X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রিয়াজের অভিনয়ের পেছনে ভূমিকা রয়েছে টম ক্রুজের!

বিনোদন রিপোর্ট
২৭ মে ২০২২, ১৬:৩১আপডেট : ২৭ মে ২০২২, ২০:৫৫

শুক্রবার (২৭ মে) ঢাকাসহ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে হলিউডের শীর্ষ তারকা টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’। ৩৬ বছর আগে একই ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেতা। তারই সিক্যুয়েল দেখতে ঢাকার স্টার সিনেপ্লেক্সে হাজির হন নায়ক রিয়াজ।

বৃহস্পতিবার রাতে ছবিটির প্রিমিয়ার শোয়ে এসে রিয়াজ জানান অসাধারণ এক তথ্য। ৩৬ বছর আগে টম ক্রুজের ‘টপ গান’ ছবিটি দেখেই নাকি নায়ক হওয়ার ইচ্ছে জেগেছিল তার! তখন তিনি বৈমানিক হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে। 

মহাখালীর স্টার সিনেপ্লেক্সে দাঁড়িয়ে রিয়াজ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘‘অনেক বছর আগে যখন টম ক্রুজের ‘টপ গান’ সিনেমা দেখেছিলাম, তখন অবাক হয়ে গিয়েছিলাম। আমরা পাইলট হিসেবে যেভাবে হাঁটি, কল দেই—সব টেকনিক অ্যাডাপ্ট করেছিলেন টম। তার অভিনয় দেখে তখন মুগ্ধ হয়েছিলাম। মনে হয়েছিল অভিনয় পেশা তো পাইলটের চেয়েও মজার! সত্যি কথা বলতে, টম ক্রুজের সেই সিনেমা দেখে অভিনয়ে আসার ইচ্ছাও জাগে তখন। আমার নায়ক হওয়ার পেছনে টমের অভিনয় একটি কারণ।’’

টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’-এর প্রথম কিস্তি মুক্তি পায় ১৯৮৬ সালে। মুক্তির পরপরই আলোড়ন তোলে ছবিটি। তখনকার সময়ে বক্স অফিসে ঝড় তোলা এই ছবি বিশ্বব্যাপী ৩৫ কোটি মার্কিন ডলার আয় করে। প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিত এ ছবির মাধ্যমেই সারা বিশ্বে জনপ্রিয়তা পান টম ক্রুজ।

৩৬ বছর পর মুক্তি পেলো তারই সিক্যুয়েল ‘টপ গান: ম্যাভেরিক’। পরিচালনা করেছেন জোসেফ কোসিনস্কি। অভিনয়ের সঙ্গে ছবিটি প্রযোজনাও করেছেন টম। প্রথম কিস্তির প্রযোজক জেরি ব্রাকহেইমারও আছেন সঙ্গে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সেন্সরে আটকে আছে রাফীর ‘অমীমাংসিত’, রিয়াজের দুঃখপ্রকাশ
সেন্সরে আটকে আছে রাফীর ‘অমীমাংসিত’, রিয়াজের দুঃখপ্রকাশ
শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার প্রত্যয় ‘শিল্পী সমাজের’
শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করার প্রত্যয় ‘শিল্পী সমাজের’
আজমতের প্রচারে রিয়াজ-ফেরদৌস-নিপুণ ও মাহিরা 
আজমতের প্রচারে রিয়াজ-ফেরদৌস-নিপুণ ও মাহিরা 
পরিচালকের বিরুদ্ধে নায়ক রিয়াজের মামলা
পরিচালকের বিরুদ্ধে নায়ক রিয়াজের মামলা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…