X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন কেকে

বিনোদন রিপোর্ট
০৩ জুন ২০২২, ১০:৪৫আপডেট : ০৩ জুন ২০২২, ২২:০৩

হঠাৎ মৃত্যুর পর ময়নাতদন্ত হয় কেকের দেহের, এটাই স্বাভাবিক। তার আগেই ক্ষুব্ধ ভক্তরা বলে ফেলেছিলেন, এটা স্বাভাবিক মৃত্যু নয়, হত্যা। অতিরিক্ত জনসমাগম, অব্যবস্থাপনা আর গরমেই নাকি হার্ট অ্যাটাক হয়েছিল কেকের। 

কিন্তু কলকাতার এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, কেকের ‍মৃত্যু মাইকোকার্ডিয়াল ইনফ্র্যাকশন ওরফে হার্ট অ্যাটাকেই হয়েছে। তার মুখ বা মাথায় আঘাতের চিহ্নের কারণে নয়।

এর বাইরে আর কোনও অস্বাভাবিকতা খুঁজে না পেলেও চিকিৎসকরা জানালেন, কেকে আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। যার ফলশ্রুতিতেই মঙ্গলবার (৩১ মে) কলকাতার নজরুল মঞ্চে রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। পরে সেখান থেকে সোজা চলে যান গ্র্যান্ড হোটেলে। অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। 

চিকিৎসকরা অবশ্য বলেছেন, মৃত অবস্থাতেই আনা হয়েছিল কুন্নাথ কুমার কেকে-কে।

/এফএ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কান উৎসব ২০২৪লালগালিচা থেকে নেমে ফের বিড়ম্বনায় উর্বশি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
রাইমা নাকি সুচিত্রা!
রাইমা নাকি সুচিত্রা!
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
জুনে ‘সংবাদ’ তৈরিতে নামছেন তারা
সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো
কান উৎসব ২০২৪সন্ধ্যায় করতালি পেয়ে সেলেনার কান্না, রাতে কেট ব্ল্যানচেটের আলো