X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
কান উৎসব ২০২২

কানসৈকতে ফিরলো স্বাভাবিক হাওয়া, উদ্বোধন রাত ১১টায়

জনি হক, কান (ফ্রান্স) থেকে
১৭ মে ২০২২, ১৭:১০আপডেট : ১৭ মে ২০২২, ২২:১৫

কানে ফিরে এলো উৎসবের স্বাভাবিক হাওয়া। করোনা মহামারির কারণে ২০২০ সালে বাতিল এবং ২০২১ সাল বিধিনিষেধের মধ্য দিয়ে হওয়ার পর ভূমধ্যসাগরের তীরে কান চলচ্চিত্র উৎসব স্বাভাবিক সময়ে অর্থাৎ মে মাসে ফিরেছে। আরেকটি স্বস্তির ব্যাপার হলো, এবার মাস্ক পরা বাধ্যতামূলক নয়। এছাড়া লাগছে না টিকা সনদ কিংবা করোনা নেগেটিভ রিপোর্ট।

করোনা মহামারি কাটিয়ে নামিদামি তারকা এবং চাকচিক্যের সমারোহ দেখাতে প্রস্তুত সাগরপাড়ের শহর। পালে দে ফেস্টিভাল ভবনে তামাম দুনিয়ার তারকাদের মিলনমেলায় পরিণত হবে এই আয়োজন। ৩৫ হাজারের বেশি চলচ্চিত্রপ্রেমী ও ফিল্ম প্রফেশনালরা সমুদ্র তীরবর্তী শহরে সমবেত হচ্ছেন। ২০১৯ সালের পর আবারও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে কানসৈকতে।

চলচ্চিত্র নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় এই আয়োজনকে ঘিরেই ফরাসি উপকূলে সবচেয়ে বেশি জনসমাগম হয়ে থাকে। কান শুধু প্রতিযোগিতা নয়, উদীয়মান ও প্রতিভাবানদের জন্য এটি অফুরান সুযোগের মঞ্চ। চলচ্চিত্রের বৃহৎ বাজার মার্শে দ্যু ফিল্মের মাধ্যমে ঘটে সেই সুযোগ।

কানসৈকতে ফিরলো স্বাভাবিক হাওয়া, উদ্বোধন রাত ১১টায় রাশিয়া-চীনের ওপর বিধিনিষেধ
ইউক্রেনে যুদ্ধ অনিবার্যভাবে উৎসবে আলোচিত হচ্ছে। বিভিন্ন দেশের অসাধারণ পরিচালকদের কিছু নতুন কাজের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রতিধ্বনি শোনা যাচ্ছে কানে। আয়োজকরা এবার ইউক্রেনকে গুরুত্ব দিচ্ছে। মূল প্রতিযোগিতা শাখায় রয়েছে রাশিয়া থেকে নির্বাসিত কিরিল সেরেব্রেনিকভ পরিচালিত “চাইকোভস্কি’স ওয়াইফ”। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আইনিভাবে ইউরোপে চলে এসেছেন তিনি। পুতিন সরকারের বিপক্ষে সোচ্চার ভূমিকা রাখা রুশ শিল্পীদের প্রতীক হয়ে উঠেছেন তিনি। রাজনৈতিকভাবে দোষী সাব্যস্ত হওয়ার কারণে তার আগের দুটি ছবি কানে নির্বাচিত হলেও তিনি সশরীরে আসতে পারেননি।

আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত হয়েছে ইউক্রেনের মাকজিম নাকোনেশনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ফলে ক্যামেরা দ’র পুরস্কারের দৌড়ে থাকছেন তিনি। কান উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমোঁ মনে করেন, ছবিটি খুব গুরুত্বপূর্ণ। কারণ, এর প্রেক্ষাপট ইউক্রেনের ডনবাস অঞ্চল। স্পেশাল স্ক্রিনিংস শাখায় জায়গা পেয়েছে ইউক্রেনের সার্গেই লোজনিৎজা পরিচালিত ‘দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ডেসট্রাকশন’।

