X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মীরের টার্গেট এবার কক্সবাজার

বিনোদন রিপোর্ট
৩০ মার্চ ২০২২, ১৭:৪৭আপডেট : ৩১ মার্চ ২০২২, ১৩:০৬

বিশেষ এক মিশনে বাংলাদেশে এসেছেন ওপার বাংলার জনপ্রিয় আর জে-সঞ্চালক মীর আফসার আলি; যেখানে পাওয়া যাবে না তার পরিচিত পরিচিতি।

গত ২৫ মার্চ ঢাকায় পা রাখেন ‘মীরাক্কেল চ্যালেঞ্জার্স’র মধ্যমণি মীর আফসার আলি। তখন থেকেই ঘুরছেন ঢাকার অলিগলি। কারণটা আর জে বা অনুষ্ঠান উপস্থাপনা নয়, ফুড ভ্লগিং ‘ফুডকা’।

ইউটিউবের জন্য তৈরি এই বিশেষ ফুড ভ্লগিং সিরিজের জন্য ঢাকায় কাজ শেষ। এবার ছুটেছেন তিনি কক্সবাজারে। কারণটাও একই। খাবার চেখে দেখবেন আর তৈরি করবেন নতুন কনটেন্ট।

তবে ঢাকা থেকে যাওয়ার আগে ‌‘দোষ’টা চাপিয়ে গেলেন দাওয়াতের ওপর। 

ফেসবুকে লিখেছেন, ‘ঢাকায় পর পর দাওয়াতের চাপ আর নিতে না পেরে পালিয়ে এলাম কক্সবাজারে আজ (৩০ মার্চ) সকালের বিমানে। এখানেও নিস্তার নেই! পালংকিতে মারকাটারি আয়োজন। খাবারের সমুদ্র পেরিয়ে আর কোথায় পালাবো আমরা?’

এদিকে ভোজন রসিক মীর বাংলাদেশি খাবারে মুগ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে তিনি বলেছেন, ‘পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মত এত আতিথেয়তা অন্য কোথাও পাইনি। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি বলে, ক্যামেরার সামনে আছি বলে বলছি- তা নয়। আমি প্রত্যেক দিন ওজন মাপছি, ২০০ গ্রাম করে বাড়ছে।’ 

ঢাকার বেশ কিছু রেস্তোরাঁ ছাড়াও মীর অংশ নিয়েছেন একটি বিয়েতেও। এসব নিয়ে তৈরি করবেন ইউটিউবে ফুড ভিডিও সিরিজ ‘ফুডকা’।

কক্সবাজারে মীর ও ফুডকার পরিচালক ইন্দ্রজিৎ

উল্লেখ্য, ২০০৬ সালে ‘মীরাক্কেল চ্যালেঞ্জার্স’ শুরু করেন এই প্রতিভাবান আর জে। এর ষষ্ঠ মৌসুমে নাটোরের আবু হেনা রনি হন চ্যাম্পিয়ন। সে সময় মীরও এ দেশে সর্বাধিক জনপ্রিয় হন। তিন দশক ধরে তিনি রেডিওতে উপস্থাপনা করছেন। পাশাপাশি অভিনয়েও তাকে নিয়মিত পাওয়া যায়। তবে শেষ পাঁচ বছর নিয়মিত সময় দিচ্ছেন ফুড ভ্লগ ‘ফুডকা’তেও।

/এম/এমওএফ/
সম্পর্কিত
চঞ্চলের সাক্ষাৎ পেয়ে স্বপ্নপূরণ, এবার সাকিবের অপেক্ষায় মীর
চঞ্চলের সাক্ষাৎ পেয়ে স্বপ্নপূরণ, এবার সাকিবের অপেক্ষায় মীর
২৭ বছরের সম্পর্কে ইতি টানলেন মীর!
২৭ বছরের সম্পর্কে ইতি টানলেন মীর!
হোটেলের বিছানায় মীরের ‘অশ্লীল’ নাচ-গান, চলছে বিতর্ক (ভিডিও)
হোটেলের বিছানায় মীরের ‘অশ্লীল’ নাচ-গান, চলছে বিতর্ক (ভিডিও)
গদিচ্যুত ইমরান খানকে আইপিএলে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব মীরের!
গদিচ্যুত ইমরান খানকে আইপিএলে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব মীরের!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
১৬ বছর পর জেনস সুমনের ফেরা (ভিডিও)
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার