X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
নায়করাজ স্মরণ

‘রাজ্জাক ভাই শুধু আমার’

বিনোদন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৩:৫০আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৯:১৩

নায়ক থেকে জ্যেষ্ঠ চরিত্রে, অভিভাবকের স্নেহ থেকে নেতৃত্বের নির্দেশনা, সবেতেই নন্দিত রাজ্জাক। এজন্যই তাকে বলা হয় নায়করাজ। নায়ক তো অনেকেই, কিন্তু তার মতো সাফল্য, সার্বজনীন জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা কেইবা অর্জন করতে পেরেছেন ঢালিউডে। আজ সোমবার (২৩ জানুয়ারি) সেই কিংবদন্তির জন্মদিন।

রাজার জন্মদিন বলে কথা, রাজ্যের মানুষেরা তাকে ভালোবেসে স্মরণ করবে এটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় দেখা গেলো, বিভিন্ন প্রজন্মের সিনেশিল্পীরা রাজ্জাককে স্মরণ করেছেন। তার মধ্য থেকে তিনটি বিশেষ শুভেচ্ছা রইলো এ আয়োজনে।

রাজ্জাকের সঙ্গে জুটি বেঁধে ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা অঞ্জনা। স্বর্ণালী সে স্মৃতিগুলো এখনও তার মন গহীনে ভাস্মর। প্রিয় সহশিল্পীকে নিয়ে লিখলেন, ‘শুভ জন্মদিন বাংলা চলচ্চিত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়করাজ রাজ্জাক ভাই। তার সম্পর্কে সত্যিকার অর্থেই আমার বলার কোনও ভাষা নেই। তিনি নায়ক, ধীরাজ, বাংলা চলচ্চিত্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। প্রায় ৫০ বছর যার অবস্থান বাংলা চলচ্চিত্রে সমুজ্জ্বল। যার অভিনয়ের ধারাবাহিকতায় মুগ্ধ হয়ে পরবর্তী সময়ে চলচ্চিত্রে তৈরি হয়েছিলো অনেক স্টার, সুপারস্টার। কিন্তু নায়করাজ সবার মথার মুকুট হয়ে রয়ে গিয়েছিলেন একটি জায়গায়, যে অবস্থানটি কেউ কখনও টলানোর স্পর্ধা ও ধৃষ্টতা করতে পারেনি। কারণ তিনি ছিলেন নায়করাজ; কোনও প্রকার ফিল্ম পলিটিক্সই তাকে তার অনন্য উচ্চতা থেকে, দর্শকপ্রিয়তা থেকে এক চুল নড়াতে পারেনি।’

রাজ্জাক ও অঞ্জনা নিজেকে ভাগ্যবতী দাবি করে অঞ্জনা বলেছেন, “আমি ধন্য, সৌভাগ্যবতী এই মহানায়ক, সুমহান অভিনেতার সঙ্গে জুটি হিসেবে অসংখ্য কালজয়ী, দর্শক নন্দিত সিনেমায় অভিনয় করার সুযোগ আমার হয়েছিলো। শুধু তাই নয়, রাজ্জাক ভাই পরিচালিত ব্লকবাস্টার চলচ্চিত্র (যেটি ১৯৮৫ সালের সর্বোচ্চ ব্যাবসা সফল চলচ্চিত্র) ‘অভিযান’-এ তিনি আমাকে ওনার বিপরীতে কাস্ট করেন। রাজ্জাক ভাইয়ের সাথে কাজের এতো স্মৃতি, যেটা বলে বা লিখে শেষ করা সম্ভব নয়।”

অঞ্জনার স্মৃতি:

ঢাকাই সিনেমার এই এই যুগের সফল নায়ক শাকিব খান। তিনি রাজ্জাকের স্নেহধন্য। বহু ছবিতে রাজ্জাককে অভিভাবকের ভূমিকায় পেয়েছেন। আর বাস্তবেও পেয়েছেন স্নেহ, পরামর্শ। নায়করাজের একটি ছবি শেয়ার করে শাকিবের প্রার্থনা, ‘পরপারেও যেন আল্লাহ আপনাকে দুনিয়ার মতো শান্তি ও মর্যাদার আসনে রাখেন, সবসময় এই দোয়া করি।’

রাজ্জাকের স্নেহধন্য শাকিব খান একসময়ের দাপুটে নায়িকা নূতনের স্মৃতিতেও উজ্জ্বল নায়করাজ। কারণ তার মাধ্যমেই রূপালি জগতে পূর্ণতা পেয়েছেন বলে মনে করেন নূতন। তাই রাজ্জাকের জন্মদিন উপলক্ষে মাস খানেক আগে থেকেই লেখা শুরু করেন। একটু একটু করে গুছিয়ে সোমবার (২৩ জানুয়ারি) তা পোস্ট করলেন অনুসারীদের জন্য।

দীর্ঘ লেখায় নূতন তুলে ধরেছেন রাজ্জাকের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসার কথা। তার মতে, ‘রাজ্জাক ছাড়া বাংলা চলচ্চিত্রে নায়িকা নূতনের পুনর্জন্ম হতো না। নায়করাজ রাজ্জাক; আমি তাকে রাজ্জাক ভাই বলেই ডাকি। তাকে নিয়ে বলা বা স্মৃতিচারণ করা আমার জন্য অনেক কঠিন। কারণ তিনি আমার কাছে অবিভাবক। রাজ্জাক ভাই না থাকলে চলচ্চিত্র শিল্পী হিসেবে নিজের পরিপূর্ণতা আমি পেতাম না। নিজেকে মূল্যায়িত করা আমার জন্য অসম্ভব ছিলো। মাঝে মাঝে একটু স্বার্থপরতা নিয়ে বলি, রাজ্জাক ভাই শুধু আমার। যদিও তিনি সবার, সমগ্র দেশের এবং বাংলা চলচ্চিত্রের।’

রাজ্জাক ও নূতন স্মৃতির পাতা খুলে নূতন বলেন, “আমার জীবনের প্রথম চলচ্চিত্র ‘নতুন প্রভাত’র (১৯৬৯ সাল) সময় রাজ্জাক ভাই আমার ইনটারভিউ নিয়েছিলেন। স্বপ্নের নায়ককে সামনাসামনি দেখতে পাবো ভেবে যতটা না উত্তেজিত ছিলাম, দেখার পরে তা নিমিষেই বিলীন; তার ব্যবহার দ্বারা। তার ব্যবহারে মনে হয়েছে আমি তার কতো চেনা। সেদিন থেকে তার মৃত্যু অব্দি রাজ্জাক ভাইয়ের ছায়াতলেই ছিলাম, আছি, থাকবো। আমার কাছে, আমার মনে সে জীবন্ত।”

নূতনের পোস্ট:

/কেআই/
সম্পর্কিত
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
অন্তর্জালে উঠলো ‘তুফান’, চাপা পড়লো কি ‘রাজকুমার’!
অন্তর্জালে উঠলো ‘তুফান’, চাপা পড়লো কি ‘রাজকুমার’!
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)