরই বেশ কয়েকজন নির্মাতার নাম উত্থাপন করা হয়। সেখানে আমার নামটিও ছিল। যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আমি বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র বানাতে চাই কিনা- আমি সঙ্গে সঙ্গেই তা লুফে নিই। কারণ আমি বিশ্বাস করি যে, বঙ্গবন্ধু আমাদের উপমহাদেশের সেই সময়ের সবচেয়ে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বদের একজন ছিলেন। আমরা যদি তার রাজনৈতিক যাত্রা দেখি, গল্পটি সত্যিই অসাধারণ, খুব শক্তিশালী এবং একই সাথে গভীরভাবে দুঃখজনকও।’ শ্যাম বেনেগাল

এদিকে, চলতি বছরই চলচ্চিত্রটি পর্দায় আসার কথা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে (১৭ মার্চ, ২০২২) হয়েছে এর পোস্টার উন্মোচন। 

জাতির জনকের চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভ জানান, ছবিটি এখন সম্পাদনার টেবিলে আছে। এতে প্রচুর ভিএফএক্স রয়েছে। তাই সম্পাদনার কাজটি বেশ সময় নিয়ে হচ্ছে।

২০১৯ সালের মার্চে বাংলাদেশে ‘মুজিব: একটি জাতির রূপকার’র দৃশ্যধারণ শুরুর কথা থাকলেও করোনাভাইরাস মহামারির কবলে তা পিছিয়ে গত বছরের জানুয়ারিতে গড়ায়।

মুম্বাইয়ের দাদা সাহেব ফিল্ম সিটি, গোরেগাঁও ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, টুঙ্গিপাড়ার গ্রামের বাড়ির আদলে সেট সাজিয়ে দৃশ্যধারণ চলে।

ছবিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হয়েছেন নুসরাত ফারিয়া। এছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), এলিনা (বেগম খালেদা জিয়া) ও জায়েদ খানকে (টিক্কা খান)।

সূত্র: আইএএনএস

/এম/
সম্পর্কিত
১৩ ছবিতে ফারিয়ার কানাডা সফর!
১৩ ছবিতে ফারিয়ার কানাডা সফর!
যেভাবে ‘মুজিব’ হয়ে উঠলেন আরিফিন শুভ
যেভাবে ‘মুজিব’ হয়ে উঠলেন আরিফিন শুভ
টরন্টোতে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার প্রথম প্রদর্শনী
টরন্টোতে ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার প্রথম প্রদর্শনী
‘মুজিব’ নিয়ে টরন্টো উৎসবের ‘বাণিজ্যিক শাখায়’ শুভ-ফারিয়া
‘মুজিব’ নিয়ে টরন্টো উৎসবের ‘বাণিজ্যিক শাখায়’ শুভ-ফারিয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
রেকর্ড গড়ে ১ হাজার কোটির ক্লাবে ‘জাওয়ান’
রেকর্ড গড়ে ১ হাজার কোটির ক্লাবে ‘জাওয়ান’
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
জাংকুকের নতুন গান আসছে এ মাসেই
ওয়েব সিরিজে মাহফুজ-অপি, আড়াই মিনিটে যা দেখা গেলো
ওয়েব সিরিজে মাহফুজ-অপি, আড়াই মিনিটে যা দেখা গেলো
সংসদ সদস্যের সঙ্গে পরিণীতির বিয়ে, দেখুন ছবিতে
সংসদ সদস্যের সঙ্গে পরিণীতির বিয়ে, দেখুন ছবিতে
জাফর ইকবাল: গায়ক থেকে নায়ক হলেন যেভাবে
জন্মদিনে স্মরণজাফর ইকবাল: গায়ক থেকে নায়ক হলেন যেভাবে