X
রবিবার, ০২ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯
২০৫১ সালের বাংলাদেশ: মৃত্যুর বিনিময়ে মাতৃত্ব!

রেহানা, মুসকান ও সুলতানা পেরিয়ে বাঁধনের প্রিসিলা যাত্রা

সুধাময় সরকার
১৯ জানুয়ারি ২০২৩, ১৯:৪৮আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৩:০২

রেহানা, মুসকান ও সুলতানা। বাংলা কনটেন্টে সম্ভবত এতটা শক্তিমান নারী চরিত্রের ধারাবাহিকতা আর কোনও অভিনেত্রী রক্ষা করতে পারেননি। যেটা করে দেখিয়েছেন আজমেরী হক বাঁধন।

তার এই তিন চরিত্র দেখালো, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একজন বাঙালি নারী কতোটা অটুট রাখতে পারে নিজেকে। যথাক্রমে সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’, ভারতীয় ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ এবং দেশীয় সিরিজ ‘গুটি’। এর মাঝে রয়েছে তার বলিউড যাত্রাও- ‘খুফিয়া’। সেটিও নারীপ্রধান সিনেমা, যা মুক্তি পাচ্ছে শিগগিরই।

তবে এসব ছাপিয়ে আজমেরী হক বাঁধন এলেন নতুন খবর নিয়ে। যেখানে তিনি হাজির হচ্ছেন প্রিসিলা চরিত্রে। বুধবার (১৮ জানুয়ারি) রাতে খবরটি ঘটা করে জানালো হইচই। যে সিরিজটির সঙ্গে যুক্ত আছেন সময়ের সেরা তিন নির্মাতা তানিম নূর (চিত্রনাট্য), কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় (পরিচালনা) এবং সৈয়দ আহমেদ শাওকী (প্রযোজক)। সিরিজটির নাম ‘ডেল্টা ২০৫১’।  

সিরিজটি সম্পর্কে ঘোষণা দেওয়ার সময় মঞ্চে ওঠেন আজমেরী হক বাঁধন। নিজ নিজ সিরিজের গল্প নিয়ে যে মঞ্চে এর আগে উঠেছেন একে একে নামজাদা পুরুষ অভিনেতা ও নির্মাতারা। সেই মঞ্চে সিরিজের প্রতিনিধি হয়ে একমাত্র নারী হিসেবে ওঠেন বাঁধন। উঠেই বেশ মজা করে বলেন, ‘আমার এখানে দাঁড়িয়ে থাকাটা অনেকের জন্য আনন্দের না! প্রথমে ধন্যবাদ জানাতে চাই এত ঘটনা দুর্ঘটনার পর আমাকে নিয়ে কাজ করার জন্য। ওরা (তিন নির্মাতা) অসাধারণ একটি চরিত্র নিয়ে আসছে আমার কাছে। আমি অবাক হয়েছি এ ধরনের একটা গল্প বলার চিন্তা আমাদের এখানে করছে।’

রেহানা, মুসকান ও সুলতানা চরিত্রে বাঁধন নতুন চরিত্র প্রসঙ্গে বাঁধন বলেন, ‘বেশিরভাগ লোক আমাকে বলেছে, তুমি সারাক্ষণ রেগে থাকছো (অভিনয়ে)। সিরিয়াস চরিত্রে কাজ করছো। এগুলো এখন বাদ দাও। এমন নানা উপদেশ। সেই প্রেক্ষাপটে আমি খুবই গ্রেটফুল- যারা আমার জন্য এই চরিত্রটি চূড়ান্ত করেছে।’

নির্মাতারা জানান, ‘ডেল্টা ২০৫১’ সিরিজের গল্পটি ২০৫১ সালের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। যার অনেকটাই ফ্যান্টাসি। মানে জনসংখ্যা বাড়তে বাড়তে দেশের এমন পরিস্থিতি হবে, তখন একটা আইন হবে। যে আইনে লেখা থাকবে, কোনও দম্পতি সন্তান নিতে চাইলে সেই পরিবারের একজনকে মারা যেতে হবে। মানে একটি মৃত্যুর বিপরীতে একটি নবজাতক।

সিরিজটির চিত্রনাট্যকার তানিম নূর বলেন, ‘‘মশিউল আলমের উপন্যাস ‘প্রিসিলা’ অবলম্বনে এটি আমরা নির্মাণের চেষ্টা করছি। কাজটা চ্যালেঞ্জিং। যেখানে আমরা দেখানোর চেষ্টা করবো অন্য এক বাংলাদেশ। যেমনটা আমরা সচরাচর ভাবি না।’’

