X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
মাল্টিপ্লেক্সে ‘লুঙ্গি বিপ্লব’

‘পরাণ’ দেখে যা বললেন সিরাজগঞ্জের সেই সামান আলী

সুধাময় সরকার
০৬ আগস্ট ২০২২, ১২:০২আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৬:৩৪

৭৮ বছর বয়সী সিরাজগঞ্জের সামান আলী সরকারের হাত ধরে দেশে বড়সড় ‌‘লুঙ্গি বিপ্লব’ ঘটে যাবে, কেউ ভাবেনি। সিনেমা হলে লুঙ্গি পরে যাওয়া এখন ট্রেন্ড!

৩ আগস্ট সামান আলি মিরপুর স্টার সিনেপ্লেক্সে যান ‘পরাণ’ ছবি দেখতে। টিকিট পাননি, পরনে তার লুঙ্গি ছিলো বলে। তার এই ঘটনাটি সোশ্যাল হ্যান্ডেলে ‘লুঙ্গি বিপ্লব’র জন্ম দেয়। সমালোচিত হয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সুশীল সমাজও। অবশেষে ২৪ ঘণ্টার মাথায় ৪ আগস্ট সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ও ‘পরাণ’ টিম খুঁজে নেন সামান আলীকে। ব্যবস্থা নেন তাকে লুঙ্গি পরে ছবি দেখানোর।

প্রথমে পরিবারকে না জানিয়ে চুপি চুপি একা ছবিটি দেখতে চাইলেও সামান আলী এবার আর একা নন, সঙ্গে পেয়েছেন তার পুরো পরিবার আর ছবির নায়ক-নায়িকাকেও! হ্যাঁ, ছবিটি তিনি লুঙ্গি পরেই দেখার সুযোগ পেয়েছেন, বেশ ঘটা করে। এভাবেও বলা যায়, ৩ আগস্ট যিনি ফিরে গেছেন লুঙ্গি পরার অপরাধে ৪ আগস্ট সেই সামান আলীকে ঘিরেই উৎসবের আমেজ নামে মিরপুরের এই অভিজাত মাল্টিপ্লেক্সজুড়ে!  

সপরিবারে ছবিটি দেখার পর কথা হয় সামান আলী সরকারের সঙ্গে। জানালেন তিনি মূলত সিরাজগঞ্জে থাকেন। মাঝে মাঝে মিরপুরে ছেলের বাসায় বেড়াতে আসেন। তখনই সিনেমা দেখার সুযোগটা নেন সনি সিনেমা হলে। এটা তার অনেক বছরের রুটিন ছিলো। কিন্তু করোনার পর এবার ঢাকায় এসে দেখেন মিরপুর সনি বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিন থেকে হয়েছে আধুনিক মাল্টিপ্লেক্স। তবুও সাহস করে ৩ আগস্ট ‘পরাণ’ ছবিটি দেখার জন্য যান। কিন্তু লুঙ্গি পরার কারণে টিকিট কাটতে না পেরে বিষণ্ণ মনে ফিরে যান ছেলের বাসায়। ভাবেননি, তার প্রিয় সনিতে বসে আর ছবি দেখতে পারবেন।

‘পরাণ’ দেখে যা বললেন সিরাজগঞ্জের সেই সামান আলী সামান আলী বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ছবি দেখার অভ্যাস। এখন বৃদ্ধ হয়ে গেছি,  ছবি দেখার কথা ছেলেদের বলতে পারি না। তাই ঢাকায় এলেই ছেলেকে না জানিয়ে বাসার পাশে সনি হলে সিনেমা দেখতে যাই চুপি চুপি। এবার তো সেটা রাষ্ট্র হয়ে গেলো! লুকাতে পারিনাই।’

কেন ‘পরাণ’ দেখতে গেলেন সেদিন? নাকি নির্দিষ্ট কোনও পছন্দ ছিলো না। সামান আলী বলেন, ‘‘একজন নায়িকা আছে না মিম। ঈদের পর থেকে শুনছি সে নাকি খুব ভালো অভিনয় করছে একটা ছবিতে। ছবির নাম ‘পরাণ’। সনির সামনে পোস্টার দেখে দেখতে গেছিলাম। কিন্তু টিকিট কাটতে গেলে জানায় লুঙ্গি পরা লোক হলে ছবি দেখতে পারবে না। পরে আমি ফেরত আসি। এই ঘটনা কারা যেন ভিডিও করে। আমি তো এতো কিছু বুঝি না। ওই ভিডিওটার জন্য হলের মালিকরা আমার ছেলের ফোন নম্বরে ফোন করে আমাকে  ছবি দেখার ব্যবস্থা করে দিয়েছে। নায়ক-নায়িকারাও আমার ছেলেকে ফোন করে আমার সাথে কথা বলেন। সিনেমা দেখার সময়েও তারা আমার সঙ্গে ছিলেন। এই দিনের কথা আমি জীবনেও ভুলবো না।’’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ৭৮ বছরের উচ্ছ্বসিত কিশোর সামান আলী বলেন, ‘নায়িকা মিম আমাকে ফোন করে আব্বা বলে ডাক দিয়েছে। বলেছে, আব্বা কিছু মনে করবেন না। আমরা বাপ-বেটি একসঙ্গে ছবি দেখবো। সন্ধ্যা সাড়ে সাতটার শো। পরে আমি আমার পুরো পরিবার নিয়ে ছবি দেখতে যাই। ছবি দেখার সময় মিম ও রাজ দুজনই আসে। ছবি দেখার পর আমার সঙ্গে অনেক কথা বলে এবং আমাদের অনেককিছু খাওয়ায়।’

এদিকে এমন আলোচিত ঘটনার বিপরীতে সামান আলীকে ডেকে ছবিটি দেখানোর পাশাপাশি স্টার সিনেপ্লেক্স ড্রেসকোড প্রসঙ্গে স্পষ্ট তথ্য দেন সবার প্রতি। প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘পোশাক দর্শকদের একান্তই ব্যক্তিগত স্বাধীনতা। এক্ষেত্রে আমাদের কোনও বিধি-নিষেধ নেই। তাই লুঙ্গি পরে আসা দর্শকের টিকিট না পাওয়ার ঘটনাটি নিতান্তই ভুল বোঝাবুঝির ফলাফল, যা আমাদের জন্য বিব্রতকর ও দুঃখজনক।’

যদিও একটি পক্ষ প্রেক্ষাগৃহে লুঙ্গি নিষিদ্ধ করার পক্ষে রায় দিচ্ছে।

লাইভ টেকনোলজির ব্যানারে ‘পরাণ’ নির্মাণ করেছেন রায়হান রাফী। ছবিটি ঈদে মুক্তি পেলেও প্রতি সপ্তাহে হল বেড়ে দেশের ৮০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে এখনও। ‘পরাণ’ দেখে যা বললেন সিরাজগঞ্জের সেই সামান আলী

/এমএম/
সম্পর্কিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!