X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

ফাতিমার সঙ্গে ভিকির ‘পাগলামি’!

বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪০

কয়েক বছর ডুবে ডুবে জল খেয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর গেলো বছরের ডিসেম্বরে গাঁটছড়া বাঁধেন তারা। রাজস্থানের ঐতিহাসিক একটি প্রাসাদে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল।

বিয়ের পর খুব একটা বিরতি নেননি ভিকি কিংবা ক্যাট কেউই। দু’জনেই যার যার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে ভিকি কাজ করছেন ‘শ্যাম বাহাদুর’ সিনেমায়। এতে তার সঙ্গে আছেন ফাতিমা সানা শেখ। যিনি ‘দঙ্গল’ দিয়ে পরিচিতি পেয়েছেন। এরপর ‘থাগস অব হিন্দুস্তান’, ‘লুডো’র মতো সিনেমায় দেখা গেছে তাকে।

সম্প্রতি একটি লটের শুটিং সেরেছেন ভিকি ও ফাতিমা। রবিবার (১৮ সেপ্টেম্বর) শুটিং প্যাকআপ করে ফিরেছেন মুম্বাই। ফেরার সময় বিমানের ভেতর খুনসুটিতে মাতেন তারকাদ্বয়। সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন ফাতিমা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া ছবিগুলোর সঙ্গে অভিনেত্রী লিখেছেন, ‘কিছু পাগলামি জরুরি’।

ভিকি ও ফাতিমার খুনসুটি, পাগলামি/ ছবি: ইনস্টাগ্রাম ভিকি-ফাতিমার এই ‘পাগলামি’ নজর কেড়েছে অনুসারীদের। ফলে বিষয়টি উঠে এসেছে গণমাধ্যমের শিরোনামেও।

‘শ্যাম বাহাদুর’ সিনেমাটি নির্মিত হচ্ছে ভারতের কিংবদন্তি আর্মি অফিসার ও ফিল্ড মার্শাল শ্যাম মানেকশোর জীবনের গল্পে। পরিচালনায় মেঘনা গুলজার। এতে ভিকি ও ফাতিমার সঙ্গে দেখা যাবে সানিয়া মালহোত্রাকে।

এদিকে ভিকির হাতে রয়েছে আরও একাধিক সিনেমার কাজ। এর মধ্যে ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায় তার বিপরীতে থাকছেন ভূমি পেদনেকর ও কিয়ারা আদভানি। লক্ষ্মণ উটেকরের নির্মাণে নাম ঠিক না হওয়া একটি সিনেমাও রয়েছে অভিনেতার ঝুলিতে। যেখানে তার নায়িকা সারা আলী খান।

অন্যদিকে ফাতিমা সানা শেখকে দেখা যাবে ‘ধাক ধাক’ নামের একটি সিনেমায়। যেটি নির্মাণ করছেন তরুণ দুদেজা।

সূত্র: পিঙ্কভিলা

/কেআই/
সম্পর্কিত
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি একজন চমৎকার বক্তা ও শ্রোতা: ক্যাটরিনা কাইফ  
ভিকি-তৃপ্তির ভিডিও দেখে ভক্তদের দুশ্চিন্তা ক্যাটরিনাকে নিয়ে!
ভিকি-তৃপ্তির ভিডিও দেখে ভক্তদের দুশ্চিন্তা ক্যাটরিনাকে নিয়ে!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
ক্যাটরিনার ভরাডুবি!
ক্যাটরিনার ভরাডুবি!
বিনোদন বিভাগের সর্বশেষ
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব
দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ও শাকিব
না ফেরার দেশে মুস্তাফা জামান আব্বাসী
না ফেরার দেশে মুস্তাফা জামান আব্বাসী
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’
কানের মার্শে দ্যু ফিল্মে ‘বাঙালি বিলাস’