X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লন্ডনে আবারও মুনসুর-রুহীর উৎসব

বিনোদন রিপোর্ট
২১ এপ্রিল ২০২২, ১৫:৪৮আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১২:১৭

মডেল দিলরুবা রুহী ও নির্মাতা মুনসুর আলী দম্পতি দীর্ঘদিন ধরেই লন্ডন প্রবাসী। ২০১৫ সাল থেকে সেখানেই তারা আয়োজন করছেন লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। সবশেষ ২০২০ সালের মার্চে উৎসবের জন্য জমা নেওয়া হয় চলচ্চিত্রও। তবে করোনা ও লকডাউনে ভেস্তে যায় সেই পরিকল্পনা। গত বছর আয়োজনের দুয়ার খুলতে পারেননি তারা। 

অবশেষ দুই বছর পর আবারও শুরু হচ্ছে বাংলা চলচ্চিত্রের এ আয়োজনটি। 

উৎসবের প্রতিষ্ঠাতা মুনসুর আলী জানান, আগামী ২১-২৬ জুন চলবে এই উৎসব। গত ১৯ এপ্রিল থেকে ছবি জমা নেওয়া শুরু হয়েছে।

বিষয়টি নিয়ে উৎসব পরিচালক রুহী বলেন, ‘গত বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শুরু হয়। পুরো উৎসবটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিয়ে করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে আমরা আয়োজনটি করতে পারিনি। তাই চলতি বছর মুক্তিযুদ্ধের ছবিকে প্রাধান্য দেবো।’

একই কারণে এবার কিছু ছবি সাবমিশনের বাইরে থেকেও নির্বাচন করা হবে বলে জানান এই অভিনেত্রী। উৎসবের পোস্টার

অন্যদিকে জানা যায়, আগামী মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ছবি জমা নেবে আয়োজকরা। এরপর জুনের ২১ তারিখ থেকে চলবে প্রদর্শনী।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘৭১-এর সংগ্রাম’র নির্মাতা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মুনসুর। ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন র‌্যাম্প মডেল রুহী। সে চলচ্চিত্র থেকেই তাদের প্রেম ও বিয়ে। বছর দশেক হলো রুহী স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কান উৎসব ২০২৪কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’