X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গান নকলের অভিযোগে ১০০ মিলিয়ন ডলারের মামলা

বিনোদন ডেস্ক
০২ অক্টোবর ২০২২, ০০:০৮আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০০:০৮

ফের নকলের অভিযোগ ব্রিটিশ সংগীত তারকা এড শিরানের বিরুদ্ধে। গানের মিউজিক ‘নকল’ করার অভিযোগে তার বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা হয়েছে। যদিও মামলাটি কয়েক বছর আগের। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটন ফেডারেল জাজ নির্দেশ দিয়েছেন, জুরি ট্রায়ালের মাধ্যমে এ মামলার নিষ্পত্তি হবে।

বিচারক লুইস স্ট্যান্টন বলেছেন, ‘যদিও এই সংক্রান্ত নির্দিষ্ট আইন নেই; এ কারণে এটি জুরি ট্রায়ালের মাধ্যমে সমাধান করা হবে। অরক্ষিত উপাদান ব্যবহার করলেও একটি কাজ হয়ত কপিরাইটের যোগ্য।’

অবশ্য জুরি ট্রায়ালের জন্য কোনও তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।

শিরানের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ‘থিংকিং আউট লাউড’ গানের মিউজিকে মারভিন গ্যায়ের বিখ্যাত ‘লেট’স গেট ইট অন’র কিছু উপাদান নকল করেছেন। যেটি প্রকাশ হয়েছিলো ১৯৭৩ সালে। অন্যদিকে এড শিরানের ‘থিংকিং আউট লাউড’ প্রকাশ হয় ২০১৪ সালে।

‘লেট’স গেট ইট অন’ গানটি গেয়েছিলেন মারভিন গ্যায়ে, তার সঙ্গে মিলে দ্বৈতভাবে এটি বানিয়েছিলেন এড টাউনসেন্ড। ২০১৬ সালে এড শিরানের বিরুদ্ধে গানটি নকলের অভিযোগ তোলে টাউনসেন্ডের পরিবার। কিন্তু এরপরের বছরই মামলাটি খারিজ করে দেন আদালত।

মারভিন গ্যায়ে ও এড টাউনসেন্ড পরবর্তীতে গানটির এক তৃতীয়াংশ শেয়ার স্ট্রাকচারড অ্যাসেট সেলসের কাছে বিক্রি করে দেয় টাউনসেন্ডের পরিবার। ২০১৮ সালে ওই কোম্পানি পুনরায় এড শিরানের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করে এবং ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায়।

স্ট্রাকচারড অ্যাসেট সেলস-এর দাবি, এড শিরান মেলোডিক, হারমোণিক, রিদমিক, ইনস্ট্রুমেন্টাল ও ডায়নামিক উপাদানগুলো নিয়েছেন তাদের ‘লেট’স গেট ইট অন’ থেকে।

এর আগেও নকলের অভিযোগে কপিরাইট আইনে বিপাকে পড়েছিলেন এড শিরান। তার সবচেয়ে জনপ্রিয় গান ‘শেপ অব ইউ’র বিরুদ্ধে ছিলো সে অভিযোগ। যদিও মামলার রায় আসে শিরানের পক্ষে এবং তিনি ১ মিলিয়ন ডলার পুরস্কার পেয়েছিলেন।

সূত্র: পিপল ম্যাগাজিন

/কেআই/
সম্পর্কিত
সংসদে কপিরাইট বিল পাস
সংসদে কপিরাইট বিল পাস
মুক্তিযুদ্ধে বিমান ছিনতাই নিয়ে নির্মিত সিনেমার গল্প নিয়ে অভিযোগ!
মুক্তিযুদ্ধে বিমান ছিনতাই নিয়ে নির্মিত সিনেমার গল্প নিয়ে অভিযোগ!
‘কৃত্রিম বুদ্ধিমত্তা মেধার কপিরাইট নির্ধারণ জরুরি’
টিআরএনবির আলোচনা সভায় বক্তারা‘কৃত্রিম বুদ্ধিমত্তা মেধার কপিরাইট নির্ধারণ জরুরি’
শিগগিরই হবে সংগীত বিমা: সংস্কৃতি প্রতিমন্ত্রী
শিগগিরই হবে সংগীত বিমা: সংস্কৃতি প্রতিমন্ত্রী
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!