X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বাঁধনের আনন্দ-আক্ষেপ এবং পলকের বড় ঘোষণা

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৩, ১৭:৪৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১২:০৫

বেশ কয়েক বছর ধরে সিনেমা হলশূন্য হয়েছিল উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর রাজশাহী। সেই শূন্যতা এবার ঘুচিয়ে দিলো স্টার সিনেপ্লেক্স। তাদের নতুন একটি শাখা সেখানে চালু করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে স্টার সিনেপ্লেক্স-রাজশাহী প্রেক্ষাগৃহটি।

সিঙ্গেল স্ক্রিনের এই সিনেপ্লেক্স উদ্বোধনে তারকা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত যে সিনেপ্লেক্স এখানে তাদের একটি সিঙ্গেল স্ক্রিন চালু করেছে। তবে আমি আশা করবো, তারা আরও স্ক্রিন চালু করবেন এখানে। এটা ভীষণ দুঃখজনক, রাজশাহীতে আগে যত হল ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে, বন্ধ হয়ে গেছে।’

সিনেমা হল বাড়ানোর দিকে ইঙ্গিত করে বাঁধনের মন্তব্য, ‘মানুষের বিনোদনের জায়গা যত কমে যাবে, সমাজের অসংগতিগুলো তত বাড়বে। তাই আমি আশা করবো, শুধু স্টার সিনেপ্লেক্স না, অন্যরাও নিজ উদ্যোগে এখানে আরও সিনেমা হল তৈরি করবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি ঘোষণা দিলেন, রাজশাহীর পর দেশে আরও ১২টি হাইটেক পার্ক নির্মাণের কাজ চলছে। সেগুলোতেও থাকবে অত্যাধুনিক সিনেমা থিয়েটার। এগুলো সরকারি ও ব্যক্তিমালিকানায় পরিচালিত হবে।

কেক কেটে উদ্বোধন করা হলো স্টার সিনেপ্লেক্স-রাজশাহী নিজের বক্তব্যে পলক বলেছেন, ‘স্মার্ট, উদার ও প্রগতিশীল প্রজন্ম গড়ে তোলার জন্য প্রয়োজন সাংস্কৃতিক বিপ্লব। রাজনৈতিক মুক্তি এবং স্বাধীনতা দিয়ে গেছেন বঙ্গবন্ধু, অর্থনীতির দিশা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই অর্থনৈতিক সমৃদ্ধিকে টেকসই করতে হলে প্রয়োজন একটি সাংস্কৃতিক বিপ্লবের। তার জন্য আমাদের প্রজন্মের কাছে সুস্থ বিনোদন পৌঁছে দিতে হবে। তাই রাজশাহীবাসী ও এখানকার তরুণদের জন্য প্রধানমন্ত্রীর উপহার এই আধুনিক সিনেমা থিয়েটার।’

স্টার সিনেপ্লেক্স-রাজশাহীতে হাস্যোজ্বল বাঁধন বলা প্রয়োজন, রাজশাহীর বুলনপাড়া আইবাঁধ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে একটি হল নিয়ে নির্মিত হয়েছে এই সিনেপ্লেক্স। এখানে আসন সংখ্যা ১৭২টি। বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা এখানেও থাকছে। শনিবার (১৪ জানুয়ারি) থেকে নির্ধারিত টিকিটের মাধ্যমে এখানে সিনেমা দেখতে পারবেন আগ্রহীরা।

ছবি: জাকির হোসেন

/এমএম/কেআই/এমওএফ/
সম্পর্কিত
পলকসহ ৩ জন ফের রিমান্ডে
পলকসহ ৩ জন ফের রিমান্ডে
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
ঈদ থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উত্তরায়
ঈদ থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উত্তরায়
রিমান্ডে পলক, নতুন মামলায় গ্রেফতার কামরুল-কামাল-আতিক
রিমান্ডে পলক, নতুন মামলায় গ্রেফতার কামরুল-কামাল-আতিক
বিনোদন বিভাগের সর্বশেষ
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
৮ নায়িকা নিয়ে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
মা দিবসে সম্মাননা পাচ্ছেন তিন তারকার মা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা, পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন নির্মাতা
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
এক বিচ্ছেদেই ক্ষতি ৮ মিলিয়ন ডলার!
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী
বাবা-মায়ের কবরে শায়িত হলেন মুস্তাফা জামান আব্বাসী