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক মশিউল আলম। তিনি উপন্যাসটি লেখার প্রেক্ষাপট তুলে ধরেন। জানান, প্রিসিলা এক যুবতী নারী, যে কি না ভালোবেসে বিয়ে করেছে রাসেলকে। রাসেলের বাবা নেই। মা আর ছোট ভাই আছে। যদিও ছোট ভাই আর তার বউয়ের সঙ্গে রাসেলের মা বসবাস করেন। সালটা ২০৫০। ইতোমধ্যে ২০৩৫ সালে প্রণীত হওয়া মানব প্রজনন নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছে। তাই এই শহরে ভালোবাসা এখনও টিকে থাকলেও মা কিংবা বাবা হওয়ার শখ-আহ্লাদটা মোটামুটি মিটে গেছে বলেই সবার ধারণা। তবু, প্রিসিলা স্বপ্ন দেখে, সে মা হবে। ছোট্ট একটা সন্তানও উপহার দেবে রাসেলকে ভালোবাসার প্রতিদানস্বরূপ। কিন্তু কীভাবে? রাসেলের তো বাবা নেই, আর অচিরেই মায়ের মৃত্যুরও তেমন কোনও সম্ভাবনা নেই। তাছাড়া, রাসেলের মা থাকে তার ছোট ভাইয়ের সঙ্গে। তারাও বাচ্চা নিতে ইচ্ছুক। আবার অন্যদিকে, স্বামীকে ফাঁকি দিয়ে গর্ভধারণ করলে রাষ্ট্র স্বামীকে ফাঁসিতে চড়াবে। কিন্তু রাসেলকে ভালোবাসে প্রিসিলা। অবশ্য আরেকটা উপায় আছে, ক্যানসার ও অন্যান্য প্রাণঘাতী রোগে আক্রান্ত গরিব বয়স্ক মানুষকে উচ্চমূল্যে কিনতে পাওয়া যায়। কিন্তু তাদের সেই সামর্থ্য নেই। দুজনের বেতন মিলে কোনোভাবে সংসার চলে। সঞ্চয়ের জন্য অবশিষ্ট আর কিছুই থাকে না। প্রিসিলা এক মহাসংকটে পড়েছে। 

অনুষ্ঠানে বাঁধন, চিত্রনাট্যকার তানিম নূর ও নির্মাতা কৃষ্ণেন্দু এই প্রিসিলা চরিত্রেই এবার দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। অভিনেত্রী বলেন, ‘চরিত্রটি অসাধারণ। অদ্ভুত। আমি এই চরিত্রটিকে সততার সঙ্গে লালন করার চেষ্টা করছি। যেমনটা করেছি রেহানা, মুসকান আর সুলতানাকে।’

সিরিজের শুটিং শুরু হবে শিগগিরই। আর মুক্তি পাচ্ছে চলতি বছরই।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সুফিহীন ‘আর্বোভাইরাস’র প্রথম গান, যা বলছেন শ্রোতারা
সুফিহীন ‘আর্বোভাইরাস’র প্রথম গান, যা বলছেন শ্রোতারা
চলছে টার্কিশ সিনেমার বাংলা উৎসব
চলছে টার্কিশ সিনেমার বাংলা উৎসব
রুচির দুর্ভিক্ষ: বুঝতে পারছেন কি, সামনে কতটা অন্ধকার
রুচির দুর্ভিক্ষ: বুঝতে পারছেন কি, সামনে কতটা অন্ধকার
৮ শিল্পীর কণ্ঠে সেই ঐতিহাসিক গান (ভিডিও)
৮ শিল্পীর কণ্ঠে সেই ঐতিহাসিক গান (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ
নাট্যশিল্পীদের জন্য আলাদা আইনি টিম গঠন
নাট্যশিল্পীদের জন্য আলাদা আইনি টিম গঠন
চট্টগ্রামে শুটিংয়ের ফাঁকে ইফতার বিতরণে ব্যস্ত আফরান নিশো (ভিডিও)
চট্টগ্রামে শুটিংয়ের ফাঁকে ইফতার বিতরণে ব্যস্ত আফরান নিশো (ভিডিও)
আইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় দেখছি না: রিয়াজ
রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগআইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় দেখছি না: রিয়াজ
সুফিহীন ‘আর্বোভাইরাস’র প্রথম গান, যা বলছেন শ্রোতারা
সুফিহীন ‘আর্বোভাইরাস’র প্রথম গান, যা বলছেন শ্রোতারা