X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মাঠে-ময়দানের ভক্তদের জন্য ‘আই লাভ ইউ’: নগরবাউল জেমস

বিনোদন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ২২:৫৭আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০০:৪৭

১২ বছর পর ফের নতুন গানে ফিরছেন নগরবাউল জেমস। সেটি প্রকাশ পাচ্ছে চাঁদরাতে। এটুকু পর্যন্ত জানা গেলো। যদিও বাড়তি অস্থিরতা তৈরি হলো, গানটির নাম-পরিচয়-ধরন নিয়ে।

গুরু জেমস এক যুগ পর গানে ফিরবেন, আর সেটি নিয়ে মিডিয়া ও শ্রোতাদের মধ্যে অস্থিরতা তৈরি হবে না, সেটি তো হতে পারে না। কারণ, তিনিই তো বাংলা রক সংগীতের সবচেয়ে বড় মডেল। চার দশক ধরে যিনি এই অধ্যায়টি শাসন করছেন দরাজ কণ্ঠে।

যার প্রতিধ্বনি মিললো শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর অভিজাত এক ক্লাবে। একযুগ পর নগরবাউল জেমস হাজির হলেন গণমাধ্যমের সামনে, কথা বলছেন, ছবি তুললেন প্রাণখুলে। চার দশকের ক্যারিয়ারে এবারই তিনি সাংবাদিকদের অসংখ্য প্রশ্নের জবাব দিলেন লম্বা সময় নিয়ে। জানালেন নতুন গানটির নাম ও পরিচয়।

গানটির নাম ‘আই লাভ ইউ’। প্রকাশ হচ্ছে চাঁদরাতে। গানটি তৈরিও করেছেন বাউল নিজেই।

জেমস বলেন, ‘এই গানটি একেবারেই আমার ভক্ত-শ্রোতাদের জন্য তৈরি করা। বিশেষ করে যারা আমার গান শুনতে মাঠে ময়দানে ছুটে যায়, তাদের জন্যই আমার এই গান। বলতে গেলে ওদের চাপেই নতুন গান করা। প্রতিটি শোতে ওদের এই দাবি, যেটা আর অবহেলা করতে পারলাম না।’

আরও জানালেন, এটি আনন্দ ও ভালোবাসার গান। ময়দানের গান। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের গান। যারা চার দশক ধরে ‘গুরু’র সম্মোহনী কণ্ঠে বিভোর হয়ে আছেন।

জেমসকে নতুন গানে ফিরিয়ে এনে চমকে দেওয়া এই প্রতিষ্ঠানটির নাম বসুন্ধরা ডিজিটাল। জেমসের আগ্রহে প্রতিষ্ঠানটি চেষ্টা করছে আবারও অ্যালবাম আকারে প্রকাশের।

নতুন গান প্রকাশ নিয়ে জেমস মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর আয়োজিত এই বিশেষ আড্ডা অনুষ্ঠানে জেমস সম্পর্কে স্মৃতিচারণ করেন গীতিকবি ও সাংবাদিক কবির বকুল, জনি হক ও মাহমুদ মানজুর।

এরপর প্রশ্ন-উত্তর পর্বে জেমস টানা ২০ মিনিট সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন গীতিকবি-সাংবাদিক আবেগ রহমান।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
চার বছর পর সিটি অব জয়-এ জেমস
চার বছর পর সিটি অব জয়-এ জেমস
কোক স্টুডিও বাংলা কনসার্টে ‘জেমস’ বাণিজ্য!
কোক স্টুডিও বাংলা কনসার্টে ‘জেমস’ বাণিজ্য!
ভালোবাসো, ভালোবেসে যাও: জেমস
শুভ জন্মদিনজেমস: গানের জন্য ঘর ছেড়েছেন, ঘরের জন্য বলিউড!
ফাইনালের আগে নগর বাউল উন্মাদনা
ফাইনালের আগে নগর বাউল উন্মাদনা
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা