X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বিউটি সার্কাস

শুধু সার্কাস নয়, চলচ্চিত্র নিয়েও সিনেমা হওয়া দরকার: ফেরদৌস

বিনোদন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪২

নায়ক ফেরদৌস যেমন আজীবন মিষ্টি চরিত্রে অভিনয় করেছেন সিনেমায়, বাস্তবেও তিনি খুব মিষ্টি কথার মানুষ। তবে এবার তিনি দুটো পক্ষেই খানিক তেতো কথা শোনালেন সাংবাদিক ডেকে, জয়া আহসানকে পাশে বসিয়ে!

২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ফেরদৌস-জয়া অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’। তারই প্রচারণার লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর একটি অডিটোরিয়ামে সাংবাদিক ডেকে কথা বলেন ফেরদৌস-জয়াসহ ছবির নির্মাতা মাহমুদ দিদার, অভিনেতা এবিএম সুমন, কণ্ঠশিল্পী সুমিসহ অনেকেই। ফেরদৌস মনে করেন, শুধু বিলুপ্ত সার্কাস নিয়েই নয়, বাংলাদেশের চলচ্চিত্র নিয়েও এখন সিনেমা হওয়া দরকার!

এই নায়কের ভাষ্যে, ‘দুই যুগ ধরে এই সিনেমায় কাজ করছি। এটাকে ভালোবাসি বলেই কাজটা করছি এখনও। ফলে মানুষ যখন বলে, বাংলা সিনেমা ধ্বংস হয়ে গেছে বা যাচ্ছে। তখন বুকটা কেঁপে ওঠে। মেনে নিতে পারি না। সেজন্য এখন আমার মনে হয়, সার্কাস নিয়ে যেমন সিনেমা হয়েছে, আমাদের চলচ্চিত্র নিয়েও তেমন সিনেমা হওয়া দরকার। সার্কাস, যাত্রা হারিয়ে গেছে। অথচ এগুলো আমাদের মূল সংস্কৃতির বড় একটা অংশ ছিল। এর সঙ্গে হাজার হাজার মানুষ জড়িত ছিল। সব হারিয়ে যাচ্ছে। ফলে সিনেমাটাও হারিয়ে যাওয়ার আগে, এটার নানা বিষয় ধরে সিনেমা বানানোর সময় এসেছে।’

অনুষ্ঠানে এবিএম সুমন, ফেরদৌস, জয়া আহসান, শারমীন সুলতানা সুমি ও মাহমুদ দিদার/ ছবি: সাজ্জাদ হোসেন ‘বিউটি সার্কাস’-এ নেতিবাচক চরিত্রে প্রথমবার হাজির হচ্ছেন ফেরদৌস। জানান, ‘এই ধরনের চরিত্রে আর অভিনয় করিনি এবং জীবনেও করবো না। সিরিয়াসলি। আমি সমসময় একটা পজিটিভ ইমেজ নিয়ে পর্দায় এসেছি। দিদার আমাকে কনভিন্স করেছে কাজটি করার জন্য। শুটিং স্পটে গিয়েও ভেতর থেকে মন বলছিলো- কাজটা করা উচিত হচ্ছে না। আবার ছবিটির গল্প আর আমার চরিত্রটি বলছে- কাজটা করা উচিত। শেষ পর্যন্ত কাজটি আমি আনন্দ নিয়েই করেছি। এখন মনে হচ্ছে, এটা আমার শিল্পীমনেরই জয় হয়েছে।’

ফেরদৌস মনে করেন, দর্শক সবসময় ভালো সিনেমা দেখতে চায়। ভালো সিনেমা পেলেই হলে ঝাঁপিয়ে পড়ে। উদাহরণ হিসেবে তিনি টেনে আনেন ‘পরাণ’, ‘হাওয়া’, ‘বীরত্ব’ আর মুক্তিপ্রতীক্ষিত ‘অপারেশন সুন্দরবনে’র কথা। তার বিশ্বাস ‘বিউটি সার্কাস’ও একই কারণে মানুষ দেখবে।

ফেরদৌস এই অনুষ্ঠানে এসে আরেকটি দারুণ তথ্য দেন; যেটা বাংলাদেশের আর কোনও নায়কের বেলায় ঘটেছে বলে নজির নেই। তিনিই একমাত্র নায়ক, যার মাধ্যমে সর্বাধিক সফল নির্মাতার অভিষেক হয়েছে। উদাহরণ হিসেবে বলেন, ‘অনেক নবীন পরিচালকের প্রথম কাজ করেছি আমি। যার প্রায় প্রতিটি ছবি হিট। যেমন বাসুদেব চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’, একে সোহেলের ‘খাইরুন সুন্দরী’, এনামুল করিম নির্ঝরের ‘আহা’, সামিয়া জামানের ‘রানী কুঠির বাকী ইতিহাস’, শাহনেওয়াজ কাকলী ‘জলরঙ’- এমন প্রচুর সিনেমা করেছি ও হিট হয়েছে। মাহমুদ দিদারেরও প্রথম সিনেমা এটি। এটিও হিট হবে বলে বিশ্বাস করি।’ গণমাধ্যমের সামনে জয়া-ফেরদৌস/ ছবি: সাজ্জাদ হোসেন

/এমএম/
সম্পর্কিত
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
কোক স্টুডিও বাংলায় জয়া আহসান!
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার বাজিমাত!
জয়াকে নিয়ে ‘জিম্মি’ বানাচ্ছেন নিপুণ
জয়াকে নিয়ে ‘জিম্মি’ বানাচ্ছেন নিপুণ
কলকাতা ফিল্মফেয়ারে ঢাকাই অভিনেত্রীদের দাপট
কলকাতা ফিল্মফেয়ারে ঢাকাই অভিনেত্রীদের দাপট
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…