X
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

অহংকার পতনের মূল: কার দিকে তির ছুড়লেন মিম

সুধাময় সরকার
০৯ অক্টোবর ২০২২, ১৪:৩৮আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৬:১৮

মিম বরাবরই নিরহংকারী। যেকোনও আসরে তিনি মিশে যেতে পারেন পাশের বাড়ির মেয়েটির মতো। অথচ সেই মিম কিনা ক্ষোভে ফেটে পড়লেন সোশাল হ্যান্ডেলে। দিলেন সরাসরি হুমকি! পুরনো প্রবাদ নতুন করে মনে করিয়ে দিয়ে বললেন, ‘অহংকার পতনের মূল... Just wait & see!’

অথচ এই হুমকি দেওয়ার আগে শনিবার দিন-সন্ধ্যাজুড়ে প্রজাপতির ডানায় উড়ে বেড়িয়েছেন ‘পরাণ’ জয় করা এই নায়িকা। সন্ধ্যার পর দলবেঁধে মুক্তি প্রতীক্ষিত ‘দামাল’ ছবির টিশার্ট গায়ে জড়িয়ে ঘুরলেন স্টার সিনেপ্লেক্স-এর জন্মোৎসবে। তারও আগে সপ্তাহজুড়ে ছিলেন পূজার আনন্দে। 

এসব হিসাব কষে অঙ্ক মেলাতে পারছেন না ইন্ডাস্ট্রি ও ভক্তরা; শনিবার মধ্যরাতে কেন মিম খেপে গেলেন! কার বিরুদ্ধে তার এই প্রতিক্রিয়া? না, এমন প্রশ্নের জবাব তিনি দেননি। বরং বলছেন একই কথা—ওয়েট অ্যান্ড সি।

অহংকার পতনের মূল: কার দিকে তির ছুড়লেন মিম তবে নানা গবেষণায় জানা গেছে, শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পরে রাজধানীর দুটি বিশেষ আয়োজনের কোথাও ঘটে যাওয়া কোনও ঘটনাকে কেন্দ্র করেই তেলে-বেগুনে জ্বলেছেন মিম। এবং অনেকেই বলছেন ঘটনাটি ঘটেছে এদিন রাতে একটি ওটিটি প্ল্যাটফর্মের জমকালো অ্যাওয়ার্ড আসরটিকে ঘিরে। যদিও ঠিক কার কাছে, কখন, কীভাবে ‘অহংকারী’ আচরণের শিকার হয়েছেন মিম, সেটি জানা যায়নি। অবশ্য অনেকেই ফিসফাসফিস করছেন দুজন নায়িকাকে ঘিরে!

গুঞ্জনপ্রিয়রা হিসাব মেলাচ্ছেন এভাবে, ‘পরাণ’ ও ‘দামাল’ ছবির নির্মাতা-অভিনেতা সংশ্লিষ্ট কেউ হয়তো গতরাতে ভালো আচরণ করেননি বিদ্যা সিনহা মিমের সঙ্গে। যে দুটি ছবির মাধ্যমে দীর্ঘদিন পর সুবাতাস বইছে মিমের ক্যারিয়ারে। হতে পারে, তার এই ধারাবাহিক উজ্জ্বলতা অনেকের মন ম্লান করার কারণ!  

এদিকে অভিনেত্রীর স্ট্যাটাসে নানা মন্তব্য করে নিজেদের আগ্রহ ও মতামত প্রকাশ করছেন ভক্তরা। কেউ টেনে আনছেন শাকিব খানকে, কেউ আবার বুবলী-পূজা চেরীকেও ছাড়লেন না! তবে লক্ষণীয় বিষয়, এখনও কেউ তমা মির্জা বা পরীমণিকে জুড়ে দেননি এই ঘটনায়।

অহংকার পতনের মূল: কার দিকে তির ছুড়লেন মিম বিদ্যার মন্তব্য না পেয়ে এই বিষয়ে বাংলা ট্রিবিউন-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় মিম-নির্মাতা রায়হান রাফীর সঙ্গে। প্রশ্ন ছিল, মিম কি গতরাতের স্টার সিনেপ্লেক্স শেষ করে ওটিটি ইভেন্টে গিয়েছেন? বললেন, ‘না। ওটাতে তো তারাই ইনভাইটেড ছিলেন, যাদের কাজ ছিল ওই প্ল্যাটফর্মে। মিমের কোনও মুভি ছিল না সেখানে। তাই যায়নি।’

এবার মূল প্রশ্ন, তাহলে রাফীর হিট নায়িকা রাগলেন কার ওপর! ওটিটি প্ল্যাটফর্ম থেকে দাওয়াত না পেয়ে, নাকি কোনও সমসাময়িক নায়িকার আচরণ বা উচ্ছ্বাসে? জবাবে রায়হান রাফী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওটিটির ওপর রাগার তো কথা নয়। কারণ, ওটাতে ওর কোনও মুভি নেই। অন্য কোনও কারণে হয় তো রেগেছে। জিজ্ঞেস করবোনে!’  

সুপারহিট ‘পরাণ’-ধাক্কা না সামলাতেই ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে প্রায় একই সেটআপের আলোচিত সিনেমা ‘দামাল’। এবার রাফী-মীম-রাজ শিবিরে যুক্ত হলেন সময়ের আরেক সফল নায়ক সিয়াম। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি প্রমুখ।

 

 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রাজকে নিয়ে সংশয়ে মিম!
রাজকে নিয়ে সংশয়ে মিম!
সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম
সুখবর দিলেন বিদ্যা সিনহা মিম
ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা জেতার সুযোগ
ওয়ালটন পণ্য কিনে ২০ লাখ টাকা জেতার সুযোগ
মিমকে আটকালেন ডিবি হারুন, সহযোগিতায় জায়েদ খান!
মিমকে আটকালেন ডিবি হারুন, সহযোগিতায় জায়েদ খান!
বিনোদন বিভাগের সর্বশেষ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
কানসৈকতে বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
প্রকাশ পেল ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর ফার্স্টলুক
প্রকাশ পেল ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এর ফার্স্টলুক
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
‘পুলসিরাত’ ইসলামিক নাম, তাই পরিবর্তনের নির্দেশ
কানে ট্রাম্পকে একহাত নিলেন রবার্ট ডি নিরো
কানে ট্রাম্পকে একহাত নিলেন রবার্ট ডি নিরো
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম
সেলিব্রিটি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজ-সিয়াম