X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

অবশেষে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৫, ১৪:০৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৫:০৮

মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রিকশা গার্ল’। সিনেমাটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। তার প্রথম নির্মাণ ‘আয়নাবাজি’ বাজিমাতের পর থেকে দর্শকরা অপেক্ষা করছিলো নতুন সিনেমার জন্য। অবশেষে তাদের সেই অপেক্ষা ঘুচতে চললো।   

এরইমধ্যে ‘রিকশাগার্ল’ সিনেমাটি দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। এবার ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ‘রিকশা গার্ল’ সিনেমার একটি দৃশ্যে নভেরা রহমান যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা।

রবিবার ( ১২ জানুয়ারি) ‘রিকশা গার্ল’ সিনেমার নতুন ট্রেইলার প্রকাশিত হয়েছে। সেইসাথে ঘোষণা করা হয়েছে  সিনেমাটির মুক্তির তারিখ। ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমা হলগুলোতে দর্শকরা উপভোগ করতে পারবেন ‘রিকশা গার্ল’। ‘রিকশা গার্ল’ সিনেমার একটি দৃশ্যে নভেরা রহমান শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প আবর্তিত। সে ছবি আঁকতে পছন্দ করে। কিন্তু দরিদ্র সংসারে একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হন। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাঈমা কোনও উপায় না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায়,  নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে!

‘রিকশা গার্ল’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়াও রয়েছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্রসহ অনেকে। নাঈমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে নরেশ ভূঁইয়াকে। অবশেষে মুক্তি পাচ্ছে ‘রিকশা গার্ল’ উল্লেখ্য, ‘রিকশা গার্ল’ সিনেমার ডিজিটাল পার্টনার হিসেবে আছে বঙ্গ।

/সিবি/
সম্পর্কিত
রিকশাচালকদের জন্য ‘রিকশা গার্ল’- এর বিশেষ প্রদর্শনী  
রিকশাচালকদের জন্য ‘রিকশা গার্ল’- এর বিশেষ প্রদর্শনী  
প্রেক্ষাগৃহে ‘রিকশাগার্ল’, সিনেমা ঘিরে দর্শকের উন্মাদনা  
প্রেক্ষাগৃহে ‘রিকশাগার্ল’, সিনেমা ঘিরে দর্শকের উন্মাদনা  
প্রকাশ পেল ‘রিকশা গার্ল’-এর প্রথম গান 
প্রকাশ পেল ‘রিকশা গার্ল’-এর প্রথম গান 
‘তারা কাবাডি খেলে আর আমরা দেখি’
তারকা যখন ভোটার‘তারা কাবাডি খেলে আর আমরা দেখি’
বিনোদন বিভাগের সর্বশেষ
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
কুমকুম রানীকে নৃত্যাঞ্চল পদক প্রদান
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু
আগুনে পুড়ে মার্কিন সংগীতশিল্পীর মৃত্যু