X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‌‘হাওয়া’ দিয়ে যাত্রা শুরু সিলেটের প্রথম সিনেপ্লেক্সের

বিনোদন রিপোর্ট
২৩ জুলাই ২০২২, ১৩:১২আপডেট : ২৩ জুলাই ২০২২, ২০:২৬

নৈসর্গিক সিলেটে প্রথমবারের মতো চালু হচ্ছে অত্যাধুনিক প্রেক্ষাগৃহ ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’। যার উদ্বোধন হবে আগামী শুক্রবার (২৯ জুলাই) মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে। 

বিষয়টি নিশ্চিত করেছে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট। তারই তাদের হোটেলে এই সিনেপ্লেক্সটি নির্মাণ করেছে। এর আগে গত জুন মাসে উদ্বোধন করা হয় পাঁচতারকা এ হোটেলটি। 

জানা যায়, গত ১৫ জুন এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে পরীক্ষামূলক সিনেমা চালিয়ে আসছে কর্তৃপক্ষ। এবার ‘হাওয়া’র মাধ্যমে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে প্রেক্ষাগৃহটি। 

এই সিনেপ্লেক্সে একসঙ্গে ১৭০ জন বসে সিনেমা দেখতে পারবেন। আপাতত টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ও ৫০০ টাকা। তবে প্রতিদিন কয়টি প্রদর্শনী হবে এবং তার সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। ভবন

সিনেপ্লেক্সের ম্যানেজার আসাদ জানান, ২৯ জুলাই উদ্বোধনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরআগে আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা দিতে চান। এই পাঁচ তারকা হোটেল সিলেটের বড়শালার এয়ারপোর্ট রোডে অবস্থিত। 

অন্যদিকে, ‘হাওয়া’ ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘সিলেটে প্রথমবারের মতো সিনেপ্লেক্স চালু হচ্ছে- এটা আমাদের জন্য অত্যন্ত খুশির সংবাদ। আরও আনন্দিত হয়েছি যে, তারা আমাদের ছবিটিই দিয়েই এটি উদ্বোধন করবে।’ সিনেপ্লেক্সের আসন

খোঁজ নিয়ে জানা যায়, এটা টুকে পিকচার কোয়ালিটি, ডলবি ডিজিটাল ৭.১ সাউন্ড সিস্টেম সমৃদ্ধ প্রেক্ষাগৃহ। যারা গ্র্যান্ড সিলেটে থাকবেন বা বুফে খাবার খেতে আসবেন, তারা বিনামূল্যে সিনেমা দেখার সুযোগ পাবেন। 

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া
নতুন অভিজ্ঞতার মুখোমুখি জয়া