X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘পরাণ’ ফিরলো ‘দামাল’-এ, টিকিট সব ‘হাওয়া’!

বিনোদন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ১৫:০৯আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৭:১৯

সুপারহিট ‘পরাণ’ ছবির গতি ফিরলো ‘দামাল’-এ। দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে (৪ নভেম্বর) প্রথম প্রহরেই ‘দামাল’ ছবির সব টিকিটি ‘হাওয়া’!

দেশের অভিজাত মাল্টিপ্লেক্স চেইন ‘স্টার সিনেপ্লেক্স’ সূত্র জানায়, শুক্রবারের (৪ নভেম্বর) ‘দামাল’ ছবির ১৫টি শোয়ের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। হল কর্তৃপক্ষ শোয়ের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। যেমনটা হয়েছে ‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবি দুটি মুক্তির পর।

‘পরাণ’ ও ‘দামাল’ নির্মাতা রায়হান রাফী এ প্রসঙ্গে বলেন, ‘‘সত্যি বলতে, আমার সব ছবি মূলত মুক্তি পায় দ্বিতীয় সপ্তাহ থেকে! মানে প্রথম সপ্তাহকে আমি বিবেচনায় রাখি না। সে হিসেবে আমার কাছে ‘দামাল’ মুক্তি পেলো আজই। প্রথম দিনের (২৮ অক্টোবর) চেয়েও বেশি রেসপন্স আজ (৪ নভেম্বর) সব হল থেকে পাচ্ছি। স্টার সিনেপ্লেক্সের সব টিকিট সকালেই সোল্ডআউট। ১৫টির বেশি শো চালাচ্ছে আজ। আশা করছি, সন্ধ্যা নাগাদ কালকের টিকিটও শেষ হয়ে যাবে।’’

কিন্তু প্রথম সপ্তাহে ২২টি হলে মুক্তির পর এ সপ্তাহে এসে মাত্র তিনটি হল বাড়লো! উন্নতিটা কি হতাশার নয়? জবাবে রায়হান রাফী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সিনেমা ভালো হলে দর্শক দেখবেই। এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই আমি হাল ছাড়িনি। আমি বিশ্বাস করি, ইতিহাসের প্রেক্ষাপটে কিংবা নির্মাণের বিচারে ‘দামাল’ ভালো সিনেমা। ফলে দর্শকদের প্রতি আমি ভরসা রেখেছি। যার প্রতিচ্ছবি কিন্তু এ সপ্তাহ থেকে পাচ্ছি। লক্ষ রাখবেন, সিনেমা দেখতে হলে কিন্তু টাকা লাগে। শুধু টিকিট নয়, আসা-যাওয়া-খাওয়ার খরচাও জড়িত। ছবিটি যখন মুক্তি পেয়েছে তখন সবার পকেট প্রায় ফাঁকা! সেজন্য ছবিটি দেখার জন্য দর্শকদের একটু সময় দিতে হবে। তারা ফিরবেই।’’  
 
দুই সপ্তাহে হল সংখ্যা প্রায় একই থাকা প্রসঙ্গে এই নির্মাতা জানান, তারা তৃতীয় সপ্তাহ থেকে ছবিটির হল সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছেন শুরুতেই। ফলে প্রথম দুই সপ্তাহ আরবান হলগুলোতে ইচ্ছে করেই ছবিটি আটকে রেখেছেন সংশ্লিষ্টরা। তবে ঢাকারই আরও তিনটি হল যোগ করতে হলো বিশেষ অনুরোধে।

‘দামাল’-এর একটি দৃশ্যে রাজ ও মিম রাফী বলেন, ‘ঢাকার তিনটি হল থেকে বিশেষ অনুরোধ আসে ছবিটির জন্য। সেজন্যই দিয়েছি। আমাদের পরিকল্পনা তৃতীয় সপ্তাহে ছবিটিকে শহরের বাইরে নিয়ে যাওয়ার। ফলে দুই সপ্তাহে হল সংখ্যা না বাড়ানোর সিদ্ধান্তে ছিলাম শুরু থেকেই।’ 

এদিকে স্টার সিনেপ্লেক্স সূত্র জানায়, শুক্র-শনিবার (৪-৫ নভেম্বর) ‘দামাল’-এর ১৫টির বেশি শো রাখলেও ‘পরাণ’ ও ‘হাওয়া’ পাচ্ছে একটি করে শো। যে ছবি দুটো রাজ করেছে গত প্রায় চার মাস ধরে!

‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’-এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ‘পরাণ’ ও ‘দামাল’-এ অন্যতম নায়িকা চরিত্রে আছেন বিদ্যা সিনহা মিম। আর ‘দামাল’ ছবির অন্যতম নায়ক হিসেবে আছেন সিয়াম আহমেদ। এরমধ্যে ‘পরাণ’ ও ‘দামাল’ নির্মাণ করেছেন রায়হান রাফী।

‘দামাল’ নির্মিত হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে। রায়হান রাফী

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
সীমানা পেরিয়ে ঈদের তিন সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!