X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাফীর ‘নিশ্বাস’-এ বিশ্বাস রেখেছেন তারা

বিনোদন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০৬

‘এই ছবিটা আমি একদম সাম্প্রতিক সময়ে বানিয়েছি। এতদিন কাজের মাধ্যমে নিজের মধ্যে যে ম্যাচুরিটি এসেছে, সেটা কাজে লাগিয়েছি। তাছাড়া এটা হলো আমার সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ। গল্পটা আমি ঠিক যেভাবে বলতে চেয়েছি, পূর্ণ স্বাধীনতা নিয়ে সেভাবেই তুলে ধরেছি।’

নিজের নতুন সিনেমা ‘নিশ্বাস’ নিয়ে বাংলা ট্রিবিউনের কাছে কথাগুলো বলেছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। যিনি এর আগে ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘পরাণ’ সিনেমা বানিয়ে সাড়া জাগিয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমাটি। তবে প্রেক্ষাগৃহে নয়, এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে।  

ইতোপূর্বে ট্রেলারের মাধ্যমে দর্শকের মনে আকর্ষণ তৈরি করেছে ‘নিশ্বাস’। এতে অর্ধশতাধিক অভিনয়শিল্পী কাজ করেছেন। এরমধ্যে প্রধান চরিত্রগুলোতে আছেন তাসনিয়া ফারিণ, ইমতিয়াজ বর্ষণ, সৈয়দ জামান শাওন, সাফা কবির প্রমুখ। আরও আছেন রাশেদ মামুন অপু, সোলাইমান খোকা, দিলারা জামান, নীল হুরেরজাহান, অশোক ব্যাপারী, হামিদুর রহমান, কামরুজ্জামান তাপু, ফরহাদ লিমন, ফারজানা ছবি, আনোয়ার হোসেন, পূর্ণিমা বৃষ্টি, মাসুম রেজওয়ান, রুশো শেখ, জন আর্মস্ট্রংসহ একঝাঁক শিল্পী।

নির্মাতা রায়হান রাফী সিনেমাটি নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার মতে, এরকম চরিত্রে কখনোই কাজ করেননি। বললেন, ‘ছবিটির জন্য আমাকে নতুন অনেক কিছু করতে হয়েছে। ফাইট ট্রেনিং, অস্ত্র প্রশিক্ষণসহ শারীরিকভাবে অনেক কিছু শিখতে হয়েছে। সেই সঙ্গে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই চরিত্রের দর্শনটা বিশ্বাস করা। কেননা, চরিত্রটির সঙ্গে বাস্তবে আমার বিন্দুমাত্র মিল নেই। এর বেশিরভাগ শট ছিল ওয়ান টেক। ফলে রিহার্সালে প্রচুর সময় দিতে হয়েছিল।’

গুণী অভিনেতা ইমতিয়াজ বর্ষণের অভিজ্ঞতা হলো, ‘রাফীর কাজের স্পিরিট এবং স্পিড দুটোই আমি উপভোগ করেছি। সিনেমার গল্পটা খুব ইন্টারেস্টিং। চেনা গল্পের স্টাইলাইজ প্রেজেন্টেশন এই সিনেমটি।’

তরুণ অভিনেতা সৈয়দ জামান শাওনের বক্তব্য, ‘এরকম গল্পে কখনও কাজ করা হয়নি। আমার মনে হয়, আমাদের দেশেও এই ধাঁচের গল্প খুব একটা দেখা যায় না। আশা করি দর্শক কাজটা দেখে আনন্দ পাবেন।’

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো