X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
এ সপ্তাহের ছবি

মুক্তি পেলো বছরের শেষ দুই সিনেমা

বিনোদন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২২, ১০:২১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১৮:২৯

ফুরিয়ে গেলো ২০২২। একদিন পরই নতুন বছর গণনা করবে মানুষ। গত হওয়া এই বছরের শেষ সিনেমা হিসেবে শুক্রবার (৩০ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘মেঘ রোদ্দুর খেলা’ ও ‘বীরাঙ্গনা ৭১’। দেশের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

এরমধ্যে ‘মেঘ রোদ্দুর খেলা’ কিশোর গল্পে নির্মিত সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা নির্মাণ করেছেন আউয়াল রেজা। তিনি জানান, ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে যে কয়টি সিনেপ্লেক্স রয়েছে, সবগুলোতে ছবিটি চলবে। পরবর্তীতে দর্শকের চাহিদা অনুসারে অন্যান্য জেলায়ও সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

মুক্তি উপলক্ষে সম্প্রতি স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় ‘মেঘ রোদ্দুর খেলা’র একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত হয়ে সিনেমাটির জন্য শুভেচ্ছা-শুভকামনা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

নির্মাতা আউয়াল রেজা বলেছেন, ‘এই ছবির গল্প কিশোর বয়সের। এই ধরনের সিনেমা আমাদের দেশে তো খুব একটা হয় না। সেই অপূর্ণতার কথা ভেবেই ছবিটি বানানো।’

এই ছবিতে অভিনয় করেছেন টইটই হিলালি, অর্ণিমা তাবাসসুম নিশা, রাফিদ স্মরণ রেজা, কিংবদন্তি চৌধুরী, নাফিস জাবির, জহুরাতুল তায়েবা অদিতা, প্রাণ রায়, মাজনুন মিজান, নাজনীন হাসান চুমকি, সাহানা রহমান সুমি প্রমুখ।

‘মেঘ রোদ্দুর খেলা’র ট্রেলার:

‘বীরাঙ্গনা ৭১’ নির্মাণ করেছেন এম সাখাওয়াৎ হোসেন। এতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, শিরিন শিলা, ফজলুর রহমান বাবু প্রমুখ। এটি দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে জানা গেছে।

ছবিটির মূল চরিত্র বীরাঙ্গনার ভূমিকায় অভিনয়ের প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘বীরাঙ্গনাদের সম্মান দিয়ে তাদের কথাই এই সিনেমায় তুলে ধরা হয়েছে। আমি গর্বিত যে এত বড়মাপের একটি চরিত্রে কাজের সুযোগ পেয়েছি। আর ২০২২-এর শেষ এবং নতুন বছরের শুরুটা আমাদের ছবিটি দিয়ে হচ্ছে, এজন্যও অনেক আনন্দিত।’

‘বীরাঙ্গনা ৭১’র ঝলক:

/কেআই/এমওএফ/
সম্পর্কিত
শাবনূরের প্রত্যাবর্তনে সঙ্গী হলেন বাবু
শাবনূরের প্রত্যাবর্তনে সঙ্গী হলেন বাবু
নির্বাচনি মাঠে ব্যস্ত বাবু-সালমা!
নির্বাচনি মাঠে ব্যস্ত বাবু-সালমা!
শোবিজের শুভ পঞ্চমী আজ!
শোবিজের শুভ পঞ্চমী আজ!
‘ওমর’ সিনেমায় তিন জাঁদরেল অভিনেতা!
‘ওমর’ সিনেমায় তিন জাঁদরেল অভিনেতা!
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা!
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান