X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

উৎসব পেরিয়ে ‘কাগজ’ আসছে ২৩ ডিসেম্বর

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ১৭:৩৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৭:৪৭

একজন লেখকের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘কাগজ’। যেখানে দেখা যাবে সেই লেখক কীভাবে একটি ফিলোসফি নিয়ে বিখ্যাত হয়ে ওঠেন। সম্প্রতি প্রকাশ হলো ছবিটির ট্রেলার। প্রায় তিন মিনিটের ওই ট্রেলারে আঁচ মিললো লেখকের। একই সঙ্গে গল্পে থ্রিলার-রোমান্টিকতারও ছাপ পাওয়া গেলো। 

ছবিটি এরমধ্যে জয় করেছে দুটি আন্তর্জাতিক উৎসব। সেই রেশ ধরে আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এমনটাই জানালেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। 

এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মামনুন হাসান ইমন। সঙ্গে আছেন আইরিন সুলতানা ও মাইমুনা মম।  

মুক্তির আগেই ছবিটি কলকাতা টেগোর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও তামিল নাড়ুর কলিউড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে দুটি পুরস্কার জিতেছে। 

পরিচালকের ভাষ্য, ‘যাপিত জীবনের আড়ালে লুক্কায়িত অন্য এক জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার একটি সিনেমা এটি।’

এতে লেখকের চরিত্রে অভিনয় করছেন ইমন। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘‘বীরত্ব’ ছবির পর আমার আরও একটি গল্প নির্ভর ছবি ‘কাগজ’ মুক্তি পাচ্ছে। ছবিটিতে দর্শকরা অন্য এক ইমনকে দেখতে পাবেন।’’

ছবিটিতে আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, ইমি, এলিনা শাম্মী প্রমুখ। নির্মাতা নিজেই এর গল্প, চিত্রনাট্য তৈরি ও প্রযোজনা করছেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
কান ক্ল্যাসিকসে চার্লি চ্যাপলিনের সঙ্গে সত্যজিৎ রায়
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
বাবাকে ‘মিথ্যাবাদী’ বললেন নওয়াজ!
একসঙ্গে আফজাল-শাকিব
একসঙ্গে আফজাল-শাকিব
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?
কেন সুপারহিট ‘লিও’ ছেড়েছিলেন সাই পল্লবী?