X
শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
২০ মাঘ ১৪২৯

শাহরুখের উষ্ণ বার্তা, দীপিকার প্রেমময় জবাব

বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২২, ১৮:০৯আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৮:২৮

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সিনে ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ হয়েছে। ২০০৭ সালের ৯ নভেম্বর ফারাহ খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ দিয়ে মুম্বাই ইন্ডাস্ট্রিতে অভিষিক্ত হন তিনি। তখন থেকে একের পর এক সফল ও প্রশংসিত সিনেমা দিয়ে নিজেকে শুধু ভারতে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠিত করেন ‘পিকু’ তারকা।

প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে দীপিকা পেয়েছিলেন কিং অব বলিউড শাহরুখ খানকে। তাই অভিনেত্রীর ক্যারিয়ারের ১৫ বছর পূর্তিতে প্রথম নায়কের কাছ থেকে বিশেষ শুভেচ্ছা আসাটাই স্বাভাবিক।

শুক্রবার (১১ নভেম্বর) সোশাল হ্যান্ডেলে দীপিকার সঙ্গে অনস্ক্রিন প্রেমের তিনটি ছবি পোস্ট করেন এসআরকে। যেগুলোর প্রত্যেকটিতেই দীপিকার প্রতি অপার মুগ্ধতায় তাকিয়ে আছেন অভিনেতা।

ক্যাপশনে শাহরুখ বলেছেন, ‘১৫ বছরের শ্রেষ্ঠত্ব, অধ্যবসায়। তোমার সঙ্গে অসাধারণ পারফরম্যান্স এবং উষ্ণ আলিঙ্গন। এখানে তোমার দিকে তাকিয়ে আছি, তোমার দিকে তাকিয়ে আছি, তোমার দিকে তাকিয়ে আছি এবং এখনও তোমার দিকেই তাকিয়ে আছি।’

সহশিল্পীর কাছ থেকে এমন উষ্ণ শুভেচ্ছা বার্তা পেয়ে মুগ্ধ দীপিকাও। তার জবাবে সেটা স্পষ্ট। বলেছেন, ‘শব্দ আমাদের ভালোবাসা বর্ণনা করতে পারে না।’

১৫ বছরের ক্যারিয়ারে তিনটি সিনেমায় শাহরুখ খানের সঙ্গে হাজির হয়েছেন দীপিকা। এগুলো হলো ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’। সবগুলো ছবিই হয়েছে সফল।

আগামী বছরের ২৫ জানুয়ারি আসছে এই জুটির চতুর্থ সিনেমা ‘পাঠান’। গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে এর টিজার প্রকাশ হয়। এরপর থেকেই তুমুল আলোচনায় রয়েছে ছবিটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে খলনায়ক জন আব্রাহাম।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

সূত্র: এনডিটিভি

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
শাহরুখকে নিয়ে পশ্চিমাদের প্রতি পাওলো কোয়েলহোর বার্তা
শাহরুখকে নিয়ে পশ্চিমাদের প্রতি পাওলো কোয়েলহোর বার্তা
একই সিরিজে শাহরুখ-সালমান-আমিরসহ ৩৫ তারকা!
একই সিরিজে শাহরুখ-সালমান-আমিরসহ ৩৫ তারকা!
‘পাঠান’ দিয়ে সালমান-আমিরের রেকর্ড ভাঙছেন শাহরুখ!
‘পাঠান’ দিয়ে সালমান-আমিরের রেকর্ড ভাঙছেন শাহরুখ!
৫ দিনে ৫০০ কোটি: গণমাধ্যমের মুখোমুখি শাহরুখ-দীপিকা
৫ দিনে ৫০০ কোটি: গণমাধ্যমের মুখোমুখি শাহরুখ-দীপিকা
বিনোদন বিভাগের সর্বশেষ
নিজের বিয়েতে নাচতে হবে কিয়ারাকে, এটাই রীতি!
নিজের বিয়েতে নাচতে হবে কিয়ারাকে, এটাই রীতি!
রবীন্দ্রসংগীতের ব্যাখ্যা ও পরিবেশনায় মনোমুগ্ধকর সন্ধ্যা
রবীন্দ্রসংগীতের ব্যাখ্যা ও পরিবেশনায় মনোমুগ্ধকর সন্ধ্যা
রবিবার থেকে ঢাবিতে ‘হাওয়া’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’...
‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবরবিবার থেকে ঢাবিতে ‘হাওয়া’, ‘বিউটি সার্কাস’, ‘দামাল’...
আইয়ুব বাচ্চুকে নিয়ে বইমেলায় ‘রুপালি গিটার’
আইয়ুব বাচ্চুকে নিয়ে বইমেলায় ‘রুপালি গিটার’
সেই ভূত এখন বাংলাদেশে! 
সেই ভূত এখন বাংলাদেশে!