এদিকে ইউক্রেনের প্রতি সহমর্মিতা দেখাতে রাশিয়ার ফিল্ম প্রফেশনালদের উপস্থিতি সীমিত রাখা হয়েছে। ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানের কারণে আয়োজকরা সাফ জানিয়ে দেয়, রাশিয়ার সরকারি প্রতিনিধি বা সরকার-সংশ্লিষ্ট কাউকে আমন্ত্রণ জানানো হবে না। এছাড়া করোনা পরিস্থিতির কারণে চীনের মতো কিছু দেশের উপস্থিতি স্বাভাবিকের চেয়ে কম থাকবে।

প্রথম দিনের পয়লা ছবি
মঙ্গলবার (১৭ মে) সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) পালে দে ফেস্টিভাল ভবনের সাল বুনুয়েল প্রেক্ষাগৃহে ফরেস্ট হুইটেকার প্রযোজিত ‘ফর দ্য সেক অব পিস’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। স্পেশাল স্ক্রিনিং শাখায় নির্বাচিত ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্তফ ক্যাস্তানে ও থমাস সামেটিন। এর প্রেক্ষাপট বিশ্বের সর্বকনিষ্ঠ দেশ দক্ষিণ সুদান। ২০১১ সালে প্রতিষ্ঠার পর দেশটিতে এখন পর্যন্ত গৃহযুদ্ধে সাড়ে তিন লাখের বেশি মানুষ নিহত হয়েছে। এমন অন্ধকারেও শান্তির আশার আলো খুঁজে বেড়ায় তরুণ-তরুণীরা।

ধ্রুপদি শাখা কান ক্ল্যাসিকসে নির্বাচিত ফরাসি পরিচালক জ্যঁ ইসটাশের ‘দ্য মাদার অ্যান্ড দ্য হোর’ দেখানো হয়েছে সাল দ্যুবুসিতে দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)। এর মধ্য দিয়ে ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির ৫০ বছর পূর্তি উদযাপন করা হলো।

কানসৈকতে ফিরলো স্বাভাবিক হাওয়া, উদ্বোধন রাত ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে
৭৫তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে আজ (১৭ মে) সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা)। এর আগে এক ঘণ্টা ধরে থাকবে লালগালিচার জৌলুস। এতে আলো ছড়াবেন মূল প্রতিযোগিতা শাখার বিচারকরা। তাদের মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা এবারের মিস্ট্রেস অব সিরিমনিস অর্থাৎ সঞ্চালক। অনুষ্ঠানে আমেরিকান অভিনেতা ফরেস্ট হুইটেকারকে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে।

প্রথমবারের মতো অনুষ্ঠানটি সরাসরি দেখাবে ফ্রান্স টেলিভিশনস। 

উদ্বোধনী ছবি
গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজ (১৭ মে) রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) ‘কাট’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত জম্বি কমেডি ধাঁচের ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের মিশেল আজানাভিসুস। পালে দে ফেস্টিভাল ভবনের সাল বাজিন প্রেক্ষাগৃহে আজ রাত ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে) আবারও এটি দেখানো হয়। 

বিভিন্ন দেশের ৯১ ছবি
মূল প্রতিযোগিতা শাখায় এবার রয়েছে ২১টি ছবি। এরমধ্যে পাঁচটি পরিচালনা করেছেন নারীরা। এছাড়া আঁ সার্তে রিগায় ২০টি, প্রতিযোগিতা শাখার বাইরে ৮টি, কান প্রিমিয়ারে ৭টি, স্পেশাল স্ক্রিনিংয়ে ৮টি, মিডনাইট স্ক্রিনিংয়ে ৪টি, কান ক্ল্যাসিকসে ১১টি এবং সিনেমা দ্যু লা প্লাজে স্থান পেয়েছে ১২টি ছবি। উৎসবের প্যারালাল শাখা ডিরেক্টরস ফোর্টনাইটে ২১টি এবং ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইকে ১০টি ছবি দেখানো হবে।

হলিউডের ফেরা
করোনা বিধিনিষেধ শিথিল থাকায় হলিউডের চাকচিক্য পরিপূর্ণভাবে দেখা যাবে এবার। ৩০ বছর পর কানসৈকতে হাজির হচ্ছেন সুপারস্টার টম ক্রুজ। এলভিস প্রিসলির বায়োপিক ‘এলভিস’-এর প্রচারে আসবেন হলিউডের আরেক তারকা টম হ্যাঙ্কস।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া