X
রবিবার, ১৪ আগস্ট ২০২২
৩০ শ্রাবণ ১৪২৯

আলিয়ার মা হওয়ার খবরে খুব কেঁদেছেন করণ

বিনোদন ডেস্ক
০৬ জুলাই ২০২২, ১১:৪৮আপডেট : ০৬ জুলাই ২০২২, ১১:৪৮

বরাবরই আলিয়া ভাট ও করণ জোহরের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। এই পরিচালক-প্রযোজকের হাত ধরেই সিনেমায় নামেন আলিয়া। এরপর বারবার পাশে পেয়েছেন করণকে। এমনকি অভিনেত্রীর বিয়েতে যে কয়েকজন তারকা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজন হলেন করণ।

সম্প্রতি আলিয়া মা হওয়ার খবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই খবর আগেই ছিল করণের কাছে। আর এটি শোনার পর অঝোরে কেঁদেছেন তিনি। 

ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের এমনটাই জানিয়েছেন বহু হিট ছবির এই প্রযোজক। তার ভাষ্য, ‌‘‘খবরটি শোনার পর আমি কেঁদে ফেলি। ও আমার অফিসে এসছিল। আমার মনে আছে আমি টুপি আর হুডি পরে বসেছিলাম। ও এসে আমাকে এই কথা বলল। আমার চোখ থেকে আপনা আপনি পানি বেরিয়ে এসেছিল। আলিয়া আসে আর আমাকে জড়িয়ে ধরে। আমার মনে আছে প্রথম যে কথাটা আমি বলেছিলাম তা হল, ‘তোমার বেবি হতে চলেছে এটা আমার বিশ্বাসই হচ্ছে না’।’’

আলিয়ার মাতৃত্বের প্রসঙ্গে বলতে গিয়ে করণ আরও জানান, ‘ওটা আমার জন্য খুব ইমোশনাল একটা মুহূর্ত ছিল। এখনও তাই আছে। ওকে মেয়ে থেকে সফল অভিনেত্রী হয়ে উঠতে দেখেছি। ওকে নিয়ে আমার খুব গর্ব হয়। বাবা হওয়ার প্রথম অভিজ্ঞতা আমি ওর থেকেই পেয়েছি। ১৭ বছর বয়স যখন ওর, তখন আমার কাছে এসেছিল। আর এখন ও ২৯। ১২ বছরটা আমাদের দু'জনের কাছেই অভাবনীয় কেটেছে। আমার ওর সঙ্গে সম্পর্ক খুবই ভালো। ওর বাচ্চাকে কোলে নেওয়ার জন্য আর অপেক্ষা হচ্ছে না। নিজের সন্তানদের প্রথমবার খোলে নিয়ে যে অনুভূতি হয়েছিল, জানি এটাও তেমনই হবে।’

এদিকে, আগামী ৭ জুলাই থেকে করণ জোহরের সঞ্চালনায় শুরু হতে চলেছে ‘কফি উইথ করণ’।  প্রথম অতিথির তালিকায় রয়েছেন আলিয়া ভাট আর রণবীর সিং। এ জুটির প্রথম ছবি ‘রকি ওউর রানি কি প্রেম’ প্রচারেই আসবেন তারা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ওয়েবম্যাট্রিক্স এর র‌্যাংকিংয়ে শীর্ষে ঢাবি
ওয়েবম্যাট্রিক্স এর র‌্যাংকিংয়ে শীর্ষে ঢাবি
পাকিস্তানপন্থার রাজনীতি এখনও বহন করছে বিএনপি: ইনু
পাকিস্তানপন্থার রাজনীতি এখনও বহন করছে বিএনপি: ইনু
স্ট্রিমিং-এর অনলাইন স্টোর নিয়ে ভাবছে ইউটিউব
স্ট্রিমিং-এর অনলাইন স্টোর নিয়ে ভাবছে ইউটিউব
ঘাতক ট্যাংকের পথে আলোর মিছিল
ঘাতক ট্যাংকের পথে আলোর মিছিল
এ বিভাগের সর্বশেষ
যমজ সন্তান আসছে আলিয়ার কোলে? ইঙ্গিত দিলেন রণবীর
যমজ সন্তান আসছে আলিয়ার কোলে? ইঙ্গিত দিলেন রণবীর
প্রেগনেন্সির খবরে মিডিয়ার ওপর চটলেন আলিয়া
আমি একজন নারী, পার্সেল নই: আলিয়া ভাট
মা-বাবা হচ্ছেন আলিয়া-রণবীর
মা-বাবা হচ্ছেন আলিয়া-রণবীর
বিয়ের আসরে রণবীরের জুতো চুরি, আলিয়ার বান্ধবীরা পেলো ১২ লাখ!
বিয়ের আসরে রণবীরের জুতো চুরি, আলিয়ার বান্ধবীরা পেলো ১২ লাখ!
হানিমুনে যেতে পারছেন না রণবীর-আলিয়া
হানিমুনে যেতে পারছেন না রণবীর-আলিয়া