X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

শিকাগো শিশু চলচ্চিত্র উৎসবে সেরা

বিনোদন রিপোর্ট
১২ নভেম্বর ২০২২, ১৩:৫৯আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৬:৪৭

অমিতাভ রেজা চৌধুরী নির্মিত ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রের ঝুলিতে যুক্ত হলো আরও একটি পুরস্কার। যুক্তরাষ্ট্রের শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভালে সেরার খেতাব জিতে নিয়েছে এটি। সদ্য অনুষ্ঠিত উৎসবের ৩৯তম আসরের ‘বেস্ট অব ফেস্ট’ পুরস্কার পেয়েছে বাংলাদেশি ছবিটি।

দুটি ক্যাটাগরিতে আয়োজিত হয় ‘শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভাল’; এগুলো হলো ৮-১০ এবং ১১-১৪ বছর। এর মধ্যে দ্বিতীয় ক্যাটাগরিতে অংশ নেয় ‘রিকশা গার্ল’।
 
এবারের আয়োজনে উৎসবটিতে ৫৪ দেশের ৩০৪টি চলচ্চিত্র অংশ নিয়েছিলো। এর মধ্যে জুরি বোর্ডের বিচারে ৬৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়েছে। সবগুলো পুরস্কারের মধ্যে সবার ওপরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘রিকশা গার্ল’। উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই পুরো তালিকাটি দেখা যাচ্ছে।
 
বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা অমিতাভ রেজা। তিনি বললেন, ‘অনেকে হয়তো জানেন না, এটা কিন্তু বাচ্চাদের সিনেমা। এবং এ পর্যন্ত আমাদের ঘরে যা পুরস্কার এসেছে তার সবই চিলড্রেন ফেস্টিভাল থেকে। এরমধ্যে বিশ্বের সেরা দুটো হলো ফ্লিঙ্গেল ফিল্ম ফেস্টিভাল আর মিল ভ্যালি। ব্রাসেলস থেকেও কিডস অ্যাওয়ার্ড পেয়েছি আমরা। ছবিটা মূলত ১০ থেকে ২০ বছর বয়সীদের জন্য বানানো। যাইহোক, এবারও উৎসবের সেরা পুরস্কারটি পেলাম। আজ (১২ নভেম্বর) সকালেই প্রযোজকের কাছ থেকে জানতে পারলাম। যে কোনও স্বীকৃতিই আনন্দের।’ অমিতাভ রেজা চৌধুরী উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে ছবিটি বানিয়েছেন নির্মাতা। এর কেন্দ্রীয় চরিত্র নাইমার ভূমিকায় অভিনয় করেছেন নভেরা রহমান। তার মায়ের চরিত্রে আছেন মোমেনা চৌধুরী। এছাড়াও অভিনয় করেছেন চম্পা, নরেশ ভুঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

অমিতাভ রেজা জানান, শুধু ফেস্টিভাল নয় এটিকে তিনি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দিতে চান। তার প্রস্তুতিও এরমধ্যে শুরু করেছেন। নির্মাতা বলেন, ‘ফেস্টিভালে দেখানো হচ্ছে ছবিটির ইংরেজি ভার্সন। আর দেশের জন্য তৈরি করেছি বাংলা। এরমধ্যে সেটির কাজও একেবারে শেষ। আসছে বছরের প্রথম দিকে ছবিটি দেশের মানুষকে দেখাতে চাই।’

‘আয়নাবাজি’র কারিগর অমিতাভ রেজা সাম্প্রতিক সময়ে প্রশংসায় ভাসছেন সদ্য প্রকাশিত ওয়েব সিরিজ ‘বোধ’ দিয়ে। এটি প্রকাশ পেয়েছে হইচই অ্যাপে।

/কেআই/এমএম/
সম্পর্কিত
রিকশাচালকদের জন্য ‘রিকশা গার্ল’- এর বিশেষ প্রদর্শনী  
রিকশাচালকদের জন্য ‘রিকশা গার্ল’- এর বিশেষ প্রদর্শনী  
প্রেক্ষাগৃহে ‘রিকশাগার্ল’, সিনেমা ঘিরে দর্শকের উন্মাদনা  
প্রেক্ষাগৃহে ‘রিকশাগার্ল’, সিনেমা ঘিরে দর্শকের উন্মাদনা  
প্রকাশ পেল ‘রিকশা গার্ল’-এর প্রথম গান 
প্রকাশ পেল ‘রিকশা গার্ল’-এর প্রথম গান 
অবশেষে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’
অবশেষে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’
বিনোদন বিভাগের সর্বশেষ
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু