X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাকাবাসীকে জ্যাম থেকে উদ্ধার করতে চান অনন্ত 

বিনোদন রিপোর্ট
০৫ জুলাই ২০২২, ১৫:০৭আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৯:০৪

এবারের ঈদ আয়োজনে টিভিতে হাজির হচ্ছেন আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। সঙ্গে থাকছেন তার সিনে পর্দার জুটি ও স্ত্রী বর্ষা। তারা অংশ নিয়েছেন ‘আড্ডা দ্য মিটিং অনন্ত-বর্ষা’ নামের মজার টকশোতে। 

অনন্ত জানালেন, শুধু সিনেমার জন্যই নয়, কাজ করতে চান দেশের সাধারণ মানুষের জন্য। বিশেষ করে ঢাকাবাসীকে উদ্ধার করতে চান জ্যাম থেকে। 

মজার বিষয় হলো, অনুষ্ঠানটিতে ছিল না কোনও উপস্থাপক। এক অর্থে দুজনই হয়েছেন অতিথি ও উপস্থাপক।

সম্প্রতি অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের রুফটপে, সুইমিং পুলের পাশে। আয়োজনটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব।

অনুষ্ঠানে বর্ষা অনন্তর কাছে জানতে চান, মানুষের বিপদে-আপদে সবসময় এগিয়ে আসেন অনন্ত। অভিনেতা থেকে নেতা হওয়া, মানে রাজনীতি করার ইচ্ছে আছে কি তার?

কথা বলছেন অনন্ত-বর্ষা প্রত্যুত্তরে অনন্ত বলেন, ‘রাজনীতি করবো কিনা জানি না। তবে আমি মানুষের নেতা হতে চাই। আমি যদি চেরাগ পেতাম তাহলে প্রথমই বলতাম এ দেশের মানুষকে সচ্ছল করে দাও। আর ঢাকা শহর থেকে জ্যাম সরিয়ে দিতাম।’

এই অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘‘ভিন্নভাবে দর্শকের সামনে তাদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ ৭ বছর পর অনন্ত জলিল ও বর্ষার সিনেমা পর্দায় আসছে। ভিনদেশি অভিনয় শিল্পীদের সাথে ও দেশের বাইরে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন তারা। এই জুটির ঈদের ছবি’সহ তাদের তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানান গল্প দর্শক জানতে পারবেন এই অনুষ্ঠানে। আশা করি দর্শকের ভালো লাগবে।’’

জানা যায়, কোরবানির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন বিকাল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি। শুটিংয়ের ফাঁকে প্রযোজক গুলশান হাবিব রাজীবের সঙ্গে বর্ষা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অনন্ত বললেন, ‘বাংলার জেমস বন্ড জলিল’
অনন্ত বললেন, ‘বাংলার জেমস বন্ড জলিল’
সুমনকে হটিয়ে ‘মাসুদ রানা’ অনন্ত জলিল, সঙ্গে বর্ষা
সুমনকে হটিয়ে ‘মাসুদ রানা’ অনন্ত জলিল, সঙ্গে বর্ষা
অন্য লুকে অনন্ত
অন্য লুকে অনন্ত
২১ কোটি টাকায় ‘অপারেশন জ্যাকপট’, পরিচালনায় ঝন্টু-রাজিব
২১ কোটি টাকায় ‘অপারেশন জ্যাকপট’, পরিচালনায় ঝন্টু-রাজিব
বিনোদন বিভাগের সর্বশেষ
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম