X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সিনেমায় ফের স্বাধীন বাংলা ফুটবল দল, অভিনয়ে আরিফিন শুভ

বিনোদন প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২২, ১৩:২৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৭:২৬

গেলো ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রায়হান রাফী নির্মিত সিনেমা ‘দামাল’। এটির গল্প ১৯৭১’র স্বাধীন বাংলা ফুটবল দলের ছায়া অবলম্বনে। সেই সঙ্গে এই সময়ের নারী ফুটবল দলের প্রসঙ্গও যুক্ত হয়েছে। আলোচিত ছবিটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিমের মতো তারকারা।

এবার একই প্রেক্ষাপটে আরও একটি সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। এর প্রাথমিক নাম দেওয়া হয়েছে ‘ফুটবল ৭১’। পরিচালনা করছেন অনম বিশ্বাস। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই ছবির শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে।

স্বাধীন বাংলা ফুটবল দলের প্রেক্ষাপটে নির্মিতব্য এই ছবির কেন্দ্রীয় চরিত্রে যুক্ত হয়েছেন আরিফিন শুভ। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন নায়ক। তিনি বললেন, ‘অনেক দিন ধরেই অনম ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। অবশেষে যুক্ত হলাম। ছবিটার প্রেক্ষাপট একাত্তরের সময়কার। আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে।’

ছবিটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে শুভ বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। কারণ, দর্শকের রুচি পরিবর্তন হচ্ছে। সেই সঙ্গে তাল মিলিয়ে আমি চেষ্টা করি ভিন্ন কিছু করার। সেই চেষ্টা থেকেই অনম ভাই সুযোগটা দিলেন। এজন্য তার কাছে কৃতজ্ঞ আমি।’

সিনেমাটিতে আর কারা থাকছেন, সে বিষয়ে এখনই বলতে চাইলেন না শুভ। বললেন, ‘ওটা ক্রমশ প্রকাশ্য’।

সবশেষে ছবিটির প্রেক্ষাপট পরিষ্কার হওয়ার পালা। জানতে চাওয়া হলো, এই সিনেমার প্রেক্ষাপট স্বাধীন বাংলা ফুটবল কেন্দ্রিক কিনা? জবাবে আরিফিন শুভর উল্টো প্রশ্ন, ‘সবকিছু একবারেই জানবেন? এখন আপাতত আর কিছু বলা যাবে না।’

স্বাধীন বাংলা ফুটবল দল অনম বিশ্বাস আগে জানিয়েছিলেন, ‘ফুটবল ৭১’ ছবিটি স্বাধীন বাংলা ফুটবল দলকে ঘিরেই। এজন্য তিনি বাংলাদেশের পাশাপাশি কলকাতায় গিয়েও শুটিং করবেন। বড় আয়োজনের এই ছবি নিয়ে তিনি কয়েক বছর ধরে গবেষণা করেছেন।

প্রসঙ্গত, আরিফিন শুভ সম্প্রতি আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন। সেটার পরিচালনায় আছেন মিজানুর রহমান আরিয়ান। আগামী ২০ ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হচ্ছে বলে জানালেন নায়ক। সেজন্য ছবিটির প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি।

উল্লেখ্য, তুমুল জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’র চিত্রনাট্য লিখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অনম বিশ্বাস। এরপর তিনি ‘দেবী’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ছবিটি দারুণ সাড়া পেয়েছিল। ‘ফুটবল ৭১’ (ওয়ার্কিং টাইটেল) তার দ্বিতীয় সিনেমা। 

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
৮ বছরের যুদ্ধ শেষে মা হারালেন আরিফিন শুভ
৮ বছরের যুদ্ধ শেষে মা হারালেন আরিফিন শুভ
‘মুজিব’ নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট!
‘মুজিব’ নায়ক পেলেন রাজউকের ১০ কাঠার প্লট!
ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার
ওয়েব সিরিজে আরিফিন শুভ, সঙ্গে সোহিনী সরকার
‘মুজিব’র দীর্ঘ ভ্রমণ শেষে ‘নীলচক্র’
‘মুজিব’র দীর্ঘ ভ্রমণ শেষে ‘নীলচক্র’
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!