X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
স্মরণে সালমান শাহ

যেখানে আছো, ভালো থেকো: শাবনূর

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪০

অমর নায়ক সালমান শাহ তার স্বল্প সময়ের ক্যারিয়ারে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছিলেন। তবে সবচেয়ে সফল জুটি শাবনূরের সঙ্গে। দুই যুগ পেরিয়ে এখনও দর্শকের হৃদয়ে সালমান-শাবনূর জুটির আবেদন ফুরায়নি। অনেকেই মনে করেন, নব্বই দশক থেকে এ পর্যন্ত ঢালিউডের সেরা জুটি তারা।

সিনেমার বাইরে বাস্তব জীবনেও সালমান শাহ ও শাবনুরের ঘনিষ্ঠতা ছিল। সেই তথ্য উঠে এসেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিআইবি) তদন্তেও। যদিও শাবনূর বরাবরই সম্পর্ককে ‘স্রেফ বন্ধুত্ব’ বলে দাবি করেছেন।

এদিকে আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহর মৃত্যুবার্ষিকী। স্বাভাবিকভাবেই প্রিয় সহকর্মী, বন্ধুকে স্মরণ করলেন শাবনূর। সুদূর অস্ট্রেলিয়া থেকে অন্তর্জালে দিলেন বার্তা। সালমানের সঙ্গে ফ্রেমেবন্দি কয়েকটি ছবি শেয়ার করেছেন নায়িকা।

সঙ্গে লিখেছেন, ‘অমর নায়ক সালমান শাহর ২৬তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নায়ক, যেখানে আছো ভালো থেকো, সুখে থেকো। আল্লাহ তোমাকে জান্নাত দান করুক, আমিন।’

প্রসঙ্গত, সালমান শাহ ও শাবনূর প্রথমবার জুটি বেঁধেছিলেন ১৯৯৪ সালের ‘তুমি আমার’ সিনেমায়। দর্শক তাদের রসায়নে মুগ্ধ হয়, সিনেমা দেখে লাভের মুখ। এরপর এই জুটিকে নিয়ে একের পর এক সিনেমা নির্মিত হয়েছে। প্রত্যেকটিই পেয়েছে দারুণ সাফল্য।

তিন বছরের সিনে জীবনে ২৭টি সিনেমায় কাজ করেছিলেন সালমান শাহ। এর মধ্যে ১৪টি সিনেমায় তার নায়িকা ছিলেন শাবনূর। এই জুটির উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘রঙিন সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘আনন্দ অশ্রু’।

/কেআই/
সম্পর্কিত
নীরবতা ভেঙে ক্ষোভ ঝাড়লেন শাবনূর
নীরবতা ভেঙে ক্ষোভ ঝাড়লেন শাবনূর
শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই: শাবনূর
শিল্পীদের কামব্যাক বলে কিছু নেই: শাবনূর
হিজাবে ঢাকা মুখ, শাবনূর
হিজাবে ঢাকা মুখ, শাবনূর
‘রঙ্গনা’ দিয়েই পর্দায় ফিরছেন শাবনূর?
‘রঙ্গনা’ দিয়েই পর্দায় ফিরছেন শাবনূর?
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না