X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

এলো অভিনেতা পলাশের নির্মাণে প্রথম গানচিত্র

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৩

বৃষ্টির সঙ্গে প্রায় সবারই ব্যক্তিগত আবেগ জড়িয়ে থাকে। রিমঝিম ধারায় শহর যখন কাকভেজা, তখন কারও মনে উঁকি দেয় প্রেমের সুখানুভূতি, আবার কেউ বৃষ্টির কাছে জমা রাখেন দুঃখ বা অভিমানের নালিশ। তবে শনিবার (৩ সেপ্টেম্বর) বৃষ্টিদিনে নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশ ফিরে গেলেন স্মৃতিমাখা অতীতে।

প্রসঙ্গটা পরিষ্কার করা যাক। গত ১ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে ‘বৃষ্টি তুমি ইশ!’ শিরোনামের একটি গান। গেয়েছেন রিয়াদ হাসান। অনিক খানের কথায় গানটির সুর-সংগীত করেছেন ফাইজান খান চিন্টু।

গানচিত্রটি বানিয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। এটি তার নির্মিত প্রথম মিউজিক ভিডিও। এটা শুনে অনেকে হয়তো ভ্রু কুঁচকে তাকাবেন। কেননা বছর দুয়েক আগেই শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’-এর ‘নিজের জন্য’ শীর্ষক গানের ভিডিও নির্মাণ করেছেন একই পলাশ। সেই গান অন্তর্জালে পেরিয়েছে কোটির সীমানা। তাহলে ‘বৃষ্টি তুমি ইশ!’ কীভাবে তার প্রথম মিউজিক ভিডিও হলো?

জবাব দিলেন পলাশ নিজেই। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘২০১৯ সালের মার্চ কিংবা এপ্রিলে এই ভিডিও বানিয়েছিলাম। কিন্তু নানা কারণে প্রকাশ হতে দেরি হয়েছে। তবে এটিই আমার নির্মিত প্রথম মিউজিক ভিডিও।’

কথাগুলো বলার সময় পলাশের কণ্ঠে উচ্ছ্বাসের অস্তিত্ব টের পাওয়া গেল। রহস্যের বেড়াজাল ভেদ করলেন নির্মাতা। জানালেন, এই মিউজিক ভিডিওর সঙ্গে তার একান্ত ব্যক্তিগত আবেগ মিশে আছে। ভিডিওতে দেখানো রাস্তা, এলাকা, বৃষ্টি- সবই তার নিজস্ব স্মৃতির সঙ্গে জড়িত।

পলাশের ভাষ্য, ‘ব্যক্তিগত স্মৃতি জড়িত থাকায় কাজটি করার সময় মন থেকে খুব গতি পেয়েছিলাম। একপ্রকার নস্টালজিয়া ভর করেছিল আমার মনে। অনেক বড় আয়োজনে ভিডিওটি নির্মাণ করেছি। সর্বোচ্চ চেষ্টা ছিল, যাতে কোনও কিছুর কমতি না থাকে।’

‘বৃষ্টি তুমি ইশ!’ গানের ভিডিওতে অভিনয় করেছেন ইমরান আহমেদ সওদাগর ও সারিকা সাবাহ। এটি প্রকাশ হয়েছে অলিভ এন্টারটেইনমেন্টের ব্যানারে।

গানের লিংক:

/কেআই/
সম্পর্কিত
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
ঈদ নাটক: ভিউতে এগিয়ে থাকা ১০
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গার্মেন্টসকর্মীদের জীবনের গল্প ‘ঈদের ছুটি’!
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
গানের নাম ‘টাকা দ্য পা পা পা’! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
জানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
প্রয়াণ দিনে স্মরণজানা-অজানা ১০ তথ্যে সত্যজিৎ রায়
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
‘ওপারে ভালো থেকো বন্ধু’
অভিনেতা রুমির মৃত্যু‘ওপারে ভালো থেকো বন্ধু’
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
ফ্লপে হ্যাটট্রিক, মুখ খুললেন অভিনেত্রী
চলে গেলেন অভিনেতা রুমি
চলে গেলেন অভিনেতা রুমি